কম্পু সাইন্স পড়ুয়াদের জন্য:
১
অনেকে ধারনা করে সিএসই মানেই প্রোগ্রামিং করতে হবে। তা না।
এখানে অল্টারনেট ক্যরিয়ার পাথগুলো লিষ্ট করা হলো।
২
সফটওয়ার টেস্টার : পরিশ্রমিদের জন্য।
নেটওয়র্ক এডমিনিস্ট্রেটর : খুব ভালো ইংরেজি জানাদের জন্য।
প্রোজেক্ট ম্যনেজার : সোশিয়ালি কমফোর্ট্যবেল হলে।
ডিবিএ : যারা সার্টিফিকেট-ট্রেনিং পছন্দ করেন।
৩
কিভাবে বুঝবেন প্রোগ্রামিংয়ে যাবেন কিনা?
FizzBuzz test নামে একটা test আছে নেটে, চেক করে দেখেন এটা পারেন কিনা। এটা basic.
Top এ আছে AVL tree এর node balancing code বুঝেন এবং নিজে নিজে লিখতে পারেন কিনা সেটা check করে দেখা।
৪
অন্যান্য সাইডগুলোর স্যলারি প্রোগ্রামারদের থেকে কম, এমন মনে করার কারন নেই। যাকে আল্লাহ তায়ালা যে যোগ্যতা দিয়ে পাঠায় সে ঐ পেশা নিলে shine করতে পারে।
৫
ফ্রিল্যন্সিংয়ে যাবো নাকি চাকরি খুজবো? উত্তর একই, নিজের ব্যক্তিত্ব আর যোগ্যতা পর্যবেক্ষন করে স্বিদ্ধান্ত নিতে হবে। যে যেটাতে কমফোর্টেব্যল।