Facebook Posts - February 2013

4-Feb-2013 5:24 pm


জীবন একটা পদ্মা সেতু...
.
.
(collected)

4-Feb-2013 5:24 pm

5-Feb-2013 3:54 pm


রায় পড়ে বুঝতে পারলাম না কোন পক্ষ খুশি আর কোন পক্ষ বেজার হবে। শেষে ফেসবুকে এসে বুঝতে পারলাম।

5-Feb-2013 3:54 pm

5-Feb-2013 10:11 pm


দিন গেল একটা। সকালে মসজিদে নামাজ পড়ে বেরিয়ে দেখি এলাকার মানুষ টান টান। বেশি ডিটেলস বুঝে না সাধারন পাবলিক। "সাইদি আর মাওলানাদের নাকি আজকে ফাসি দিবো?"। বুঝলাম তারা বেশ ক্ষেপে আছে।

দশটার দিকে শহরে একটু বেরিয়েছি। রাস্তা ঘাট সব খালি। জামাতের হরতাল সাধারনত বেশ ঢিলে ঢালা হয়।

এর মাঝে পাশের বাড়ির এক ভাইয় আসলো, "সবাই এক্সপেক্ট করছে মৃত্যু দন্ড দিবে"। দেশে কি রকম মারা মারি আরম্ভ হবে তার বর্ননা দিলো।

তাকে বললাম: "মৃত্যু দন্ড দিবেই ধরে নিচ্ছেন কেন? আমার তো মনে হয় মৃত্যু দন্ড দিবার সম্ভাবনা কম। মৃত্যুদন্ড দিলে সেটা এক্সিকিউট করতে সরকার বেশ প্রেশারে পড়বে, এবং সেটা সরকার জানে।"

দুপর ২টায়, নেটে দেখি রায় ঘোষনা হয়েছে। মৃত্যু দন্ড না, যাবত-জীবন। খবরটার দিকে কিছুক্ষন তাকিয়ে থেকে চিন্তা করলাম, কে খুশি হবে জামাত নাকি আওয়ামিলিগ? বের করতে পারলাম না। ফিডবেক দরকার। ফেসবুকে আসলাম। আওয়ামিলিগের একজন লিখেছে "রক্ত টক বগ করছে"। কিন্তু কেন? বিচার হয়েছে সে আনন্দে, নাকি বিচার হয় নি সে ক্ষোভে? আরো কিছু কমেন্ট দেখে কনফার্ম হলাম 'ক্ষোভে'।

এর মধ্যে খবর এল কালও হরতাল। বাচ্চাদের স্কুল বন্ধ।

হটাৎ মনে হলো বিছানাটা নড়ে উঠলো, ভুমিকম্প নাকি? USG তে গিয়ে দেখি, না ভুমিকম্প না, সবই আমার মনের ভুল।

5-Feb-2013 10:11 pm

5-Feb-2013 10:44 pm


আবূ সাঈদ খুদরী (রা) বলেন, ইয়ামান থেকে আলী (রা) মাটি মিশ্রিত কিছু স্বর্ণ প্রেরণ করেন। তিনি উক্ত স্বর্ণ ৪ জন নওমুসলিম আরবীয় নেতার মধ্যে বণ্টন করে দেন। তখন বসা চক্ষু, উচু গাল, বড় কপাল ও মুণ্ডিত চুল, যুল খুওয়াইসিরা নামক এক ব্যক্তি দাঁড়িয়ে বলে:

يا رسول الله اتق الله (ما عدلت) قال ويلك أو لست أحق أهل الأرض أن يتقي الله (من يطع الله إذا عصيت، من يعدل إذا لم أعدل، أيأمنني الله على أهل الأرض فلا تأمنونني) قال ثم ولى الرجل قال خالد بن الوليد يا رسول الله ألا أضرب عنقه قال لا لعله أن يكون يصلي فقال خالد وكم من مصل يقول بلسانه ما ليس في قلبه قال رسول الله إني لم أومر أن أنقب قلوب الناس ولا أشق بطونهم قال ثم نظر إليه وهو مقف فقال إنه يخرج من ضئضئ هذا قوم يتلون كتاب الله رطبا لا يجاوز حناجرهم (يحقر أحدكم صلاته مع صلاتهم وصيامه مع صيامهم) يمرقون من الدين كما يمرق السهم من الرمية. يقتلون أهل الإسلام ويدعون أهل الأوثان لئن أدركتهم لأقتلنهم قتل عاد

হে আল্লাহর রাসূল, আল্লাহকে ভয় করুন, আপনি তো বে ইনসাফি করলেন! তিনি বলেন, দুর্ভোগ তোমার! পৃথিবীর বুকে আল্লাহকে ভয় করার সবচেয়ে বড় অধিকার কি আমার নয়? আমি যদি আল্লাহর অবাধ্যতা করি বা বে-ইনসাফি করি তবে আল্লাহর আনুগত্য এবং ন্যায় বিচার আর কে করবে? আল্লাহ আমাকে পৃথিবীবাসীর বিষয়ে বিশ্বস্ত বলে গণ্য করলেন, আর তোমরা আমার বিশ্বস্ততায় আস্থা রাখতে পারছ না! এরপর লোকটি চলে গেল। তখন খালিদ ইবনুল ওয়ালিদ (রা) বলেন, হে আল্লাহর রাসূল, আমি কি লোকটিকে মৃত্যুদণ্ড প্রদান করব না? তিনি বলেন, না। হয়তবা লোকটি সালাত আদায় করে। খালিদ (রা) বলেন, কত মুসল্লীই তো আছে যে মুখে যা বলে তার অন্তরে তা নেই। তখন রাসুলুল্লাহ (সা:) বলেন, আমাকে নির্দেশ দেওয়া হয় নি যে, আমি মানুষের অন্তর খুঁজে দেখব বা তাদের পেট ফেড়ে দেখব। অতঃপর তিনি গমনরত উক্ত ব্যক্তির দিকে দৃষ্টিপাত করে বলেন, এই ব্যক্তির অনুগামীদের মধ্যে এমন একদল মানুষ বের হবে যারা সদাসর্বদা সুন্দর-হৃদয়গ্রাহীভাবে কুরআন তিলাওয়াত করবে, অথচ কুরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তাদের সালাত দেখে তোমাদের মধ্যকার একজন মানুষ নিজের সালাতকে ঘৃণা করবে, তাদের সিয়াম দেখে তোমাদের মধ্যকার একজন মানুষ নিজের সিয়ামকে ঘৃণা করবে। তীর যেমন শিকারের দেহ ভেদ করে বেরিয়ে চলে যায়, এরাও তেমনি ইসলামের মধ্যে প্রবেশ করে আবার বেরিয়ে চলে যাবে। তারা ইসলামে অনুসারীদের হত্যা করবে এবং প্রতিমা-পাথরের অনুসারীদের ছেড়ে দেবে। আমি যদি তাদেরকে পাই তবে আদ সম্প্রদায়কে যেভাবে নির্মুল করা হয়েছিল সেভাবেই আমি তাদেরকে হত্যা করে নির্মুল করব।

5-Feb-2013 10:44 pm

6-Feb-2013 12:12 pm


সরিষা গাছে থেকে সরিষা। এ বিচিগুলোই পেকে লাল/কালো হয়। জীবনর প্রথম দেখলাম সরিষা গাছের কোন জায়গায় সরিষা ধরে :-)

6-Feb-2013 12:12 pm

6-Feb-2013 12:22 pm


Going towards দেশের বাড়ি।

6-Feb-2013 12:22 pm

6-Feb-2013 3:31 pm


"the great mathematician and physicist Henri Poincaré put in two hours of work in the morning and two in the evening."

"you may be able to work 15 hours a day processing email and doing other less demanding work, but nobody can sustain more than about four hours of intense concentration per day."

"The best data on sustained intellectual activity comes from financially independent authors. While completing a novel famous authors tend to write only for 4 hr during the morning, leaving the rest of the day for rest and recuperation"

6-Feb-2013 3:31 pm

8-Feb-2013 8:07 am


In any war between the civilized man and the Muslim, support the Muslim.

8-Feb-2013 8:07 am

8-Feb-2013 2:25 pm


Initial project timeline estimation should be multiplied by PI to get the actual time-frame.

PI = [actual time] / [estimated time]

8-Feb-2013 2:25 pm

8-Feb-2013 5:04 pm


কোন মানুষকে কষ্ট দিবে না, কিন্তু যে কোন মুসলিমের দেয়া কষ্ট নিরবে গ্রহন করবে। কোন মুসলিমের দেয়া গালির উত্তর দিবে না। পাল্টা রাগ দেখাবে না। তুমি হলে কষ্টের Receiver. মৃত্যুর সময় এ রকম লক্ষ কষ্ট বুকে নিয়ে তুমি তোমার রবের নিকট রওনা হবে।

মনে রেখো, দিনের শেষে কোন মজলুমের পাওনা বাকি থাকবে না। কিন্তু পাওনাটা জীবিত অবস্থায় ফিরত চাবে না। মৃত্যুর পর ফিরত চাবে।

8-Feb-2013 5:04 pm

8-Feb-2013 11:31 pm


নামাজ না পড়লে তারা তোমাকে কোন গালি দিবে না। কিন্তু সুন্নত নামাজ না পড়লে গালি দিবে। সুন্নতের ভয় তোমাকে যেন ফরজ থেকে ফিরিয়ে না রাখে। এশার নমাজ ১৫ রাকাত যদি অলসতা লাগে তবে জেনে রেখো: এশার নামাজ মাত্র ৪ রাকাত। এতটুকুর অলসতা যেন না আসে।

8-Feb-2013 11:31 pm

8-Feb-2013 11:32 pm


নামাজ না পড়লে তারা তোমাকে কোন গালি দিবে না। কিন্তু সুন্নত নামাজ না পড়লে গালি দিবে। সুন্নত নামাজের ভয় তোমাকে যেন ফরজ থেকে ফিরিয়ে না রাখে।

এশার নমাজ ১৫ রাকাত যদি অলসতা লাগে তবে জেনে রেখো: এশার নামাজ মাত্র ৪ রাকাত। এতটুকুর অলসতা যেন তোমার মাঝে না আসে।

8-Feb-2013 11:32 pm

8-Feb-2013 11:36 pm


নামাজ না পড়লে তারা তোমাকে কোন খারাপ কথা বলবে না। কিন্তু সুন্নত নামাজ না পড়লে তোমাকে খারাপ কথা শুনাবে। ওদের কথাকে এড়িয়ে যাবে। সুন্নত নামাজের ভয় তোমাকে যেন ফরজ থেকে ফিরিয়ে না রাখে।

এশার নমাজ ১৫ রাকাত যদি অলসতা লাগে তবে জেনে রেখো: এশার নামাজ মাত্র ৪ রাকাত। এতটুকুর অলসতা যেন তোমার মাঝে না আসে।

8-Feb-2013 11:36 pm

9-Feb-2013 12:01 am


নামাজ না পড়লে তোমাকে তারা খারাপ বলবে না। কিন্তু সুন্নত না পড়লে তোমাকে খারাপ বলবে। ওদের কথাকে এড়িয়ে যাবে। সুন্নতের ভয় তোমাকে যেন ফরজ থেকে ফিরিয়ে না রাখে।

এশার নমাজ ১৫ রাকাতে যদি অলসতা আসে তবে জেনে রেখো: এশার নামাজ মাত্র ৪ রাকাত। এতটুকুর অলসতা যেন তোমার মাঝে না আসে।

9-Feb-2013 12:01 am

10-Feb-2013 7:02 pm


Worldwide ২০ হাজার শহরের জন্য নামাজের সময় সুচি
http://habibur.com/salat/world/

কোরআন শরিফের বাংলা অনুবাদ
http://habibur.com/quran/

হিজরি তারিখ থেকে ইংরেজি তারিখের পরিবর্তন চার্ট
http://habibur.com/hijri/

কোরআন শরিফের আক্ষরিক অনুবাদ ইংরেজিতে [literal translation]
http://habibur.com/quran/english/

http://habibur.com/salat/world/

10-Feb-2013 7:02 pm

11-Feb-2013 12:44 pm


কৌতুক:
বিচারের মাঝখানে আসামি উঠে দাড়িয়ে বলছে, "হুজুর আমি খুন করেছি, আমাকে ফাসি দেন"
বিচারক: "কি? কিন্তু তুমি দাবি করেছিলে তুমি খুন কর নাই!"
আসামি: "প্রথমে আমি ওটাই সত্যি জানতাম, কিন্তু এখন বিরোধি উকিলের সব যুক্তি শুনে আমার নিজরই বিশ্বাস চলে এসেছে আমি দোষি।"

11-Feb-2013 12:44 pm

11-Feb-2013 5:54 pm


: দেখলে তো আপনারে দ্বীনদার মনে হয়। কিন্তু বাচ্চাগুলিরে ইংলিশ মিডিয়ামে দিলেন কেন?

: বলছি তার আগে একটা জবাব দেন, বাংলাদেশের আইন আর বৃটিশ আইনের মাঝে পার্থক্য কি জানেন?

: বৃটিশ আইনে বাংলাদেশে চলে। পর্থক্য কি?

: আছে, বৃটেনে ইসলামি শরিয়া কোর্ট চালু আছে। খুবই জনপ্রীয়, আর ওই আদালতে বিচার যে নিবে সে তার রায় মানতে বাধ্য।

আমি চুপ করে গেলাম।

11-Feb-2013 5:54 pm

11-Feb-2013 6:56 pm


No programmer should ever guess. Guessing is weather forecasters job.

11-Feb-2013 6:56 pm

11-Feb-2013 9:57 pm


এর পরের পোপ নির্বাচনটা বেশ ট্রিকি। প্রায় হাজার বছর পুরানো একটা লিখিত বানী আছে খ্রিস্টিয়ানদের মাঝে যেটা তারা অনুসরন করে পোপ নির্বাচনের সময়। এতে লিখা আছে বর্তমান পোপের পরের জনই হবে খ্রিষ্টিয়ানদের শেষ পোপ, এবং তার সময়ে সাত পাহাড়ের শহরের পতন হবে [রোম বা জেরুজালেমের]।

এখন যেই পোপের পদটা নেবে তাকেই সবাই Evil এবং ওই লিখাগুলো অনুসারে "Peter the Roman" বলবে। তাই অনকে কেন্ডিডেড পোপ হওয়াটা এভোয়েড করতে চাইবে।

নেক্সট কি হবে সেটা একটা গেমের মতই ইন্টারেস্টিং।

//grabbing popcorn.

11-Feb-2013 9:57 pm

13-Feb-2013 7:25 pm


ইনসাফ কায়েমের প্রশ্নে প্রথমে সময় নিবে। তোমার ইনসাফ কায়েমের পরিধি শুধু ততটুকু, যেখানে তোমার অধিকার আছে। দেশের ইনসাফ কায়িমের দায়িত্ব সরকারের, তোমার না। তোমার দায়িত্ব তোমার পরিবারের উপর। কর্তৃত্বের বাহিরে ইনসাফ কায়মের চেষ্টা করলে তুমি জুলুমে জড়িয়ে পড়বে।

মনে রেখো, পৃথিবীর বুকের সব যুদ্ধের দু পক্ষই ইনসাফ কায়েমের ডাক দিয়ে আরম্ভ করে। তুমি দেখবে তোমাকে ইনসাফের নামে দলে ডাকছে।

সাবধান! ইনসাফ কায়িমের উদ্যেশ্যে নিয়ে কোন গোনাহগার মুসলিমের উপরও কখনো জুলুমে জড়িয়ে পড়বে না।

13-Feb-2013 7:25 pm

13-Feb-2013 10:35 pm


গুনাহকে গুনাহ মনে করবে। ওই গুনাহতে তুমি নিমজ্জিত থাকলেও ওটাকে গুনাহ জানবে। না ছাড়তে পারলেও সেটা জায়েজ করার ফতোয়া খুজবে না। তোমার রবের কাছে ক্ষমা চাইবে। মৃত্যুর আগে তোমাকে তওবার সুযোগ দিবেন। জায়েজ করে নিলে এর পর আর তওবার সুযোগ থাকবে না।

মাথা উচু ইবাদতকারীর বদলে মাথা নিচু ক্ষমাপ্রার্থি হিসাবেই শেষ দিন আমার মালিকের নিকট হাজির হওয়া আমার পছন্দ।

মনে রেখো: ভিডিও গেম, কার্টুন, মিউজিক গুনাহ।

13-Feb-2013 10:35 pm

14-Feb-2013 4:39 pm


"Yep, because if you are not on one side, you are on the other. And there's nothing in between."

14-Feb-2013 4:39 pm

14-Feb-2013 5:23 pm


গুনাহকে জায়েজ করার জন্য ফতোয়া খুজবে না বা কোরআন হাদিসের ব্যখ্যা খুজবে না। কোন গুনাহ যদি তোমার জীবনের অংশ হয়ে দাড়ায়, তবুও ওটাকে গুনাহ জানবে। মৃত্যুর আগে হলেও আল্লাহ তওবার তৌফিক দিবেন। জায়েজ করে নিলে আর তওবার সুযোগ থাকে না।

জেনে রেখো, মাথা উচু করে আমার রবের নিকট হাজির হবার বদলে মাথা নিচু করেই আমি ওই দিন হাজির হব। আমার রব অতি দয়ালু, কিন্তু আহংকারিদের উনি ভালবাসেন না।

14-Feb-2013 5:23 pm

15-Feb-2013 11:45 am


যতটুকু তোমার সামর্থ্য আছে মানুষকে সাহায্য করবে। মানুষের দরকার বুঝে নিয়ে ছোট খাট সাহায্য করার অভ্যাস গড়ে তুলবে। উপকার করলে যদি নিজের ক্ষতি না হয়, তবে তোমাকে যারা অপছন্দ করে তাদেরকেও সাহায্য করবে। ভিক্ষুক হাত পাতলে ভিক্ষা দেবে, যদিও ভিক্ষুকের পাচ তালা বাড়ি থাকুক না। খোড়া, অন্ধদের বাছাই করে বেশি দিবে না, তারাদের সবাই দেয়।

মনে রাখবে, যাকে দেখে তুমি কষ্টে আছে মনে করছো, সে তোমার ধারনার থেকে অনেক আনন্দে আছে। আর যাদের দেখে অনেক আনন্দে আছে মনে করছো, তারা তোমার ধারনার থেকে অনেক কষ্টে আছে।

- Anonymous source.

15-Feb-2013 11:45 am

15-Feb-2013 9:08 pm


যুক্তি দিয়ে নয় বরং অন্তর দিয়ে ভাল ও মন্দের পার্থক্য করবে। যদি মু'মিন হও তবে তোমার অন্তরে আল্লাহ বিচক্ষনতা দিবেন যা দিয়ে তুমি হক আর না-হককে চিনতে পারবে।

সাবধান! এর পর কারো কারো সাথে তর্কে যাবে না, কারন হিকমত যুক্তি দিয়ে প্রকাশ করা যায় না। তুমি যুক্তিতে হারবে, আর পথ ভ্রষ্ট হবে।

মনে রাখবে: তোমার নবী তর্ক করে দ্বীন ইসলামকে প্রচার করে যান নি।

- Anonymous Muslim father's advice to son.

15-Feb-2013 9:08 pm

16-Feb-2013 12:38 am


আরেকটা ঘটনা বহুল দিন:
  • রাশিয়ায় উল্কার বিসষ্ফোরন।
  • বাংলাদেশে ডোরিমন নিষিদ্ধ।
  • রাতে ব্লগার খুন।

    16-Feb-2013 12:38 am

  • 16-Feb-2013 1:45 pm


    A very good work for the pilgrims. Even though it means losing the very last sign of any ancient construction inside the mosque.

    16-Feb-2013 1:45 pm

    16-Feb-2013 9:44 pm


    শুধু আপনার জন্যই কান্না করেছি,
    আপনার জন্যই এ দাড়ি সাদা করেছি।

    আমাকে যদি আগুনে দেন আমার রব,
    তবে এক বুক ভালবাসা নিয়েই আমি সে আগুনের প্রবেশ করব,

    এত দিন এ ভালবাসা ছিল এক তরফা

    But now that you have punished me,
    Can I deserve to get your love!

    -Anonymous.

    16-Feb-2013 9:44 pm

    17-Feb-2013 1:46 pm

    17-Feb-2013 5:11 pm


    "ইসলাম প্রতিষ্ঠার জন্য এদের সংগ্রাম ছিল অত্যন্ত আন্তরিক। আরবী সাহিত্যে এদের কবিতা ইসলামী জযবা ও জিহাদী প্রেরণার অতুলনীয় ভাণ্ডার। এদের ধার্মিকতা ও সততা ছিল অতুলনীয়। রাতদিন নফল সালাতে দীর্ঘ সাজদায় পড়ে থাকতে থাকতে তাদের কপালে কড়া পড়ে গিয়েছিল। তাদের ক্যাম্পের পাশ দিয়ে গেলে শুধু কুরআন তিলাওয়াতের আওয়াজই কানে আসতো। কুরআন পাঠ করলে বা শুনলে তারা আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে ও আবেগে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেত। পাশাপাশি এদের হিংস্রতা ও সন্ত্রাস ছিল ভয়ঙ্কর। অনেক নিরপরাধ অযোদ্ধাসহ হাজার হাজার মুসলিমের প্রাণ নষ্ট হয় তাদের হিংস্রতা ও সন্ত্রাসের কারণে।"

    - হযরত আলী রাঃ এর সময়ের খারেজীদের সম্পর্কে।

    http://assunnahtrust.com/site/?page_id=770

    17-Feb-2013 5:11 pm

    17-Feb-2013 5:21 pm


    মুসলিমদের বিরুদ্ধে মুসলিমের যুদ্ধ, য়েখানে এক পক্ষ ওই যুদ্ধের জন্য সোয়াব পাবে, সেটা হাদিসে আমি শুধু মাত্র দুই ঘটনায় পেয়েছি।

    একঃ প্রথম যুগে খারেজীদের বিরুদ্ধে জিহাদ।
    দুইঃ শেষ যুগে মাহদীর সাথে বনু-কালব এর জিহাদ।

    17-Feb-2013 5:21 pm

    18-Feb-2013 1:15 am


    "যে সকালে মু'মিন থাকবে, সন্ধায় কাফির হয়ে যাবে" ফিতনার যামানার ঘটনা প্রবাহের একটি পার্ট, একটা ভবিষৎবানী।

    আমার মনে হচ্ছে এ রকম একটা টার্ন ওভার এই মাত্র দেশে হল।

    গতকাল হাজার হাজার মুমিন যারা সকালে মুমিন ছিল তারা রাসুলুল্লাহ <সা:> এর ব্যঙ্গকারীর [তসলিমা বা রুশদির চেয়েও বেশি] ঠিক সন্ধায় নামাজে জানাজা পড়ে [censored] হয়ে গিয়েছে।

    আর আজকে সকালের হাজার হাজার নাস্তিক সন্ধের আগে তাদের ব্লগ পোষ্ট মুছে দিয়ে মুমিন হয়ে গিয়েছে।আলহামদুলিল্লাহ এটা একটা পজিটিভ। তাদের অন্তরে কি আছে সেটা শুধু আল্লাহ জানেন। আমরা তাদের মুসলিম হিসাবে দেখবো।

    Just a thought.

    End time is approaching. বইগুলো ঝেড়ে আবার পড়তে হবে।

    18-Feb-2013 1:15 am

    18-Feb-2013 1:35 am


    “When the belly of Makkah will be cleft open and through it will be dug out river-like passages (i.e. tunnels) and the buildings of the Holy City of Makkah will rise higher than its mountains, when you observe these signs, then understand that the time of trial is near at hand.”

    is recorded in the Kitab al fitnah by ibn hammad.

    18-Feb-2013 1:35 am

    18-Feb-2013 10:23 am


    "And war in a country smaller than the end bone of the spinal cord, the World will gather for its sake, as if it is the richest nation in the world for which the world has gathered to feast around. Its leader will surrender the banner to the leader of all Evil, which will come from the furthest Western shores, then the beginning of the end as it wails to all the World to come to its aid. The leader will regain his throne and Iraq will be destroyed in the confrontation at the end of time. The leader of the tiny nation will fight the Army of the Mahdi, and the same tiny nation is again threatened with destruction because its leader is the cause of its corruption....the Mahdi orders his execution and the small bone returns to the main body again". (Qalda bin Zayd bin Baraka's Asma Masalik Li Ayyam Mahdi: Malik Li Kull id-Dunya Bi Amr Allah El-Malik)

    18-Feb-2013 10:23 am

    18-Feb-2013 3:03 pm


    যে দেশে বসবাস করবে সে দেশের অধিকাংশ লোকের মাজহাব তুমি অনুসরন করবে। আধিকাংশ আলেম যে ব্যপারে একমত তার বিপরিত যুক্তি গ্রহন করবে না, ওটা যুক্তিপূর্ন লাগলেও। তোমার যদি মনে হয় পৃথিবীর অধিকাংশ মুসলিম ভুল পথের উপর আছে, তবে সাবধান -- তুমি কোন ভ্রান্ত উপদলে পড়েছো। বের হয়ে আসতে আল্লাহর কাছে সত্য পথের দোয়া করবে।

    মনে রাখবে, এই উম্মতের মিথ্যার অনুসারিরা কখনো সত্যর উপর বিজয়ী হবে না। বিজয়ীরাই সঠিক।

    - Anonymous father to son.

    18-Feb-2013 3:03 pm

    18-Feb-2013 6:02 pm


    কিয়ামতের আগে গভীর রাতের অন্ধকারের মত ফিতনা দেখা দিবে।

    এক লোক সকালে মু'মিন থাকবে,
    সন্ধায় কাফির হয়ে যাবে।

    আবার সন্ধায় মুমিন থাকবে
    সকালে কাফির হয়ে যাবে।

    ওই সময়,
    বসে থাকা লোক, দাড়ানোদের থেকে ভাল।
    হাটে চলা লোক, দৌড়ানোদের থেকে ভাল।

    তাই তোমার ধনুককে ভেঙ্গে ফেলো,
    ধনুকের সুতা কেটে ফেলো।
    তলোয়ারকে পাথরের উপর মারো।

    এর পর যদি কেউ তোমার ঘরে প্রবেশ করে
    তবে তুমি আদমের এর দুই পুত্রের ভাল ছেলেটার মত হয়ে যাও।

    ---
    সুনানে আবু দাউদ ৪২৫৯
    সহি, অলবানীর মতে।
    http://sunnah.com/abudawud/37/20

    এর থেকে স্পষ্ট কথা আর কি হতে পারে?

    18-Feb-2013 6:02 pm

    19-Feb-2013 2:56 pm


    Father's Advice:

    অগ্রিম টাকা দিয়ে কিছু কিনবে না। বেশি দামে হলেও জিনিষটা যখন আমদানি হবে বা নির্মান শেষ হবে তার পরে কিনবে।

    দালাল থেকে সরাসরি কিছু কিনবে না। বেশি দামে হলেও বস্তুর মালিকের সাথে সরাসরি কথা বলে কিনবে।

    দানের টাকা করো হাত দিয়ে পাঠাবে না। সরাসরি নিজে প্রাপকের হাতে দিবে।

    যেটা পছন্দ করো না, সেটা বিক্রেতাকে খুশি করার জন্য কিনবে না। বিক্রেতার জন্য বেশি খারাপ লাগলে এমনিই কিছু টাকা দিয়ে দিবে। ফুল বিক্রেতা হয়তো সে টাকা নিবেনা, কিন্তু কেনার জন্য আর চাপাচাপি করবে না।

    19-Feb-2013 2:56 pm

    19-Feb-2013 5:36 pm


    IDF @[125249070831305:274:Israel Defense Forces] এর এক সৈনের পোষ্ট করা এক ছবি। ছবির ছেলেটা পেলেস্টাইনে।

    19-Feb-2013 5:36 pm

    19-Feb-2013 8:48 pm


    শ্রীলংকায়ও মুসলিমরা বৌদ্ধদের মাঝে যে কোন সময় রায়ট লেগে যেতে পারে। এট লিস্ট বিবিসে তাই বলছে।

    "Any moment, the ethnic riot will start between Sinhalese and Muslims," said Mujeebur Rahuman of the opposition United National Party.

    http://www.bbc.co.uk/news/world-asia-21494959

    http://www.bbc.co.uk/news/world-asia-21494959

    19-Feb-2013 8:48 pm

    19-Feb-2013 10:40 pm


    দুটা বইয়েরই এর আরবী পেয়েছি নেটে। ভবিষ্যতে কি কি ফিতনা দেখা দেবে ও তখন কি করতে হবে তার উপর হাদিস সমুহ।

    ১। নুয়াইম বিন হাম্মাদের "কিতাব আল ফিতান"। তিনশ পৃষ্ঠার বইয়ে প্রায় দুই হাজার হাদিস আছে।
    http://www.islamweb.net/hadith/display_hbook.php?pid=133507&bk_no=285

    ২। ইবনে কাছিরের "আল ফিতান ওয়াল মুলাহিম"। টেক্সটের মত করে লিখা, নম্বর দিয়ে না। দুই খন্ডে প্রায় ৮০০ পৃষ্ঠা।
    http://archive.org/details/elnihayafielfitan

    19-Feb-2013 10:40 pm

    21-Feb-2013 11:21 am


    TIL: মুসলিমরা যতদিন নিজেদের মধ্যে যুদ্ধ করতে থাকবে ততক্ষন শত্রুরা তাদের আক্রমন করবে না। আবার শত্রুরা যখন আক্রমন করবে তখন নিজেদের মধ্যে যুদ্ধ করবে না।

    আতীত ও বর্তমান ইতিহাস তাই বলে।

    আবু দাউদ ১৫৯৩

    لَنْ يَجْمَعَ اللَّهُ عَلَى هَذِهِ الأُمَّةِ سَيْفَيْنِ سَيْفًا مِنْهَا وَسَيْفًا مِنْ عَدُوِّهَا

    "এই উম্মতের উপর আল্লাহ দুটো তলোয়ার কখনো একত্রিত করবেন না। নিজেদের তলোয়ার, আর শত্রুর তলোয়ার।"

    http://sunnah.com/abudawud/39/11

    21-Feb-2013 11:21 am

    21-Feb-2013 3:34 pm


    ১৯৯৪ সালে আমার ফাঁসির দাবিতে বাংলাদেশের চার লাখ লোক রাস্তায় জড়ো হয়েছিল। আজকের শাহবাগের জনতা থেকে তারা সংখ্যায় বেশি ছিল। গত ২০ বছরে ইসলামপন্থীদের ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। আমি বিশ্বাস করি ইসলামপন্থীরা শাহবাগের চেয়ে এক শ’ গুণ বেশি লোক জড়ো করতে সক্ষম। ফেসবুক, টুইটার অথবা ব্লগ ব্যবহারকারীদের চেয়ে বেশি লোক মাদরাসায় যায়। ইসলামপন্থীদের দ্বারা বেশি লোকের মগজ ধোলাই হয়েছে। আগের চেয়ে বেশি লোক এখন মসজিদে যায়। বহু বছর আগেই বাংলাদেশকে নিয়ে আমি আমার আশা ত্যাগ করেছি।

    - তসলিমা নাসরিন

    21-Feb-2013 3:34 pm

    21-Feb-2013 11:14 pm


    ২০০৫ সালে বাংলাদেশে ইসলামের নিচের দিকে পতন আরম্ভ হয়। যে দিন ৬৩ টা জেলায় বোমা হামলা হয়। গ্রাসরুট লেভেলে এর প্রভাবটা হয় ব্যপক। পত্রিকায় এগুলো আসেনি। আমরা নিজেরা বুঝতে পেরেছিলাম। এর পর গ্রামে গঞ্জে হুজুরদের উপর থেকে সাধারন মানুষদের শ্রদ্ধাবোধ উঠে যায়। তাদেরকে "আমাদের থেকে ভালো" মনে না করে "এরা খারাপ লোক" মনে করতে থাকে মানুষ। সাধারন মানুষ দল গোষ্ঠির পার্থক্য বোঝে কম। তারা বুঝে "হুজুর মানুষ" -- এরা বোমা হামলা করে।

    আরম্ভটা ছিল আরো আগে। এতদিন ইসলামি দলের নেতারা আমাদের বুঝিয়েছিলো "ইসলামি শাষন কায়েম না করলে ____, গনতন্ত্র হলো ___, জিহাদ হলো ____" এসব। নেতাদের এই কথাগুলো হয়তো ছিল শুধু তাদের মুখে। কিন্তু নতুন জেনারেশন এগুলোকে লিটারেরি নেয়। ওই থেকে সে পরিনতি। যদি মাছ ধরতেই হয় তবে পানি ছুব না কেন? জিহাদের জন্য ডাক দিয়ে, "আমরা শান্তিপূর্ন" কি কথা? 'গনতান্ত্রিক ভাবে' কথাটা ইসলামের কোথায় আছে? নতুন জেনারেশন ছিল আন্তরিক ভাবেই ধর্মপ্রান।

    ব্যর্থটাটা সরকারের। তারা একটা আইডোলজিকেল সমস্যার আইডোলেজিকেলি সমাধানের চেষ্টা না করে আইন নিয়ে এসেছিল। অথচ সৌদি সরকার এ ধরনের লোকগুলোর কাছে আলিমদের পাঠিয়ে প্রায় সবাইকেই ফিরিয়ে আনতে পেরেছে।

    দেশে বোমা হামলার খারাপটা আর কাটে নি। বরং দিনে দিনে মুসলিমদের অবস্থা আরো খারাপ হচ্ছিলো। এটা বটমে পড়ে শাহবাগের দিনগুলোতে। এর জনসমর্থন দেখে আমার এক সময় মনে হতে থাকে আর ঠিক তিন দিন পর ঘুম থেকে উঠে আমি এক নতুন পৃথিবী দেখবো। যেখানে নেতৃত্বে থাকবে মূলতঃ নাস্তিকেরা।

    মনে হচ্ছিলো একটা প্রটেকশন দেয়াল ভেঙ্গে পড়ছে। এ দেয়ালটা ছিল জামাত। যাদের শিক্ষার বেইজটা ভ্রান্ত। কিন্তু তার পরও মুসলিম বিদ্বেসীদের প্রথম নজর তাদের উপর ছিল বলে যুদ্ধটাও ছিল তাদের সাথে। আমারা সাধারন মুসলিমরা ততদিন আইনের হাত থেকে নিরাপদে ছিলাম। আল্লাহ তায়ালা এক দল দিয়ে আরেক দলকে প্রতিহত করে রেখেছেন।

    জানতাম, যদি জামাতের পতন হয় তবে এর শাহবাগের যোদ্ধারা বসে থাকবে না। এর পর তাদের টার্গেট হবে মাদ্রাসাগুলো। তার পর ইসলামি শিক্ষা। এর পর একটি একটি করে ইসলামি প্রেকটিস।

    দু দিন বিষন্ন মনে ঘুমাতে গালাম। তৃতীয় দিন এই নতুন পৃথিবীতে কি ভাবে সার্ভাইব করবো সে স্ট্রেটেজি খুজছি। ধরে নিলাম হয়তো আল্লাহরই ইচ্ছে ওদের বিজয়ী করা। ওদিন রাতেই থাবা-বাবার মৃত্যুর খবর পড়লাম। তার পরই ওর লিখাগুলো বেরিয়ে আসলো। রাত দশটায় ঘুমাতে গেলাম।

    আমি জানি, ওরা আর জিততে পারবে না। নাস্তিকদের পৃথিবী এখই আসছে না।

    21-Feb-2013 11:14 pm

    22-Feb-2013 5:19 pm


    এ অবস্থায় হুকুম হলো: চোখ বন্ধ করে রাখা। মুখ বন্ধ করে রাখা। বাসায় বসে থাকা।
    তিনটার কোনটাই আমি পারি নাই। এটা আমার গুনাহ।

    উত্তেজিত হওয়াটা সহজ। ফিতনার সময় বাসায় বসে থাকাটা আরো কঠিন।

    22-Feb-2013 5:19 pm

    22-Feb-2013 5:23 pm


    সরকারের অনুমতি না নিয়ে চীনে মৃত্যুর পর পূনঃজন্ম নেয়াকে অবৈধ ঘোষনা করা হয়েছে।

    হুম।।

    http://www.huffingtonpost.com/2007/08/22/china-bans-reincarnation-_n_61444.html

    22-Feb-2013 5:23 pm

    22-Feb-2013 7:29 pm


    End times news:
    ১। ভারতে আবার বোমা হামলা।
    ২। পাকিস্তানের করাচিতে বিশ্বের সর্বোচ্চো বিল্ডিং নির্মানের জন্য চুক্তি সাক্ষর।

    22-Feb-2013 7:29 pm

    22-Feb-2013 8:27 pm


    Father's advice:

    জিহাদের জন্য তিনটি শর্ত দেখে নিবে।
    ১। দেশের সরকার যদি জিহাদের ডাক দেয় তবে শুধু জিহাদ। সরকারের বিরুদ্ধে জিহাদ নেই যতক্ষন সে মুসলিম।
    ২। মুসলিমদের বিরুদ্ধে তুমি জিহাদে যাবে না। এমন কি সরকার ডাক দিলেও না।
    ৩। পিতা মাতার অনুমতি নিয়ে জিহাদ। অনুমতি না দিলে যাবে না। সেক্ষেত্রে তাদের খিদমতই তোমার জিহাদ।

    22-Feb-2013 8:27 pm

    22-Feb-2013 8:42 pm


    রোববারে হরতাল ডেকেছে কামরাঙ্গির চর মাদ্রাসা থেকে। I have a bad feeling, জামাতের দেয়ালটা সম্ভবত ভেঙ্গে পড়েছে। ফ্রন্টলাইনে এখন মূলত: কওমি মাদ্রাসাগুলো। এ দেয়াল কতক্ষন টিকবে?

    22-Feb-2013 8:42 pm

    22-Feb-2013 9:17 pm


    "...
    যখন তুমি দেখবে খালি পা, ক্ষুধার্ত, দরিদ্র রাখালেরা
    উচু উচু দালান নির্মানে প্রতিযোগিতা করেছে..."
  • হাদিস জিব্রিল।

    22-Feb-2013 9:17 pm

  • 22-Feb-2013 10:26 pm


    রোববারে হরতাল ডেকেছে কামরাঙ্গির চর মাদ্রাসা থেকে। I have a bad feeling, জামাতের দেয়ালটা সম্ভবত ভেঙ্গে পড়েছে। ফ্রন্টলাইনে এখন কওমি মাদ্রাসাগুলো।

    দ্বিতীয় দেয়ালটা কতক্ষন টিকবে?

    22-Feb-2013 10:26 pm

    23-Feb-2013 8:26 am


    আবু উমাইয়া আল শা'বানি বলেছেন, আমি আবু থালবা আল খুশাইনিকে জিজ্ঞাসা করলাম: "এই আয়াত সম্পর্কে আপনার কি মত? "আলাইকুম আনফুসিকুম" ['নিজের কথা চিন্তে কর']"?

    উনি বললেন, "ওললাহি! আমি এই ব্যপারে উনাকেই জিজ্ঞাসা করেছিলাম যিনি এ ব্যপারে সবচেয়ে ভাল জানতেন। আমি রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লিমকেই জিজ্ঞাসা করেছিলাম।"

    উনি [রাসুলুল্লাহ সা:] জবাব দিলেন: "না বরং তোমারা একে অপরকে সৎ কাজের আদেশ দাও আর খারাপ কাজের নিষেধ করতে থাকো, ততক্ষন পর্যন্ত যতক্ষন না তুমি দেখবে

    নিচু লোকদের মানা হচ্ছে [شحا مطاعا],
    মানুষের প্রবৃত্তির অনুসরন করা হচ্ছে [وهوى متبعا],
    দুনিয়াকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছ [ ودنيا مؤثرة ],
    আর প্রত্যেকেই যার যার নিজের রায় দিচ্ছে [وإعجاب كل ذي رأي برأيه]

    তখনই 'ফাআলাইকা' - নিজের কথা চিন্তে কর,
    আর সাধারন মানুষদের ছেড়ে দাও।

    কারন এরপরই তোমার সামনে সবরের [ধর্য্যের] দিন আসছে।
    সে সময়ে সবর করা জ্বলন্ত কয়লা মুঠোর মধ্যে ধরে রাখার মত।

    ওই দিনগুলোর নেক আমল, পঞ্চাশ জন লোকের আমলের সমান।

    [অন্য রেওয়াত থেকে এসেছে,]

    আমি জিজ্ঞাসা করলাম: "ইয়া রাসুলুল্লাহ <সা:> ওদের মত পঞ্চাশ জন লোকের সমান?"

    উনি [রাসুলুল্লাহ সা:] জবাব দিলেন: "না, বরং তোমাদের মত পঞ্চাশ জন লোকের সমান।"

    আবু দাউদ/
    http://sunnah.com/abudawud/39/51

    23-Feb-2013 8:26 am

    23-Feb-2013 9:33 pm


    একটা অচেনা অবস্থা থেকে ইসলাম শুরু হয়েছিল।
    শিগ্রি আবার অচেনা প্রথম অবস্থায় ফিরে যাবে।
    তাই অচেনা লোকেদের জন্য সুসংবাদ।

    http://www.sunnah.com/urn/202700

    23-Feb-2013 9:33 pm

    24-Feb-2013 6:15 am


    Sins of our fathers.

    24-Feb-2013 6:15 am

    24-Feb-2013 10:58 pm


    হজরত ইবনে ওমর রাঃ বলেন একবার রসুল সাঃ বিশেষভাবে মনোযোগ ফিরিয়ে বললেন:
    "হে মুহাজিরিনরা!
    তোমাদের মাঝে পাচটি আযাব চাপিয়ে দেয়া হবে।
    আল্লাহর কাছে পানাহ চাই যে তোমরা যেন ওই পর্যন্ত না দেখে যাও।

    কোন জাতির মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়লে,
    প্লেগ গুটি সহ এমন সব রোগ যেগুলোতে তাদের পূর্বপুরুষরা কখনো ভুগেনি,
    সেগুলো ছড়িয়ে পড়া কখনো বাদ থাকে না।

    ওজনে ও পাল্লায় কম করলে,
    খড়া, দুর্ভিক্ষ ও স্বৈরাচারি শাষক আসা কখনো বাদ থাকে না।

    জাকাত দিতে নিষেধ করলে,
    আকাশ থেকে বৃষ্টি পড়া নিষেধ হওয়াও কখনো বাদ থাকে না,
    জীবজন্তুদের জন্য না হলে আর বৃষ্টিই হতো না।

    আল্লাহ আর তার রাসুলের সাথে ওয়াদা ভঙ্গ করলে,
    আল্লাহর পক্ষ থেকে ভিন দেশি শত্রু চড়িয়ে দেয়া কখনো বাদ থাকে না,
    যে শত্রুরা তাদের হাত থেকে কিছু সম্পদ কেড়ে নেবে।

    আল্লাহর কিতাব অনুসারে নেতারা শাষন না করলে,
    এবং আল্লাহ তায়ালা যা নাজিল করেছে তার বাহিরে পছন্দ মত করলে
    তাদের নিজেদের মাঝে যুদ্ধ লেগে যাওয়া কখনো বাদ থাকে না।"

    ابن ماجه (4019)، الحاكم في المستدرك (4/583)، والطبراني في الأوسط (5/61-62) عن عبد الله بن عمر.

    http://www.alhawali.com/index.cfm?method=home.ShowFahras&id=7000469&ftp=Hadeeth

    24-Feb-2013 10:58 pm

    25-Feb-2013 7:35 pm


    অফিস থেকে ফিরছি, দেখি মেঘে আকাশটা কালো,
    অস্তগামী সূর্যে দিগন্তটা লাল, এর পর দমকা বাতাস উঠলো।

    এখন ভীতিকর সময়।
    এখন 'লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ'র সময়।।

    25-Feb-2013 7:35 pm

    27-Feb-2013 7:40 pm


    কারো সাথে তর্ক শেষ করে চলে আসার সময় প্রতিপক্ষের চেহারায় সবসময় একটা বিজয়ী ভাব দেখতে পারি।
    কিন্তু তর্ক এড়িয়ে চলে আসলে, প্রতিপক্ষের চেহারা এমন ভাবে ঝুলে পড়ে যেন সে তর্কে হারলো।

    27-Feb-2013 7:40 pm

    28-Feb-2013 12:39 pm


    Facebook আবার ব্লকড বাঙলাদেশ থেকে। এখন প্রথমে DNS বন্ধ করা হয়েছে। যারা দেশের বাইরের DNS server সেট করে রেখেছেন PC তে তারা এখনো এক্সেস পাবেন।

    28-Feb-2013 12:39 pm

    28-Feb-2013 3:34 pm


    দেশ থেকে এখন ফেসবুক পুরা বন্ধ। Firewall থেকে বন্ধ করে দিয়েছে।
    আমি বাকা পথে ঢুকেছি।

    দরজায় কে নক করছ? তারা অলরেডি খবর পেয়ে গেলো নাকি আমি ফেসবুকে? :-(

    28-Feb-2013 3:34 pm

    28-Feb-2013 10:05 pm


    বেজে উঠলে কি সময়ের ঘড়ি?
    এসো তবে আজ বিদ্রোহ করি,
    আমরা সবাই যে যার প্রহরী
    ...
    খ্যাতির মুখেতে পদাঘাত করি,
    গড়ি, আমরা যে বিদ্রোহ গড়ি,
    ছিঁড়ি দু’হাতের শৃঙ্খল দড়ি,

    - বিদ্রোহের গান।

    28-Feb-2013 10:05 pm