মাজহাবগত পার্থক্য - ১৯ : জাকাত
১
সবচেয়ে বড় পার্থক্য হলো,
হানাফি : স্বর্ন ও রূপার অলংকারের উপর জাকাত দিতে হবে। ব্যবহার করা হোক বা না হোক।
সালাফি: দ্বিমত আছে, তবে অধিকাংশের মত হানাফিদের মতো।
অন্য সকল মাজহাবে : অলংকারের উপর জাকাত হবে না।
তবে এখানেও মাজহাবগুলোর মাঝে ভিন্ন ভিন্ন মত আছে। যেমন মালেকিতে ব্যবহৃত অলংকারে জাকাত নেই, সঞ্চিত অলংকারে আছে। শাফেয়িতে ৪০ ভরির উপরে অলংকার থাকলে জাকাত হবে, এই রকম।
২
দ্বিতীয় পার্থক্য
হানাফি : বছর শেষে যে টাকা থাকবে পুরোটার উপর জাকাত দিতে হবে।
সালাফি : বছরের প্রথমে যে টাকা ছিলো সেটার উপর জাকাত হবে।
তবে সালাফিতে আরো কন্ডিশন আছে। যেগুলো এখানে পাবেন।
https://islamqa.info/en/93414
যদিও এই পার্থক্যটা আছে, তবে এ দ্বিতীয় পার্থক্য নিয়ে কথা উঠে না।
৩
আর ফিতরা দেবার বেলায় পার্থক্য:
হানাফি : টাকা দিয়ে ফিতরা দেয়া যাবে।
সালাফি : খাবার দিয়ে দিতে হবে। টাকা দিয়ে না।
এবং দ্বিতীয় পার্থক্য, যেটা নিয়ে কথা হয়
হানাফি : চাল, গম দিলে অর্ধেক সা' দিতে হবে। মাপ কুফার অর্ধ সা' ধরা হয় ২ কেজি প্রায়।
সালাফি : এক সা' দিতে হবে। যে খাবার দিক না কেন। মাদানী সা' হিসাবে ৩ কেজি প্রায় ধরা হয়।
#HabibDiff
- Comments:
- হিজরি বছর হিসাব হবে।
- প্লাস এই দেশে সালাফিদের বিভিন্ন সেশন, হালাকাতে "অলংকারে জাকাত নেই" এই মতটাকে হাইলাইট করা হয়। আমার কাছে যতটুকু খবর এসেছে, এবং অন্যান্যরা যেটা নিয়ে আমাকে বার বার জিজ্ঞাসা করে।