Post# 1361725088

24-Feb-2013 10:58 pm


হজরত ইবনে ওমর রাঃ বলেন একবার রসুল সাঃ বিশেষভাবে মনোযোগ ফিরিয়ে বললেন:
"হে মুহাজিরিনরা!
তোমাদের মাঝে পাচটি আযাব চাপিয়ে দেয়া হবে।
আল্লাহর কাছে পানাহ চাই যে তোমরা যেন ওই পর্যন্ত না দেখে যাও।

কোন জাতির মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়লে,
প্লেগ গুটি সহ এমন সব রোগ যেগুলোতে তাদের পূর্বপুরুষরা কখনো ভুগেনি,
সেগুলো ছড়িয়ে পড়া কখনো বাদ থাকে না।

ওজনে ও পাল্লায় কম করলে,
খড়া, দুর্ভিক্ষ ও স্বৈরাচারি শাষক আসা কখনো বাদ থাকে না।

জাকাত দিতে নিষেধ করলে,
আকাশ থেকে বৃষ্টি পড়া নিষেধ হওয়াও কখনো বাদ থাকে না,
জীবজন্তুদের জন্য না হলে আর বৃষ্টিই হতো না।

আল্লাহ আর তার রাসুলের সাথে ওয়াদা ভঙ্গ করলে,
আল্লাহর পক্ষ থেকে ভিন দেশি শত্রু চড়িয়ে দেয়া কখনো বাদ থাকে না,
যে শত্রুরা তাদের হাত থেকে কিছু সম্পদ কেড়ে নেবে।

আল্লাহর কিতাব অনুসারে নেতারা শাষন না করলে,
এবং আল্লাহ তায়ালা যা নাজিল করেছে তার বাহিরে পছন্দ মত করলে
তাদের নিজেদের মাঝে যুদ্ধ লেগে যাওয়া কখনো বাদ থাকে না।"

ابن ماجه (4019)، الحاكم في المستدرك (4/583)، والطبراني في الأوسط (5/61-62) عن عبد الله بن عمر.

http://www.alhawali.com/index.cfm?method=home.ShowFahras&id=7000469&ftp=Hadeeth

24-Feb-2013 10:58 pm

Published
24-Feb-2013