Father's Advice:
অগ্রিম টাকা দিয়ে কিছু কিনবে না। বেশি দামে হলেও জিনিষটা যখন আমদানি হবে বা নির্মান শেষ হবে তার পরে কিনবে।
দালাল থেকে সরাসরি কিছু কিনবে না। বেশি দামে হলেও বস্তুর মালিকের সাথে সরাসরি কথা বলে কিনবে।
দানের টাকা করো হাত দিয়ে পাঠাবে না। সরাসরি নিজে প্রাপকের হাতে দিবে।
যেটা পছন্দ করো না, সেটা বিক্রেতাকে খুশি করার জন্য কিনবে না। বিক্রেতার জন্য বেশি খারাপ লাগলে এমনিই কিছু টাকা দিয়ে দিবে। ফুল বিক্রেতা হয়তো সে টাকা নিবেনা, কিন্তু কেনার জন্য আর চাপাচাপি করবে না।