Post# 1361586365

23-Feb-2013 8:26 am


আবু উমাইয়া আল শা'বানি বলেছেন, আমি আবু থালবা আল খুশাইনিকে জিজ্ঞাসা করলাম: "এই আয়াত সম্পর্কে আপনার কি মত? "আলাইকুম আনফুসিকুম" ['নিজের কথা চিন্তে কর']"?

উনি বললেন, "ওললাহি! আমি এই ব্যপারে উনাকেই জিজ্ঞাসা করেছিলাম যিনি এ ব্যপারে সবচেয়ে ভাল জানতেন। আমি রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লিমকেই জিজ্ঞাসা করেছিলাম।"

উনি [রাসুলুল্লাহ সা:] জবাব দিলেন: "না বরং তোমারা একে অপরকে সৎ কাজের আদেশ দাও আর খারাপ কাজের নিষেধ করতে থাকো, ততক্ষন পর্যন্ত যতক্ষন না তুমি দেখবে

নিচু লোকদের মানা হচ্ছে [شحا مطاعا],
মানুষের প্রবৃত্তির অনুসরন করা হচ্ছে [وهوى متبعا],
দুনিয়াকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছ [ ودنيا مؤثرة ],
আর প্রত্যেকেই যার যার নিজের রায় দিচ্ছে [وإعجاب كل ذي رأي برأيه]

তখনই 'ফাআলাইকা' - নিজের কথা চিন্তে কর,
আর সাধারন মানুষদের ছেড়ে দাও।

কারন এরপরই তোমার সামনে সবরের [ধর্য্যের] দিন আসছে।
সে সময়ে সবর করা জ্বলন্ত কয়লা মুঠোর মধ্যে ধরে রাখার মত।

ওই দিনগুলোর নেক আমল, পঞ্চাশ জন লোকের আমলের সমান।

[অন্য রেওয়াত থেকে এসেছে,]

আমি জিজ্ঞাসা করলাম: "ইয়া রাসুলুল্লাহ <সা:> ওদের মত পঞ্চাশ জন লোকের সমান?"

উনি [রাসুলুল্লাহ সা:] জবাব দিলেন: "না, বরং তোমাদের মত পঞ্চাশ জন লোকের সমান।"

আবু দাউদ/
http://sunnah.com/abudawud/39/51

23-Feb-2013 8:26 am

Published
23-Feb-2013