Post# 1492760790

21-Apr-2017 1:46 pm


প্রসংগ : মদিনা - ১


জু্ম্মার আজান সৌদিতে একটা হয় দেখেছিলাম। যতটুকু মনে পড়ে। তবে এখন ভিন্ন। জোহরের ওয়াক্ত হবার ৩০ মিনিট আগে প্রথম আজান হয়। এর পর ওয়াক্ত হবার সাথে সাথে আজান দিয়ে খুতবা।

জুম্মায় মক্কা-মদিনাতে এখন দুটো আজান হয়।


লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার এর অংশ হিসাবে সাথে মুহাম্মদ রাসুলুল্লাহ আছে কিনা, এটা নিয়ে এদেশে স্বল্প কিছু আলেমদের বিরোধিতা আছে। ইউটুবে তাদের কথা আছে। ফেসবুকে খুজলেও একটা ছবি পাবেন কোনো মসজিদের দেয়ালে বড় করে লিখা কালেমার দ্বিতীয় অংশটা কাগজ দিয়ে ঢেকে রাখা হয়েছে।

তবে মসজিদে নববীর ঝাড়বাতির প্রতিটা বাতির গায়ে "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" লিখা আছে আরবীতে। পূর্ন।

বুঝলাম, এই মতটা সৌদি সরকারী আলেমদের মত না।


অনূরূপ বাংলাদেশের মসজিদের মেহরাবের উপরে "আল্লাহু" ও "মুহাম্মদ" ﷺ লিখা নিয়েও তর্ক আছে। ইউটুব খুজলে তাদের আপত্তির যুক্তি পাবেন। তাদের মতে একই লেভেলে দুটো না লিখে আল্লাহু উপরে লিখতে হবে। যেমন কিনা রাসুলুল্লাহ ﷺ এর আংটি মুবারকে লিখা ছিলো।

তবে ফেক্ট হলো, মসজিদে নববীর দেয়ালে আল্লাহ এবং মুহাম্মদ ﷺ পাশা পাশি লিখা আছে।

মানে এটাও সৌদি সরকারী আলেমদের মত না।

21-Apr-2017 1:46 pm

Published
21-Apr-2017