যতটুকু তোমার সামর্থ্য আছে মানুষকে সাহায্য করবে। মানুষের দরকার বুঝে নিয়ে ছোট খাট সাহায্য করার অভ্যাস গড়ে তুলবে। উপকার করলে যদি নিজের ক্ষতি না হয়, তবে তোমাকে যারা অপছন্দ করে তাদেরকেও সাহায্য করবে। ভিক্ষুক হাত পাতলে ভিক্ষা দেবে, যদিও ভিক্ষুকের পাচ তালা বাড়ি থাকুক না। খোড়া, অন্ধদের বাছাই করে বেশি দিবে না, তারাদের সবাই দেয়।
মনে রাখবে, যাকে দেখে তুমি কষ্টে আছে মনে করছো, সে তোমার ধারনার থেকে অনেক আনন্দে আছে। আর যাদের দেখে অনেক আনন্দে আছে মনে করছো, তারা তোমার ধারনার থেকে অনেক কষ্টে আছে।
- Anonymous source.