Post# 1492857834

22-Apr-2017 4:43 pm



আযাদ মসজিদ, গুলশান।
নামাজ পড়ে বেরিয়ে দেখি লিখা "ফটো তোলা নিষেধ!"

বাইতুল মুকাররমে আগে লিখা দেখেছিলাম "ছবি তোলা নিষেধ"। এখন আছে কিনা জানি না।

দুটোর কোনোটাই সিকিউরিটির জন্য না।
এই পয়েন্টগুলো যেন টুরিষ্ট স্পটে কনভার্টেড না হয় তার জন্য।


এগুলোর থেকে হাজার গুন পবিত্র হলো রওজা শরিফ আর কাবা শরিফ।

প্রথম যখন ক্যমেরা মোবাই বের হলো তখন সেখানে "হারাম পুলিশ" সবাইকে বাধা দিতো ছবি তোলা থেকে। ৮০ হাজার টাকা দামের N93 আছার দিয়ে ভেঙ্গে ফেলেছে পুলিশ এরকম ঘটনার কথা পেপারে আসতো।


এখন সৌদিতে "হারাম" পুলিশ নেই। যারা সব কিছুতে "হারাম হারাম" করতো বলে মানুষ অপছন্দ করতো।

তাই পবিত্র স্থানগুলোতে ক্যমেরা মোবাইল ভিডিও ছবি শুধু চলে তা না, বরং এগুলো এখন স্পেশাল ফিয়েচার।

শেষ যুগে ধনীরা হজ্জ করবে প্রমোদ ভ্রমনের জন্য, এই হাদিস হয়তো ফলতে চলছে।


কাবা শরিফের একটা পয়েন্ট আছে যেখানে দাড়িয়ে কোনো লোক এমন কোনো দোয়া করে নি যেটা কবুল হয় নি। মানে সব দোয়াই কবুল। চাইলেই হলো। দুজন দাড়াতে পারে প্রচন্ড ভীড়।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন আমি ওখানে দোয়া করেছি কবুল হয়েছে।
যে সাহাবী হাদিসটা বর্ননা করেছেন উনিও বলেছেন আমি করেছি কবুল হয়েছে।
উনার থেকে আরম্ভ করে যত বর্ননাকারি ঐ হাদিস বর্ননা করেছেন সবাই বলেছেন আমি করেছি কবুল হয়েছে।
যে মুহাদ্দিস এটা লিখেছেন, তিনিও টিকা লিখেছেন আমি করেছি কবুল হয়েছে।
বাংলা অনুবাদকারী পর্যন্ত লিখেছেন আমি করেছি, কবুল হয়েছে।

এখন সেই জায়গায় গেলে দেখা যায়, মানুষ দাড়িয়ে ভিডিও করছে।

ইউটুবে খুজলে ভিডিওগুলো পাবেন। "মুলতাজাম" দিয়ে সার্চ দিলে।


রওজা শরিফ।

গেটের সামনে দাড়ালে ১০ ফুট দূরে রাসুলুল্লাহ ﷺ এর কবর দেখা যায়। সবুজ কাপড়ে ঢাকা।

সবাই সেখানে দাড়িয়ে সালাম দেয়। উনি প্রত্যেকের সালামের জবাব দেন। কেউ জবাব শুনতে পারে, কেউ পারে না। প্রচন্ড ভীড় অল্প অল্প করে পার হয়ে যেতে হয়।

তবে এখন সেখানে গেলে দেখা যায় সবাই রওজা শরিফের ভিডিও করছে।


কমেন্টে একজন পাকিস্তানী বুজর্গের লেকচারের ইউটুব লিংক।

উনি বলছেন, বাংলাদেশে এক বুজুর্গের সাথে তার কথা হয়েছে। নাম রুহুল আমিন। উনি ৮৮ বার রাসুলুল্লাহ ﷺ কে স্বপ্নে দেখেছেন। উনাকে রাসুলুল্লাহ ﷺ বলেছেন যারা আমার রওজার কাছে এসে ছবি তোলে আর ভিডিও করে তারা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়।

https://www.youtube.com/watch?v=R4_xT7D7Ob4


আল্লাহ তায়ালা আমাদেরকে উনার শত্রুদের একজন হওয়া থেকে রক্ষা করুন।
উনার বন্ধুদের অন্তর্ভুক্ত যেন করেন।

    Comments:
  • https://www.youtube.com/watch?v=R4_xT7D7Ob4
  • ৬ নম্বর পয়েন্টটা তাসাউফ পন্থিদের জন্য শুধু।
    অন্যরা স্কিপ করে যান। দুঃখিত।
  • জাজাকাল্লাহ। এডিট করে তুলে দিচ্ছি।
  • গোপন ক্যমেরায় ধারনকৃত (ভিডিও সহ)
  • আবার শুনলাম। "জিয়ারত হো চুকে" বলেছেন।
    কনটেক্সটে আমি যেটা লিখেছি সেটা বুঝাচ্ছে বুঝেছি।

    বাংলাদেশি এই ভদ্রলোককে অনেকে চিনে, সম্ভবতঃ।
    এখন এই প্রশ্ন নিয়ে এপ্রোচ করা উচিৎ হবে কিনা সেটা হলো প্রশ্ন।

  • https://en.wikipedia.org/wiki/Solitude
  • নির্জনতায় যেতে চাইলে বিয়ে করে বৌ সন্তান নিয়ে যেতে হবে। যেমন আবু যর রা: গিয়েছিলেন।

    বিয়ে না করে গেলে, অন্য যারা সংসারে থেকে কষ্ট করছে তারা সোয়াবের দিক থেকে এগিয়ে যাবে, যদি এই অবস্থায়ও আল্লাহর ইবাদত করতে থাকে।

  • তাহলে প্রথম কত বছর বয়সে পাত্রীর বায়োডাটা পাঠালে আপনি ম্যচ আরম্ভ করতে পারবেন? ২০? নাকি আরো আগে?
  • MSC দিয়ে সবচেয়ে বেশি পান বের করতে পারবেন। মাসটার্স ইন সাইন্স থেকে আরম্ভ করে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
  • বি: দ্র: শব্দগুলো দিয়ে শুধু ইমোশন বুঝানো হয়েছে।
    এই না যে এগুলো কেউ উচ্চারন করে।
  • They could have gone more CGI special effect.
  • too much verbose, too much boiler plate. too much un-nessary classes, too much design patterns to bypass these limitations. which is why I dislike java.
  • নিঃস্বার্থভাবে জনগনের উন্নয়নের জন্য সরকারকে সাধুবাদ জানাই।
  • যদি হয় তবে পরের কথাগুলো প্রযোজ্য।
  • Probably you meant video conversion.
  • I once did such conversion from Rose Velley opposite Banani. But pretty sure that shop doesn't exist anymore.
  • "জেলা" শব্দের স্থানে এখন থেকে "বিভাগ" শব্দটা ব্যবহার করতে হবে -- সরকার এই ঘোষনা দিয়ে দিলেই বিভাগ সংক্রান্ত সকল সমস্যা সমাধান হয়ে যায় -- রাতারাতি।
  • Bangladesh

22-Apr-2017 4:43 pm

Published
22-Apr-2017