Post# 1491330740

5-Apr-2017 12:32 am


প্রসঙ্গ : ফ্রিলেন্সিং


আমি কখনো ফ্রিলেন্সিং করি নি। দূর থেকে যতটুকু দেখেছি, তার উপর।


রুল অফ থাম্ব : ফ্রিলেন্সিংয়ে ইনকাম চাকরি থেকে আড়াই গুন বেশি হতে হবে। নচেৎ চাকরি ভালো।

প্রোগ্রামারস বার্ন আউট বলে একটা কথা আছে। সারা বছর ধরে পূর্ন শক্তি দিয়ে কেউ কোডিং করে না। চাকরিতে দুই মাস গাধার মত খাটলে এর পর ৮ মাস বসে বসে সেই কোড চিবাতে পারবেন। মূল কাজ শেষ, এখন মেইন্টেনেন্স।

ফ্রিলেন্সিংয়ে যখনই কাজ করবেন তখনই পূর্ন পরিশ্রম করতে হবে। বার্ন আউট ঘন ঘন হবে।

এর সমাধান হিসাবে অনেকে মাসে ৮ দিন কোডিং করে। বা কেউ ৪ মাস কাজ করে ৬ মাস ছুটি নেয় এরকম।

এর উপর চাকরির স্ট্যবিলিটি, বোনাস, প্রমোশন এসব ফ্যক্টর হিসাবে আনতে হবে।


ফ্রিলেন্সিয়ের পক্ষে হলো, এটা থেকে ব্যবসা দাড় করিয়ে দেয়া যায়। কিছু দিন পরে গুডউইল দাড়িযে গেলে নিজেকে আর কাজ করতে হবে না। কয়েকজনকে হায়ার করে তাদের দিয়ে কাজ চালাতে পারবেন।

    Comments:
  • হযরত ছাড়া পাইছেন কবে? বেইল দিতে হইছিলো?

5-Apr-2017 12:32 am

Published
5-Apr-2017