Post# 1491295240

4-Apr-2017 2:40 pm


কম্পু সাইন্স পড়ুয়াদের জন্য:


অনেকে ধারনা করে সিএসই মানেই প্রোগ্রামিং করতে হবে। তা না।
এখানে অল্টারনেট ক্যরিয়ার পাথগুলো লিষ্ট করা হলো।


সফটওয়ার টেস্টার : পরিশ্রমিদের জন্য।
নেটওয়র্ক এডমিনিস্ট্রেটর : খুব ভালো ইংরেজি জানাদের জন্য।
প্রোজেক্ট ম্যনেজার : সোশিয়ালি কমফোর্ট্যবেল হলে।
ডিবিএ : যারা সার্টিফিকেট-ট্রেনিং পছন্দ করেন।


কিভাবে বুঝবেন প্রোগ্রামিংয়ে যাবেন কিনা?

FizzBuzz test নামে একটা test আছে নেটে, চেক করে দেখেন এটা পারেন কিনা। এটা basic.

Top এ আছে AVL tree এর node balancing code বুঝেন এবং নিজে নিজে লিখতে পারেন কিনা সেটা check করে দেখা।


অন্যান্য সাইডগুলোর স্যলারি প্রোগ্রামারদের থেকে কম, এমন মনে করার কারন নেই। যাকে আল্লাহ তায়ালা যে যোগ্যতা দিয়ে পাঠায় সে ঐ পেশা নিলে shine করতে পারে।


ফ্রিল্যন্সিংয়ে যাবো নাকি চাকরি খুজবো? উত্তর একই, নিজের ব্যক্তিত্ব আর যোগ্যতা পর্যবেক্ষন করে স্বিদ্ধান্ত নিতে হবে। যে যেটাতে কমফোর্টেব্যল।

4-Apr-2017 2:40 pm

Published
4-Apr-2017