প্রশ্নোত্তর
১
"আমি কিভাবে আরবী শিখবো?"
কমন প্রশ্ন। এখানে উত্তর লিখেছিলাম:
https://www.facebook.com/habib.dhaka/posts/10153487155448176
নিচের হ্যশট্যগে ক্লিক করলে আরো কিছু পোষ্ট পাবেন।
২
"আপনি কিভাবে শিখেছেন?"
উপরে যেভাবে লিখেছি, মোটামুটি সেভাবে।
এটা দেখতে হবে আমি কিন্তু প্রায় ৫০ বছর ধরে আরবী শিখছি। এত লম্বা সময় ধরে আপনি শিখতে থাকলে আমার থেকে ঢের ভালো শিখে ফেলতে পারবেন ইনশাল্লাহ।
আর আমি আরবিতে এখনো স্টেটাস বা উত্তর লিখতে পারি না। শুধু শুনে বুঝি ৪০%, পড়ে বুঝি যদি একটা ডিকশনারি থাকে সংগে, আর কথা বলতে পারি ভাঙ্গা ভাঙ্গা, এক্সপ্রেস করার মত।
একজন গড়পড়তা আলেম যিনি ইংরেজি কখনো শিখেন নি, উনি নিজে নিজে শিখে যতটুকু ইংরেজি পারেন, আমি আরবী পারি কেবল অতটুকু। প্রোফেশনাল কিছু না।
#HabibArabic