দিন গেল একটা। সকালে মসজিদে নামাজ পড়ে বেরিয়ে দেখি এলাকার মানুষ টান টান। বেশি ডিটেলস বুঝে না সাধারন পাবলিক। "সাইদি আর মাওলানাদের নাকি আজকে ফাসি দিবো?"। বুঝলাম তারা বেশ ক্ষেপে আছে।
দশটার দিকে শহরে একটু বেরিয়েছি। রাস্তা ঘাট সব খালি। জামাতের হরতাল সাধারনত বেশ ঢিলে ঢালা হয়।
এর মাঝে পাশের বাড়ির এক ভাইয় আসলো, "সবাই এক্সপেক্ট করছে মৃত্যু দন্ড দিবে"। দেশে কি রকম মারা মারি আরম্ভ হবে তার বর্ননা দিলো।
তাকে বললাম: "মৃত্যু দন্ড দিবেই ধরে নিচ্ছেন কেন? আমার তো মনে হয় মৃত্যু দন্ড দিবার সম্ভাবনা কম। মৃত্যুদন্ড দিলে সেটা এক্সিকিউট করতে সরকার বেশ প্রেশারে পড়বে, এবং সেটা সরকার জানে।"
দুপর ২টায়, নেটে দেখি রায় ঘোষনা হয়েছে। মৃত্যু দন্ড না, যাবত-জীবন। খবরটার দিকে কিছুক্ষন তাকিয়ে থেকে চিন্তা করলাম, কে খুশি হবে জামাত নাকি আওয়ামিলিগ? বের করতে পারলাম না। ফিডবেক দরকার। ফেসবুকে আসলাম। আওয়ামিলিগের একজন লিখেছে "রক্ত টক বগ করছে"। কিন্তু কেন? বিচার হয়েছে সে আনন্দে, নাকি বিচার হয় নি সে ক্ষোভে? আরো কিছু কমেন্ট দেখে কনফার্ম হলাম 'ক্ষোভে'।
এর মধ্যে খবর এল কালও হরতাল। বাচ্চাদের স্কুল বন্ধ।
হটাৎ মনে হলো বিছানাটা নড়ে উঠলো, ভুমিকম্প নাকি? USG তে গিয়ে দেখি, না ভুমিকম্প না, সবই আমার মনের ভুল।