Facebook Posts - April 2017

1-Apr-2017 11:27 am


যে সময়ে স্বিদ্ধান্ত নিয়েছিলাম নুয়াইম বিন হাম্মাদের "আল ফিতান" কিতাবটা অনুবাদ করবো, তখনকার পোষ্ট।

এটা হয়ে গিয়েছে। নেটে আছে এখানে,
https://habibur.com/kitab/nuaim/

প্রুফ রিড, এডিট, এবং দুচারটা হাদিসের অনুবাদ হয়তো বাকি আছে।

মূলতঃ করেছেন মাদ্রাসার তিনজন উস্তাদ। দুজন খাতায় লিখে করেছেন, সেটা পরে কম্পোজ করা হয়েছে। তা থেকে টাইপো আছে বেশ কিছু।

    Comments:
  • সহমত। সবগুলোর উপর।

1-Apr-2017 11:27 am

1-Apr-2017 9:06 pm


: উমরার সোয়াব নির্ভর করে কে কত দূর থেকে কত খরচ করে উমরা করতে আসলো তার উপর।

: তাহলে, ইকনমির টিকিট না কেটে ফাস্ট ক্লাস ফ্লাইটের টিকিট কাটলে কি বেশি সোয়াব পাবো?

: ভাবিয়ে তুললো। :-)

#HabibHajj

1-Apr-2017 9:06 pm

2-Apr-2017 12:26 am


Science Joke:

A math professor, John, is having problems with his sink so he calls a plumber.

The plumber comes over and quickly fixes the sink. The professor is happy until he gets the bill. He tells the plumber, "How can you charge this much? This is half of my paycheck." But he pays it anyways.

The plumber tells him, "Hey, we are looking for more plumbers. You could become a plumber and triple your salary. Just make sure you say you only made it to 6th grade, they don't like educated people."

The professor takes him up on the offer and becomes a plumber. His salary triples and he doesn't have to work nearly as hard. But the company makes an announcement that all of their plumbers must get a 7th grade education. So they all go to night school.

On the first day of night school they all attend math class. The teacher wants to gauge the class so he asks John, "What is the formula for the area of a circle?"

John walks up to the board and is about to write the formula when he realizes he has forgotten it. So he begins to attempt to derive the formula, filling the board with complicated mathematics. He ends up figuring out it is negative pi times radius squared. He thinks the minus doesn't belong so he starts over, but again he comes up with the same equation.

After staring at the board for a minute he looks out at the other plumbers and sees that they are all whispering,

"Switch the limits on the integral!"

#HabibJoke

2-Apr-2017 12:26 am

2-Apr-2017 12:27 pm


Misc pics




I remember this event, when it happened, during my school age.


Despite viewing up to hundreds of billions in light year distance, scientists aren't even near to observing the edge of the universe.


The fate of succeeding in business or job or whatever.

2-Apr-2017 12:27 pm

2-Apr-2017 5:36 pm



টপিক চেয়ে কয়েকদিন আগে একটা পোষ্ট দিয়েছিলাম। যে যা বলেছেন সবগুলোর উপর লিখে ৮ মাস পার করা যাবে ইনশাল্লাহ : -) সবাইকে ধন্যবাদ।


বেশি ইসলামিক পোষ্ট দিলে আশে পাশে থেকে বিভিন্ন ইসলামি মতাবলম্বিদের শ্যেন দৃষ্টি পড়ে যায় এই আইডির উপর। এবং তখন পোষ্টগুলো হয়ে যায় WWE ring.

এজন্য মিসেলিনিয়াস বিষয়ে পোষ্ট দিতে হয়। কিছু ভালো কিছু মন্দ। যেন তারা মনে করে, "ওহ! এই লোক দেখি আরেক মডারেট! কিছু দেখার নাই এইখানে। চল কোনখানে নাকি আরেকজনে কি পোষ্ট দিছে, তারে খেদাই।"

একারনে আলু ভর্তার রেসিপি আর কুংফুর পাশা পাশি, সাইন্স আর প্রোগ্রামিং নিয়েও পোষ্ট দিতে হয়। কিছু করার নেই।

এখানে একটা rate limiter আছে।


তবে এই আইডি থেকে এখন পর্যন্ত যা পোষ্ট করেছি, তার ৯৮% লিখেছি হয় নিজের জন্য নচেৎ আমার কোনো আত্মিয়ের জন্য, যখন কেউ কোশচেন করে: এটা কি হবে? তার জবাবে।

এর বাইরে কাউকে কিছু বলা আমার উদ্যেশ্য ছিলো না।

উপরে ১নং বর্নিত বিষয়ে লিখা আরম্ভ করলে এটা হবে প্রথম ব্যতিক্রম।

2-Apr-2017 5:36 pm

4-Apr-2017 2:40 pm


কম্পু সাইন্স পড়ুয়াদের জন্য:


অনেকে ধারনা করে সিএসই মানেই প্রোগ্রামিং করতে হবে। তা না।
এখানে অল্টারনেট ক্যরিয়ার পাথগুলো লিষ্ট করা হলো।


সফটওয়ার টেস্টার : পরিশ্রমিদের জন্য।
নেটওয়র্ক এডমিনিস্ট্রেটর : খুব ভালো ইংরেজি জানাদের জন্য।
প্রোজেক্ট ম্যনেজার : সোশিয়ালি কমফোর্ট্যবেল হলে।
ডিবিএ : যারা সার্টিফিকেট-ট্রেনিং পছন্দ করেন।


কিভাবে বুঝবেন প্রোগ্রামিংয়ে যাবেন কিনা?

FizzBuzz test নামে একটা test আছে নেটে, চেক করে দেখেন এটা পারেন কিনা। এটা basic.

Top এ আছে AVL tree এর node balancing code বুঝেন এবং নিজে নিজে লিখতে পারেন কিনা সেটা check করে দেখা।


অন্যান্য সাইডগুলোর স্যলারি প্রোগ্রামারদের থেকে কম, এমন মনে করার কারন নেই। যাকে আল্লাহ তায়ালা যে যোগ্যতা দিয়ে পাঠায় সে ঐ পেশা নিলে shine করতে পারে।


ফ্রিল্যন্সিংয়ে যাবো নাকি চাকরি খুজবো? উত্তর একই, নিজের ব্যক্তিত্ব আর যোগ্যতা পর্যবেক্ষন করে স্বিদ্ধান্ত নিতে হবে। যে যেটাতে কমফোর্টেব্যল।

4-Apr-2017 2:40 pm

5-Apr-2017 12:32 am


প্রসঙ্গ : ফ্রিলেন্সিং


আমি কখনো ফ্রিলেন্সিং করি নি। দূর থেকে যতটুকু দেখেছি, তার উপর।


রুল অফ থাম্ব : ফ্রিলেন্সিংয়ে ইনকাম চাকরি থেকে আড়াই গুন বেশি হতে হবে। নচেৎ চাকরি ভালো।

প্রোগ্রামারস বার্ন আউট বলে একটা কথা আছে। সারা বছর ধরে পূর্ন শক্তি দিয়ে কেউ কোডিং করে না। চাকরিতে দুই মাস গাধার মত খাটলে এর পর ৮ মাস বসে বসে সেই কোড চিবাতে পারবেন। মূল কাজ শেষ, এখন মেইন্টেনেন্স।

ফ্রিলেন্সিংয়ে যখনই কাজ করবেন তখনই পূর্ন পরিশ্রম করতে হবে। বার্ন আউট ঘন ঘন হবে।

এর সমাধান হিসাবে অনেকে মাসে ৮ দিন কোডিং করে। বা কেউ ৪ মাস কাজ করে ৬ মাস ছুটি নেয় এরকম।

এর উপর চাকরির স্ট্যবিলিটি, বোনাস, প্রমোশন এসব ফ্যক্টর হিসাবে আনতে হবে।


ফ্রিলেন্সিয়ের পক্ষে হলো, এটা থেকে ব্যবসা দাড় করিয়ে দেয়া যায়। কিছু দিন পরে গুডউইল দাড়িযে গেলে নিজেকে আর কাজ করতে হবে না। কয়েকজনকে হায়ার করে তাদের দিয়ে কাজ চালাতে পারবেন।

    Comments:
  • হযরত ছাড়া পাইছেন কবে? বেইল দিতে হইছিলো?

5-Apr-2017 12:32 am

5-Apr-2017 1:20 am


প্রসংগ : স্টার্ট-আপ


প্রফেশনের দিক থেকে এটা বেস্ট। তবে রিস্ক সবচেয়ে বেশি। অনেককে দেখেছি দশ পনেরো বছর ধরে স্টার্ট আপের পেছনে ছুটে এর পরও সাফল্য পায় নি।

অল্প যে কয়টা সফল হয় সে খবরগুলো আমাদের কাছে ঘুরা ঘুরি করে বেশি।


যে কয়েকটা জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে

- যে ছয় মাস পরিশ্রম করে প্রোডাক্ট দাড় করাবেন, এই ছয় মাসের বেতন কেউ আপনাকে দিতে হবে। বিদেশে এটা বলে seed fund. এটা ম্যনেজ না করে "খেয়ে না খেয়ে চালাবো" করে ভালো প্রোডাক্ট বের করতে পারবেন না।

- দুজনের টিম সাধারনতঃ ট্যকনিক্যল একজন, মার্কেটিংয়ে একজন এভাবে ফর্ম করা হয়। ট্যকনিক্যল টিম দিয়ে মার্কেটিং চলে না। আবার মার্কেটিং ওয়ালারা প্রোগ্রামিং করবে না।

- "মার্কেটিং এর দরকার কি? প্রোডাক্ট নিজের গুড উইল এ চলবে" -- রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স হলো এরকম চলে না। দুটোই সমান দরকার।


তবে দাড়িয়ে গেলে উঠে গেলেন। এর পর আর চাকরি লাগবে না। আপনি অন্যদের চাকরি দিতে পারবেন।

    Comments:
  • খালি একটা ছিলো।
  • এর জন্য মার্কেটিংয়ের লোক রাখতে হবে। তারা বের করবে, বা অলরেডি জানে।
  • সম্ভব। কিন্তু যে কোনো বিজনেসের সাকসেসের সম্ভাবনা ১০% এর বেশি হয় না, সাধারনতঃ, স্টার্টআপেও এটা প্রযোজ্য।
  • রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, অফিসে যেতে হবে, মানুষের সাথে পরিচিত হতে হবে, যাকে বলে cold call করতে হবে এর পর আস্তে আস্তে জানাশুনা হবে।

    কঠিন আর সময় সাপেক্ষ্য। Full time job.

5-Apr-2017 1:20 am

6-Apr-2017 11:03 am


"অতঃপর ঈমান আনয়নকারীদের আল্লাহ্‌ স্বেচ্ছায় সত্য দিয়ে পথ দেখালেন সেসব মতভেদপূর্ণ বিষয়ে। আল্লাহ্‌ তো যাকে খুশি সরল সত্য পথের দিকে নির্দেশনা দেন।

তোমরা কি ভেবে বসেছ যে তোমরা জান্নাতে ঢুকে পড়বে অথচ তোমাদেরকে মুখোমুখি হতে হয়নি সেসবের যা তোমাদের পূর্বসূরীদের ভোগ করতে হয়েছে?

প্রচন্ড সব কষ্ট ও দূর্ভোগ তাদের আঘাত হেনেচিলো যা তাদের কাঁপিয়ে দিয়েছিলো এতটাই যে রাসূল নিজে ও বিশ্বাসীরা পর্যন্ত বলতে আরম্ভ করেছিলো - কখন আসবে আল্লাহ্‌র সাহায্য?

আহা, আল্লাহ্‌র সাহায্য তো বরং নিকটেই!"

- সুরা বাকারা।

    Comments:
  • VAT হল জুলুমের মাঝে সবচেয়ে বড় জুলুম।

6-Apr-2017 11:03 am

6-Apr-2017 5:15 pm


মাজহাবগত পার্থক্য - ১৯ : উৎস

হানাফি : কুফায় আব্দুল্লাহ বিন মসাউদ রা: যে শিক্ষা দিয়েছিলেন তার প্রধান্য বেশি।
মালেকি : মদিনা শরিফে যে সু্ন্নাহ প্রচলিত ছিলো সেগুলোর প্রাধান্য বেশি।
শাফেয়ি : সংকলিত হাদিসের প্রাধান্য বেশি।
হানবলি : সহি হাদিসের প্রাধান্য বেশি।

6-Apr-2017 5:15 pm

6-Apr-2017 5:44 pm


মাজহাবগত পার্থক্য - ১৯ : জাকাত


সবচেয়ে বড় পার্থক্য হলো,
হানাফি : স্বর্ন ও রূপার অলংকারের উপর জাকাত দিতে হবে। ব্যবহার করা হোক বা না হোক।

সালাফি: দ্বিমত আছে, তবে অধিকাংশের মত হানাফিদের মতো।

অন্য সকল মাজহাবে : অলংকারের উপর জাকাত হবে না।

তবে এখানেও মাজহাবগুলোর মাঝে ভিন্ন ভিন্ন মত আছে। যেমন মালেকিতে ব্যবহৃত অলংকারে জাকাত নেই, সঞ্চিত অলংকারে আছে। শাফেয়িতে ৪০ ভরির উপরে অলংকার থাকলে জাকাত হবে, এই রকম।


দ্বিতীয় পার্থক্য

হানাফি : বছর শেষে যে টাকা থাকবে পুরোটার উপর জাকাত দিতে হবে।

সালাফি : বছরের প্রথমে যে টাকা ছিলো সেটার উপর জাকাত হবে।

তবে সালাফিতে আরো কন্ডিশন আছে। যেগুলো এখানে পাবেন।
https://islamqa.info/en/93414

যদিও এই পার্থক্যটা আছে, তবে এ দ্বিতীয় পার্থক্য নিয়ে কথা উঠে না।


আর ফিতরা দেবার বেলায় পার্থক্য:

হানাফি : টাকা দিয়ে ফিতরা দেয়া যাবে।
সালাফি : খাবার দিয়ে দিতে হবে। টাকা দিয়ে না।

এবং দ্বিতীয় পার্থক্য, যেটা নিয়ে কথা হয়

হানাফি : চাল, গম দিলে অর্ধেক সা' দিতে হবে। মাপ কুফার অর্ধ সা' ধরা হয় ২ কেজি প্রায়।
সালাফি : এক সা' দিতে হবে। যে খাবার দিক না কেন। মাদানী সা' হিসাবে ৩ কেজি প্রায় ধরা হয়।

#HabibDiff

    Comments:
  • হিজরি বছর হিসাব হবে।
  • প্লাস এই দেশে সালাফিদের বিভিন্ন সেশন, হালাকাতে "অলংকারে জাকাত নেই" এই মতটাকে হাইলাইট করা হয়। আমার কাছে যতটুকু খবর এসেছে, এবং অন্যান্যরা যেটা নিয়ে আমাকে বার বার জিজ্ঞাসা করে।

6-Apr-2017 5:44 pm

6-Apr-2017 8:17 pm


#পথহারা

মু'মিন নিয়ত করে গুনাহ করে না।
জায়েজ-নাজায়েজের পার্থক্য গুলিয়ে ফেললে করে।

তবে একই ভুল তার দ্বিতীয়বার করার কারন নেই।
এর পরও কখনো একটা ভুল হয়ে দাড়ায় সারা জীবনের কান্না।

হোক তা প্রথম ভুল,
যেটা দ্বিতীয় বার সে কখনো করে নি,
যদিও সে না বুঝে করেছিলো।

আল্লাহ তায়ালা আমাদের এমন কাজ থেকে হিফাজত করুন
যেটা আখিরাতে শুধু আমাদের আফসোসের কারন হবে।

    Comments:
  • Sharif Abu Hayat Opu এটাকেই অধিকাংশ সালাফিদের মত হিসাবে দেখিয়েছি। জাজাকাল্লাহ।
  • পুতিনের জুলকারনাইন থিউরি সম্পর্কে আমাকে জানতে হবে। //TODO

6-Apr-2017 8:17 pm

7-Apr-2017 9:11 am


US has launched 60 Tomahawk missiles near Homs against Bashar Assad.

দৌড়ের উপর আছি। তাই বেশি কিছু বলতে পারছি না।

    Comments:
  • এই হট লাইন হয়তো আরো কিছু দিন থাকবে।
    এর পর মুখো মুখি হলে কি হয় সেটা দেখার বিষয়।
  • "হটলাইন" মানে : আমেরিকা আক্রমন করলে রাশিয়াকে জানিয়ে করে। আবার রাশিয়াও আমেরিকাকে জানিয়ে করে। যেন দুই পক্ষ ভুলে একে অন্যকে আক্রমন করে না বসে। এতদিন এটা চলে আসছে।
  • btw, each Tomahawk missile cost around 0.5 to 1.5 million dollars. Expensive.
  • //নিজ অবস্থান শক্তিশালী করতে এই কাজ করতে পারে//
    এটাই কারন আমার ধারনা। সে পলিটিক্স শিখছে। এত দিন ছিলো "আমেরিকার স্বার্থ না থাকলে যুদ্ধ না"।

    //হামলা সহ্য করতে পারতেছেনা// হামলা এটা প্রথম না। আগেরগুলো সব সহ্য করে গিয়েছে।

7-Apr-2017 9:11 am

7-Apr-2017 10:24 am


The “chemical attack” was actually the result of the bombing of a secret Jabhat al-Nusra warehouse manufacturing sarin gas.

- Pepe Escobar.

This post had an attachment, which is now missing
    Comments:
  • 100% success rate সম্ভবতঃ নেই। জিনিসটা শেষে এসে দাড়ায় কার মিজাইলে খরচ কত কম সেটার উপর।
  • Right. Firing the missiles were more likely a pre planned strategy, than a response.
  • আগে এই রকম রান্না একেকটা শিখতে ৬ হাজার থেকে ৪ হাজার টাকা লাগতো।
  • :'( কাইন্দা লাইছি।
  • Mohammad Zahidul Alam আমার একটা ফেইক আইডি থাকলে আমিও এখানে জয়েন করতাম। বিপরতি পক্ষের সাইড নিয়ে :-P

7-Apr-2017 10:24 am

7-Apr-2017 7:45 pm


মক্কা, শুক্রবার, জুম্মার আগে।
স্বপ্নে দেখলাম আমি কান্না করছি মুসলিমদের সবচেয়ে বড় শত্রু ইজরাইল এটা কেউ বুঝছে না।

7-Apr-2017 7:45 pm

7-Apr-2017 8:05 pm


Someone wrote a few unit tests for automated testing of new code: "drop database; create database; create table ..." so on.

Then he mistakenly put down IP/user/pass of the production database in that test code. And ran it.

Result was as expected...

https://www.digitalocean.com/company/blog/update-on-the-april-5th-2017-outage/

7-Apr-2017 8:05 pm

9-Apr-2017 3:10 pm


"It is much better for everyone involved if the man is the achiever outside the home and the woman takes care of the home and family."

The new generation is learning from the mistakes of their parents.

https://www.nytimes.com/2017/03/31/opinion/sunday/do-millennial-men-want-stay-at-home-wives.html?smid=fb-share

9-Apr-2017 3:10 pm

9-Apr-2017 9:06 pm


বাচ্চাদের নিয়ে দাওয়াতে বা রেস্টুরেন্টে গেলে।

প্রথম কাজ হবে সবাইকে বলা,
"যতটুকু খেতে পারবে ততটুকু নাও।
অল্প অল্প করে নাও।
বেশি নিয়ে নষ্ট করবে না।"

এর পর, নিজে কিছু না নিয়ে বসে বসে তাদের তামাশা দেখতে হবে।

তামাশা শেষ হলে, বাচ্চারা যা এটো করবে, সেটা খেয়ে নিলেই পেট ভরে যাবে। :-)

#HabibParenting

    Comments:
  • 4
  • Political ব্যপারে শুধু। এটা ঠিক ঐক্যের দরকার আছে। তা নাহলে দুনিয়া চলবে না।
  • পলিটিক্স বলতে রাজা এবং বিদ্রোহি দুই দলকেই বুঝায়।
  • //বিশ্বাস করি না// কথাটা তাদের জন্যও বলেছি।
  • দল লক্ষ লক্ষ আছে। কেউ কেউ আন্তর্জাতিক মিডিয়াতে প্রচারের উপর বেশি গুরুত্ব দেয়। তাদের নাম আমরা বেশি শুনি।
  • আদর্শ এক হলেও প্রত্যেকের নেতৃত্ব ভিন্ন।

9-Apr-2017 9:06 pm

10-Apr-2017 5:01 am


হাম্বলি মাজহাব মতে নামাজের সময়।
এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

10-Apr-2017 5:01 am

10-Apr-2017 12:45 pm


ফেসবুকের lynch mob কোনো দিন আপনাকে টার্গেট করলে "সোবহানাল্লাহি ওয়া বিহামদিহি" পড়ুন। এবং দুই রাকাত নামাজ পড়ুন।

কোরআন শরিফের একটা আয়াতের উপর আমল হবে।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

10-Apr-2017 12:45 pm

10-Apr-2017 3:10 pm


যে সকল আজাইরা পোলাপাইনদের ঘুম আসে না। [বা সম্মানিত বৃদ্ধদের, whatever.]

অতি বিলাসি লোক, যারা পরিশ্রম করে না, তাদের ঘুম আসে না।

সমাধান হলো ২৪ কিলোমিটার হেটে আসতে হবে।
বা ১০ কিলোমিটার দৌড়াতে হবে।

এর পর দেখেন ঘুম আসে কিনা।

    Comments:
  • সাইক্লিংয়ে পরিশ্রম হাটা বা দৌড়ানোর থেকে অনেক কম। তাই বাড়াতে হবে।
  • "এলাকায় নাকি চোর ধরা পড়ছে? চল সবাই গিয়া পিডাইয়া আসি।" -- এই সবাই যে পিডাইলো এটা lynch mob.
  • পোলাপাইনদেরও মানুষের ক্যটাগরিতে ফেলা যায়।
    কিন্তু "আজাইরা" পোলাপাইন হলে হিসাব ভিন্ন।
  • এটা home office এর একটা খারাপ দিক। office থাকতে হবে দূরে। এবং হেটে যেতে হবে আর আসতে হবে। in time. তাহলে সুস্থ থাকবেন ইনশাল্লাহ।

10-Apr-2017 3:10 pm

10-Apr-2017 9:22 pm


প্রশ্নোত্তর


"আমি কিভাবে আরবী শিখবো?"

কমন প্রশ্ন। এখানে উত্তর লিখেছিলাম:
https://www.facebook.com/habib.dhaka/posts/10153487155448176
নিচের হ্যশট্যগে ক্লিক করলে আরো কিছু পোষ্ট পাবেন।


"আপনি কিভাবে শিখেছেন?"
উপরে যেভাবে লিখেছি, মোটামুটি সেভাবে।

এটা দেখতে হবে আমি কিন্তু প্রায় ৫০ বছর ধরে আরবী শিখছি। এত লম্বা সময় ধরে আপনি শিখতে থাকলে আমার থেকে ঢের ভালো শিখে ফেলতে পারবেন ইনশাল্লাহ।

আর আমি আরবিতে এখনো স্টেটাস বা উত্তর লিখতে পারি না। শুধু শুনে বুঝি ৪০%, পড়ে বুঝি যদি একটা ডিকশনারি থাকে সংগে, আর কথা বলতে পারি ভাঙ্গা ভাঙ্গা, এক্সপ্রেস করার মত।

একজন গড়পড়তা আলেম যিনি ইংরেজি কখনো শিখেন নি, উনি নিজে নিজে শিখে যতটুকু ইংরেজি পারেন, আমি আরবী পারি কেবল অতটুকু। প্রোফেশনাল কিছু না।

#HabibArabic

10-Apr-2017 9:22 pm

10-Apr-2017 10:21 pm


যেখানে যাই সবাই আমার ফেসবুক নিয়ে প্রশ্ন করে।
পরিচিত অপরিচিত স্বল্প পরিচিত সবাই।

এটা অতিরিক্ত প্রচার যেটার কোনো উপকার আমার নেই।

সমাধান কি চিন্তা করছি।

    Comments:
  • Good idea.
  • Seriously thinking about switching to blog, to turn off all unwanted attention.
  • কার্টুনের কথাগুলো রিপিট করতে পারবে। কিন্তু নতুন কিছু এক্সপ্রেস করতে পারবে না। অন্যদের সাথেও আরবীতে কথা বললে শিখতে পারবে।
  • বাপ মা যদি সবসময় তাদের সাথে আরবীতে কথা বলে।
    বা মধ্যপ্রাচ্যে থাকে এবং সমবয়সী বন্ধুরা আরবী বলে।
  • সপ্তাহে একটা?
  • ডেইলি তিনটা অতিরিক্ত। এখনও সম্ভবতঃ তাই দিচ্ছি।

10-Apr-2017 10:21 pm

10-Apr-2017 11:32 pm


When people eat people, they get a disease similar to mad cow disease.

Occurring from badly folded protein. Not bacteria or virus. Therefore it can't be killed off from boiling or chemicals.

http://www.npr.org/sections/thesalt/2016/09/06/482952588/when-people-ate-people-a-strange-disease-emerged

    Comments:
  • এটা ৩ নং পারা থেকে। সুরা বাকারার এই একটা আয়াত মুখস্ত করার জন্য বহু বছর ধরে চেষ্টা করছি। এখনো হয় নি। : -)
  • অর্থগুলো সম্ভবতঃ উর্দুতে।
  • https://twitter.com/habibur
  • Rant, criticism, hyperbole এসবের জন্য ভালো। And that's what probably matters most

10-Apr-2017 11:32 pm

21-Apr-2017 1:46 pm


প্রসংগ : মদিনা - ১


জু্ম্মার আজান সৌদিতে একটা হয় দেখেছিলাম। যতটুকু মনে পড়ে। তবে এখন ভিন্ন। জোহরের ওয়াক্ত হবার ৩০ মিনিট আগে প্রথম আজান হয়। এর পর ওয়াক্ত হবার সাথে সাথে আজান দিয়ে খুতবা।

জুম্মায় মক্কা-মদিনাতে এখন দুটো আজান হয়।


লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার এর অংশ হিসাবে সাথে মুহাম্মদ রাসুলুল্লাহ আছে কিনা, এটা নিয়ে এদেশে স্বল্প কিছু আলেমদের বিরোধিতা আছে। ইউটুবে তাদের কথা আছে। ফেসবুকে খুজলেও একটা ছবি পাবেন কোনো মসজিদের দেয়ালে বড় করে লিখা কালেমার দ্বিতীয় অংশটা কাগজ দিয়ে ঢেকে রাখা হয়েছে।

তবে মসজিদে নববীর ঝাড়বাতির প্রতিটা বাতির গায়ে "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" লিখা আছে আরবীতে। পূর্ন।

বুঝলাম, এই মতটা সৌদি সরকারী আলেমদের মত না।


অনূরূপ বাংলাদেশের মসজিদের মেহরাবের উপরে "আল্লাহু" ও "মুহাম্মদ" ﷺ লিখা নিয়েও তর্ক আছে। ইউটুব খুজলে তাদের আপত্তির যুক্তি পাবেন। তাদের মতে একই লেভেলে দুটো না লিখে আল্লাহু উপরে লিখতে হবে। যেমন কিনা রাসুলুল্লাহ ﷺ এর আংটি মুবারকে লিখা ছিলো।

তবে ফেক্ট হলো, মসজিদে নববীর দেয়ালে আল্লাহ এবং মুহাম্মদ ﷺ পাশা পাশি লিখা আছে।

মানে এটাও সৌদি সরকারী আলেমদের মত না।

21-Apr-2017 1:46 pm

22-Apr-2017 4:43 pm



আযাদ মসজিদ, গুলশান।
নামাজ পড়ে বেরিয়ে দেখি লিখা "ফটো তোলা নিষেধ!"

বাইতুল মুকাররমে আগে লিখা দেখেছিলাম "ছবি তোলা নিষেধ"। এখন আছে কিনা জানি না।

দুটোর কোনোটাই সিকিউরিটির জন্য না।
এই পয়েন্টগুলো যেন টুরিষ্ট স্পটে কনভার্টেড না হয় তার জন্য।


এগুলোর থেকে হাজার গুন পবিত্র হলো রওজা শরিফ আর কাবা শরিফ।

প্রথম যখন ক্যমেরা মোবাই বের হলো তখন সেখানে "হারাম পুলিশ" সবাইকে বাধা দিতো ছবি তোলা থেকে। ৮০ হাজার টাকা দামের N93 আছার দিয়ে ভেঙ্গে ফেলেছে পুলিশ এরকম ঘটনার কথা পেপারে আসতো।


এখন সৌদিতে "হারাম" পুলিশ নেই। যারা সব কিছুতে "হারাম হারাম" করতো বলে মানুষ অপছন্দ করতো।

তাই পবিত্র স্থানগুলোতে ক্যমেরা মোবাইল ভিডিও ছবি শুধু চলে তা না, বরং এগুলো এখন স্পেশাল ফিয়েচার।

শেষ যুগে ধনীরা হজ্জ করবে প্রমোদ ভ্রমনের জন্য, এই হাদিস হয়তো ফলতে চলছে।


কাবা শরিফের একটা পয়েন্ট আছে যেখানে দাড়িয়ে কোনো লোক এমন কোনো দোয়া করে নি যেটা কবুল হয় নি। মানে সব দোয়াই কবুল। চাইলেই হলো। দুজন দাড়াতে পারে প্রচন্ড ভীড়।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন আমি ওখানে দোয়া করেছি কবুল হয়েছে।
যে সাহাবী হাদিসটা বর্ননা করেছেন উনিও বলেছেন আমি করেছি কবুল হয়েছে।
উনার থেকে আরম্ভ করে যত বর্ননাকারি ঐ হাদিস বর্ননা করেছেন সবাই বলেছেন আমি করেছি কবুল হয়েছে।
যে মুহাদ্দিস এটা লিখেছেন, তিনিও টিকা লিখেছেন আমি করেছি কবুল হয়েছে।
বাংলা অনুবাদকারী পর্যন্ত লিখেছেন আমি করেছি, কবুল হয়েছে।

এখন সেই জায়গায় গেলে দেখা যায়, মানুষ দাড়িয়ে ভিডিও করছে।

ইউটুবে খুজলে ভিডিওগুলো পাবেন। "মুলতাজাম" দিয়ে সার্চ দিলে।


রওজা শরিফ।

গেটের সামনে দাড়ালে ১০ ফুট দূরে রাসুলুল্লাহ ﷺ এর কবর দেখা যায়। সবুজ কাপড়ে ঢাকা।

সবাই সেখানে দাড়িয়ে সালাম দেয়। উনি প্রত্যেকের সালামের জবাব দেন। কেউ জবাব শুনতে পারে, কেউ পারে না। প্রচন্ড ভীড় অল্প অল্প করে পার হয়ে যেতে হয়।

তবে এখন সেখানে গেলে দেখা যায় সবাই রওজা শরিফের ভিডিও করছে।


কমেন্টে একজন পাকিস্তানী বুজর্গের লেকচারের ইউটুব লিংক।

উনি বলছেন, বাংলাদেশে এক বুজুর্গের সাথে তার কথা হয়েছে। নাম রুহুল আমিন। উনি ৮৮ বার রাসুলুল্লাহ ﷺ কে স্বপ্নে দেখেছেন। উনাকে রাসুলুল্লাহ ﷺ বলেছেন যারা আমার রওজার কাছে এসে ছবি তোলে আর ভিডিও করে তারা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়।

https://www.youtube.com/watch?v=R4_xT7D7Ob4


আল্লাহ তায়ালা আমাদেরকে উনার শত্রুদের একজন হওয়া থেকে রক্ষা করুন।
উনার বন্ধুদের অন্তর্ভুক্ত যেন করেন।

    Comments:
  • https://www.youtube.com/watch?v=R4_xT7D7Ob4
  • ৬ নম্বর পয়েন্টটা তাসাউফ পন্থিদের জন্য শুধু।
    অন্যরা স্কিপ করে যান। দুঃখিত।
  • জাজাকাল্লাহ। এডিট করে তুলে দিচ্ছি।
  • গোপন ক্যমেরায় ধারনকৃত (ভিডিও সহ)
  • আবার শুনলাম। "জিয়ারত হো চুকে" বলেছেন।
    কনটেক্সটে আমি যেটা লিখেছি সেটা বুঝাচ্ছে বুঝেছি।

    বাংলাদেশি এই ভদ্রলোককে অনেকে চিনে, সম্ভবতঃ।
    এখন এই প্রশ্ন নিয়ে এপ্রোচ করা উচিৎ হবে কিনা সেটা হলো প্রশ্ন।

  • https://en.wikipedia.org/wiki/Solitude
  • নির্জনতায় যেতে চাইলে বিয়ে করে বৌ সন্তান নিয়ে যেতে হবে। যেমন আবু যর রা: গিয়েছিলেন।

    বিয়ে না করে গেলে, অন্য যারা সংসারে থেকে কষ্ট করছে তারা সোয়াবের দিক থেকে এগিয়ে যাবে, যদি এই অবস্থায়ও আল্লাহর ইবাদত করতে থাকে।

  • তাহলে প্রথম কত বছর বয়সে পাত্রীর বায়োডাটা পাঠালে আপনি ম্যচ আরম্ভ করতে পারবেন? ২০? নাকি আরো আগে?
  • MSC দিয়ে সবচেয়ে বেশি পান বের করতে পারবেন। মাসটার্স ইন সাইন্স থেকে আরম্ভ করে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
  • বি: দ্র: শব্দগুলো দিয়ে শুধু ইমোশন বুঝানো হয়েছে।
    এই না যে এগুলো কেউ উচ্চারন করে।
  • They could have gone more CGI special effect.
  • too much verbose, too much boiler plate. too much un-nessary classes, too much design patterns to bypass these limitations. which is why I dislike java.
  • নিঃস্বার্থভাবে জনগনের উন্নয়নের জন্য সরকারকে সাধুবাদ জানাই।
  • যদি হয় তবে পরের কথাগুলো প্রযোজ্য।
  • Probably you meant video conversion.
  • I once did such conversion from Rose Velley opposite Banani. But pretty sure that shop doesn't exist anymore.
  • "জেলা" শব্দের স্থানে এখন থেকে "বিভাগ" শব্দটা ব্যবহার করতে হবে -- সরকার এই ঘোষনা দিয়ে দিলেই বিভাগ সংক্রান্ত সকল সমস্যা সমাধান হয়ে যায় -- রাতারাতি।
  • Bangladesh

22-Apr-2017 4:43 pm