- স্কুলে ভর্তির জন্য বাচ্চা ও অভিবাকদের ছবি লাগবে? নিজেই তুলে প্রিন্ট করে নেয়া যায়।
"Imagine that you have zero cookies and you split them evenly among zero friends. How many cookies does each person get? See? It doesn’t make sense."
_______
Doesn't make sense? Well it perfectly makes sense to me. In this case they each get zero cookies. :-)
And those who spend the night to their Lord prostrating and standing [in prayer]
And those who say, "Our Lord, avert from us the punishment of Hell. Indeed, its punishment is ever adhering; Indeed, it is evil as a settlement and residence."
And those who, when they spend, do so not excessively or sparingly but are ever, between that, moderate
And those who do not invoke with Allah another deity or kill the soul which Allah has forbidden [to be killed], except by right, and do not commit unlawful sexual intercourse.
And whoever should do that will meet a penalty
Multiplied for him is the punishment on the Day of Resurrection, and he will abide therein humiliated
Except for those who repent, believe and do righteous work. For them Allah will replace their evil deeds with good. And ever is Allah Forgiving and Merciful.
And he who repents and does righteousness does indeed turn to Allah with repentance.
And those who do not testify to falsehood, and when they pass near ill speech, they pass by with dignity.
And those who, when reminded of the verses of their Lord, do not fall upon them deaf and blind.
And those who say, "Our Lord, grant us from among our wives and offspring comfort to our eyes and make us an example for the righteous."
কি জানলাম? নাস্তিক, শাহবাগী, আওয়ামী, কমুনিস্ট, মাজার ব্যবসায়ী এরা সব একদল। তাদের ধর্ম তাদের জন্য।
আমার ধর্ম ভিন্ন। তাদের থেকে আমার শেখার কিছু নেই। তাদেরকে শেখানোর মত আমারও কিছু নেই।
আল্লাহ তায়ালা আমাদের আগুন থেকে হিফাজত করুন।
My next prediction: The divide in Europe will now increase.
২০ রাকাত পড়ে। প্রতি রাতে ১ পারা, প্রতি রাকাতে ১ পৃষ্ঠা করে। ইশার ১০-১৫ মিনিট পর আরম্ভ হয়। শেষ হয় রাত ১১ টার দিকে। মাঝে বিশ্রামের জন্য বসে ১০ রাকাতের পর, এক বার। চার রাকাত পর পর বসে না।
বিতির ৩ রাকাত পড়ে। প্রথম দুই রাকাতের পর সালাম ফিরায়। এর পর তৃতীয় রাকাতে রুকুর পৃর্বে কুনুত পড়ে না। বরং রুকুর পরে সিজদায় যাবার আগে দুই হাত তুলে কুনুত সহ অন্যান্য দোয়া পড়ে ১৫ থেকে ২০ মিনিট।
বিতিরের প্রথম রাকাতে সুরা সাব্বিহিসমা, এর পর কাফিরুন আর শেষ রাকাতে ইখলাস পড়ে। সবসময়।
শেষ ১০ দিন রাতে তাহাজ্জুদের জামাত হয়। মক্কা মদিনা দুই মসজিদেই। আরম্ভ হয় ১ টার দিকে। ১০ রাকাত পড়ে। প্রতি রাকাতে ২ পৃষ্ঠা করে ১০ রাকাতে ১ পারা।
মসজিদে ইতিকাফকারীদের সেহরি খেতে দেখিনি। সন্ধার ইফতারী খেয়ে সেহরিতে সম্ভবতঃ শুধু পানি খেয়ে পরদিন রোজা রাখে, আমার ধারনা। ইফতারীতে খেজুর থাকে বেশি।
মাছের শরীর থেকে ফরমালিন দূর করতে মাছটি অন্তত ১ ঘণ্টা ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখুন। পরিক্ষায় দেখা গিয়েছে এতে করে মাছের শরীরে যে ফরমালিন থাকে সেটি প্রায় ৬১% কমে গেছে।
আরও একটি কার্যকর উপায় হল মাছটি রান্না করার আগে কমপক্ষে ১ ঘণ্টা লবন পানিতে ডুবিয়ে রাখা, এতে করে মাছের ফরমালিনের পরিমাণ প্রায় ৯০% কমে যাবে।
আরও একটি কার্যকর পদ্ধতি হচ্ছে, আপনি যখন চাউল ধুবেন এবং প্রথম বার চাউল ধোবার সময় যে পানি বের হবে সেটি দিয়ে প্রথমে মাছটি ধুয়ে নিন এরপর আবার সাধারণ কলের পানি দিয়ে ধুবেন। দেখবেন এতে করে প্রায় ৭০% ফরমালিন দূর হয়ে যাবে।
কোন ফলমূল খাবার আগে সেটি হালকা গরম এবং লবন মিশ্রিত পানিতে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে করে ফরমালিনের পরিমাণ প্রায় ৯৮% ভাগ দূর হবে (পরিক্ষিত)।
আমাদের দেশে এখন শুঁটকি মাছেও প্রচুর পরিমানে ফরমালিন মেশানো হচ্ছে। শুঁটকি মাছ থেকে ফরমালিন দূর করতে ঠিক একই রকম পন্থা অবলম্বম করবেন। প্রথমে ১ ঘণ্টা লবন মিশ্রিত হালকা গরম পানিতে পরে ১০ মিনিট ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন। এতে করে ফরমালিন তো দূর হবেই পাশাপাশি মাছের স্বাদও বাড়বে।
অনেক সময় ফলমুলে বিশেষ করে আম, লিচুতে স্প্রে করার মাধ্যমে ফরমালিন দেয়া হয়। সেজন্য গাড় বা উজ্জল রঙের ফল কেনা থেকে বিরত থাকুন।
খাবার বা ফলমূল থেকে ফরমালিন দূর করার সব থেকে কার্যকরী উপাদান হল ভিনেগার। প্রথমে এক লিটার পানিতে এক কাপ ভিনেগার মিশিয়ে নিন। মিশ্রিত পানিতে শাকসবজি, ফলমুল কিংবা মাছ ১৫ মিনিট রেখে দিন। এরপর সাধারণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। ব্যাস! এই পদ্ধতিতে খাদ্য দ্রব্য থেকে প্রায় ৯৮% ফরমালিন দূর করা সম্ভব।
(collected)
To afford the debt repayments, Greece made huge cuts leaving many impoverished.
In February, a fed-up population elected the left-wing Syriza party.
As Greece lagged on repayments, they were told to make more cuts, or lose aid. Syriza refused and asked the people whether they agreed in Sunday’s referendum. They did.
The big problem now is Greek banks are running out of money. If they do, Greece will have to start printing its own currency – the drachma - and drop out of the euro.
এবংআবিস্কার করলাম বাইরে বারান্দা আরো গরম। যেনো আগুনের হলকা। দরজার ফাক দিয়ে ভিতেরের এসির যতটুকু বাতাস আসছিলো ততটুকুই মনে হচ্ছিলো কত শান্তি।
অথচ একটু আগে এর ভেতরে মনে হচ্ছিলো প্রচন্ড গরম।
Human nature.
আরবরা প্রতি বছরে কোন রাতে ক্বদর হয়েছে সেটা বের করার জন্য বিজোড় তারিখগুলোর সকালের সূর্যদয়ের ভিডিও ইউটুবে আপলোড করে। ক্বদরের পরের সকালের সৃর্য হয় ঘোলা।
এরকম একটা ভিডিওর লিংক নিচে। এটা ১৪৩০ হিজরির [২০০৯ সাল] ২৩ তারিখের সকালের সুর্য। সাইড বারে related এ খুজলে আরো অনেক পাবেন।
https://www.youtube.com/watch?v=8jofXVpZd3c
এর বাইরে যে কোনো মসজিদে যে কেউ ইতিকাফ করলে "অবৈধ মিটিং" করার অপরাধে জেল।
http://www.doamuslims.org/?p=4020
Some evil genius is at work. Where is Austin Powers when we need him?
✏ তেমনি ভাবে ইবনে আবী শায়বার মাঝে টাকা দ্বারা সাদাকায়ে ফিতর আদায় করার ব্যাপারে রয়েছে হযরত হাসান বসরী (রহ.) এর আসার-
مصنف ابن أبي شيبة (2/ 398)
10370 - حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ هِشَامٍ، عَنِ الْحَسَنِ، قَالَ: «لَا بَأْسَ أَنْ تُعْطِيَ الدَّرَاهِمَ فِي صَدَقَةِ الْفِطْرِ»
অর্থ : হযরত হাসান বসরী (রহ.) বলেন, টাকা দ্বারা সাদাকায়ে ফিতর আদায় করার দ্বারা কোন সমস্যা নেই। ইবনে আবি শায়বা-২/৩৯৮, হাদীস-১০৩৭০।
✏ অনুরুপ ভাবে রয়েছে এ বিষয়ে হযরত ওমর (রা.) এর পক্ষ থেকে হযরত ওমর বিন আব্দুল আযীয (রহ.) এর প্রতি চিঠি-
مصنف ابن أبي شيبة (2/ 398)
10369 - حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ قُرَّةَ، قَالَ: جَاءَنَا كِتَابُ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ فِي صَدَقَةِ الْفِطْرِ «نِصْفُ صَاعٍ عَنْ كُلِّ إِنْسَانٍ أَوْ قِيمَتُهُ نِصْفُ دِرْهَمٍ»
ইবনে আবি শায়বা-২/৩৯৮, হাদীস-১০৩৬৯।
- মুফতি মোঃ ছানাউল্লাহ।
এক্সাক্টলি কি ছিলো সেটা ভুলে যাবার কারনে, অনেকে মনে করে মুখভরে বমি করলে রোজা ভেঙ্গে যায়।
ঠিক কথা হলো:
এখান থেকেই "মুখ ভরে বমি করে খেয়ে ফেল্লে" নিয়মটা এসেছে।
তাই যাকে দিতে চাই তার হাতে সরাসরি টাকা দেয়া পছন্দ করি। হাফেজদের দিতে চাইলে হাফেজদের হাতে সরাসরি। নচেৎ দেয়ার জন্য অন্য খাত খুজে নিতে হবে।
https://www.youtube.com/watch?v=29Z2LbRw-GY
এর পর স্বর্নের দাম কত? কিনা দাম নাকি বিক্রি দামে দেবো? সনাতন নাকি ক্যরেট? এই প্রশ্নগুলো অপ্রয়োজনীয় হয়ে যায়।
এভাবে যদি দোকান থাকতো তবে প্রতি প্রকার মাল আলাদা করে এগুলোর ৪০ ভাগের এক ভাগ করে চাল, ডাল, চকলেট, বিস্কিট সব দিয়ে দিতাম।
আর ক্যশ টাকা থাকলে ক্যশ টাকার ৪০ ভাগের এক ভাগ।
এর মাঝে কোথাও শাড়ি কাপড় নেই। শাড়ি দিয়ে জাকাত দিতাম শুধু মাত্র আমার যদি শাড়ির দোকান থাকতো শুধু তবে।
মানুষ ক্যশ টাকার জাকাত শাড়ি কিনে দিতে যায় কেন এটা আমার বুঝে আসে না। এবং প্রতি বছর এটা করতে গিয়ে এতগুলো মানুষ মরে।
This life will end. Pretty quickly. And the next life is, forever.
Pictures in order: Afghanistan, Syria, Palestine, Burma.
Afghanistan
Syria
Palestine
Burma
Time to pick up our result card from the examiner, and move to our permanent prized destination, forever.
নচেৎ সবকিছুই স্মৃতির বাইরে।
- আহনাফ ভাইয়ের নাম থেকেই কি আহনাফ মিডিয়ার নামকরন?
- Shonon
Difference has.
Engaging in sole worship of Allah, in the time of civil strife carries a far greater reward for the muslim than any other time. There is a reason for that.
The surprising answer is 50 kg!
https://en.wikipedia.org/wiki/Potato_paradox
100 kg of potatoes, 99% water, means that there's 99 kg of water, and 1 kg of solids. It's a 1:99 ratio.
If the water decreases to 98%, then the solids account for 2% of the weight. The 2:98 ratio reduces to 1:49. Since the solids still weigh 1 kg, the water must weigh 49 kg.
Professor Dylan Selterman at the University of Maryland offered one of his classes the chance to get extra credit at the end of an online exam paper on social psychology - but it came with a rather meta caveat.
The extra question read:
"Select whether you want 2 points or 6 points added onto your final paper grade. But there's a small catch: if more than 10% of the class selects 6 points, then no one gets any points."
UAE.
Pakistan. Praying on the roof to make time for new moon sighting.
Iraq. In Abdur Kader Zilani Mosque.
Seconds before the start of prayers.
Pakistan. Enough food for four.
Washing for prayers.
আজ রাত হলো রমজানের শেষ রাত।
- আট রাকাত পড়তে হয়। দুই রাকাত দুই রাকাত করে। চার রাকাতের পর একটু বিশ্রাম দোয়া তসবিহ।
- অপটিমাম হলো এই আট রাকাতে কোরআন শরিফ থেকে ১ পারা পড়া। কিরাত শোনা যায় এমন উচু স্বরে পড়া। যদি কারো ঘুমের কষ্ট না হয়।
- দ্রুত তিলওয়াতে এক পারার বেশি পড়ার থেকে একটু ধীর স্থির ভাবে এক পারা পড়া ভালো।
- তাহাজ্জুদের নামাজ আরম্ভ করার আগে রাসুলুল্লাহ ﷺ প্রথমে দুই রাকাত নামাজ সংক্ষেপে পড়ে নিতেন। কাফিরুন ও ইখলাস দিয়ে সংক্ষেপে নামাজ পড়া যায়।
- নামাজ শেষে বিতির। বিতিরের তিন রাকাত নামাজে যথাক্রমে সাব্বিহিসমা, কাফিরুন আর ইখলাস পড়া। তৃতীয় রাকাতের দোয়া কুনুতের পর দোয়াকে ইচ্ছামত লম্বা করা যায়।
- বিতিরের পর আবারো সংক্ষেপে দুই রাকাত পড়ে নামাজ শেষ করা।
- সব মিলিয়ে ১ ঘন্টা সময় লাগবে।
- শেষ রাতে পড়তে চাইলে রাত দেড়টার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত সময়।
- একটা মত হলো, যারা পড়ে না তাদের জন্য এটা নফল। কিন্তু যারা পড়ে তাদের জন্য এটা ওয়াজিব হয়ে যায়। তাই রেগুলারিটি মেন্টেইন করা।
রাস্তা বড় লম্বা দেইখা কান্দি যারে যার
মাওলা তুমি কান্ধে নিয়া করবা নাকি পার?
আমি চক্ষু দিয়া দেখতেছিলাম জগৎ রঙ্গিলা
মাওলা, তোমার নুরানী তীর হটাৎ মারিলা
মাওলা, আন্ধা করিলা ।।
মোটা মুটি অর্থ: যেন, আল্লাহ তায়ালা যে তোমাদের পথ দেখিয়েছেন সে জন্য তোমরা "আল্লাহু আকবার" বল আর শুকরিয়া আদায় কর।
এ থেকে আমরা রমজানের শেষে বলি: আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।
হিদায়া আল্লাহ তায়ালার পক্ষ থেকে একটা উপহার। উনি যাকে দেন। এ নিয়ামতের জন্য আমরা আল্লাহকে সবচেয়ে বড় বলি। আর আমরা উনার হামদ আদায় করি।
সন্ধার দিকে খেয়াল হলো আজকে ইফতারিও করতে হবে। আজকে যে রোজা সেটাও খেয়াল ছিলো না।
ঈদে ধরেছে। বুঝলাম। :-P
আমি ফাস্ট :-)
ইউরোপের যত উত্তরে যাবেন এদের সংখ্যা তত বেশি।
বৃষ্টি না থাকলেও ঢাকাতে যে মাঠে নামাজ পড়া যেতো তাও না।
আল্লাহ তায়ালা আমাকে যেন --- যে ব্যক্তি ধৈর্য ধরলো আর চুপ থাকলো তাদের একজন করেন।
নিজেকে এত বেশি হকপন্থি মনে করা, যে অন্য সকল মুসলিমদেরকে পথভ্রান্ত মনে করে ঘৃনা করতে থাকা --- এ অবস্থা থেকে রক্ষা করেন।
আমাকে জালেম হওয়া থেকে রক্ষা করেন, এবং মজলুম হওয়া থেকে রক্ষা করেন।
দিনের শেষে আমরা উনার দিকে ফিরে যাবো। আমি সাক্ষি দিচ্ছি উনি ছাড়া কোনো ইলাহ নেই।
Nostalgia তে ভুগছি? অতীতের স্মৃতিচারন যদি অন্তরে ইমোশন আনে। তবে আমাকে স্মরনে রাখতে হবে যে বর্তমান দিনগুলোও আর কিছুদিন পর অতীত হয়ে যাবে। এবং তখনও মনে হবে এই দিনগুলো কত ভালো ছিলো।
তাই এখন কতটা কষ্টে আছি সেটা সমস্যা না। সমস্যা হলো বর্তমান দিনের ভালো জিনিসগুলো বুঝে উঠতে যে আমার দশ বিশ বছর লেগে যায়, সেটা।
https://www.youtube.com/watch?v=ZhIEou8sM2g
- কারো পাপের বিচার করা আমার কাজ না। এটা আল্লাহর কাজ। আমার নিজের বিচার আমার সামনে। তাই "এই কাজের জন্য তাকে আল্লাহ তায়ালা আযাব দেবে" এটা ধারনা করাও ভুল।
- আমার অন্তর জুড়ে যদি শুধু ঘৃনা থাকে তাহলে ওটাই আমাকে ধ্বংশ করে দেবে। আমর শত্রুর আর আমার বিরুদ্ধে কিছু করার দরকার নেই।
ডান দিক আর বাম দিকের মাঝে সরল রাস্তা। আল্লাহ তায়ালা আমাদের এই রাস্তার উপর রাখেন।
https://www.youtube.com/watch?v=t8dGisCH-HA
https://gma.yahoo.com/taliban-leader-mullah-omar-died-afghan-officials-105317136--abc-news-topstories.html
http://www.bbc.com/news/world-asia-33721074
https://www.youtube.com/watch?v=MJfD6C3vOWQ
https://www.youtube.com/watch?v=MJfD6C3vOWQ