Facebook Posts - November 2012

1-Nov-2012 12:20 am


"ফেসবুক আমি পছন্দ করি না, I hate Facebook" -- my wife.

1-Nov-2012 12:20 am

1-Nov-2012 11:42 pm


"ফাসির দড়ি গলায় দিয়া
মৃত্যু যেমন কষ্টকর
তেমন কষ্টে ছিলাম মাগো
এই দুনিয়ায় জীবনভর।

মাগো,
হাতুড় দিয়া পাথর কুচি
যেমন কইরা করে হায়
তেমন দুঃখের হাতুড় মাগো
মারিছে মানুষ কলিজায়।"

// Status দেখে মনে হচ্ছে ঈদের পরে অনেকে depression এ ভুগছে, তাই লাইনগুলো মনে পড়লো। এই লিখকের থেকে আমাদের কারো কষ্ট বেশি না সেটা ভেবে প্রবোধ নিতে হবে।:-)

1-Nov-2012 11:42 pm

2-Nov-2012 11:25 am


বাসার ছাদের টবে সাদা বেগুন হয়েছে।

2-Nov-2012 11:25 am

2-Nov-2012 11:11 pm


Chrome browser এ এই প্লাগইন ইন্সটল করার পর আমার ক্ষেত্রে youtube.com কাজ করে। সেটা অড্রেসবারে youtube.com লিখে হোক, অন্য পেজের লিংক থেকে কোনো ভিডিও ক্লিক করে হোক বা কোনো পেজে এম্বেডেড হোক।

এটা http লিংকগুলোকে কে https এ কনভার্ট করে ফেলে।

https://chrome.google.com/webstore/detail/https-everywhere/gcbommkclmclpchllfjekcdonpmejbdp?hl=en-US

https://chrome.google.com/webstore/detail/https-everywhere/gcbommkclmclpchllfjekcdonpmejbdp?hl=en-US

2-Nov-2012 11:11 pm

4-Nov-2012 8:43 pm


বললো, "নিমে তবীব খাতরে জান, নিমে মোল্লা খতরে ঈমান", ফারসি প্রবাদ, হাফ ডাক্তার জীবনের জন্য হুমকি আর হাফ মোল্লা ঈমানের হুমকি।

চিন্তে করে দেখতে পেলাম আমি দুটোই। :-)

4-Nov-2012 8:43 pm

5-Nov-2012 10:57 pm


স্কুলে সন্ধি, সমাস, কেলকুলাস, ব্যাকরন, রচনা মুখস্ত এসব শিখেছি। এগুলো শিখে আমি ভবিষ্যতে কি করতে পারব?

শুধু একটা জিনিষই ভাল মত করতে পারব, অন্যকে আবার এগুলো শিখিয়ে কিছু কামাই করতে পারব।

অন্যরা এগুলো শিখে কি করবে?

কেন? তারা আবার অন্যদের শিখাবে! তারাও কিছু পয়সা পাবে।

এর বাইরে এ সব শিক্ষা কি কোন কাজে লাগে?

না। আমাদের কারো কোন কাজে লাগে না।

দেশের শিক্ষার পাঠসূচি এমন ভাবে তৈরি করা হয়েছে যে ভবিষতে শিক্ষক হবার ইচ্ছে যদি কারো না থাকে তবে সে স্কুল-কলেজে-ভার্সিটিতে যা শিখবে সেগুলো কোনটাই তার চাকরি, ব্যবসা, দৈনিক জীবন, রাজনিতী, খেলাধুলা, সংসার, লেন দেন, বিয়ে, বার্ধক্য, মৃত্যু কোন জায়গাতেই কোন কাজে আসবে না।

১৮ বছরেও স্কুল কলেজে যা শিখানো হয় না ---

দেশের আইন কানুন শিখানো হয় না। যেন অলৌকিক ভাবে মানুষকে তা জানতে হবে, আর আইন না জানলে না জানার অপরাধে শাস্তি পেতে হবে।

নেগোশিয়েশন বা দরা-দরি কিভাবে করতে হয় তা শিখানো হয় না। রাস্তার ছেলে পেলেরা কনভিনসিংলি দরা দরি করে, আর হাইলি এডুকেটেড ছেলেপেলেরা মার্কেটে গিয়ে কথা বলতে পারে না।

সত্যবাদিতা, চরিত্র, ভদ্রতা কোথায় কতটুকু কখন করতে হবে এসব শিখানো হয় না। এগুলো যেন তাদের জন্ম থেকে জানা আছে।

শারিরিক পরিশ্রম করা শিখায় না। এ যুগের বাচ্চারা সব ফারমের মুরগি মত বড় হচ্ছ।

বেংকিং শিখানো হয় না। রান্না শিখানো হয় না। ঢাকার মেপ শেখানো হয় না। ছেলেপেলে শহরটা চিনবে কিভাবে? আমার কাছ থেকে? তাহলে স্কুলের কাজটা কি?

ডিভেন্স শিখানো হয় না, লিডারশিপ শিখানো হয় না, পলিটিক্স শিখানো হয় না, লজিক, আরগুমেন্ট কিছুই শিখানো হয় না। সোশিয়েলাইজেশনটাও পর্যন্ত শিখানো হয় না।

তবে এ পাঠসূচি উদ্দ্যেশ্যটা কি? এ পাঠ্যসুচি তৈরির মূল উদ্দ্যেশ্য একসময় ছিলো আরো হাজার জন শিক্ষক তৈরি করা। যারা শিক্ষক হয়ে আরো হাজার জন শিক্ষক তৈরি করবে। তারা আরো হাজার, এভাবে চলবে।

বস্তুত দেশের স্কুল কলেজের লিখা পড়াটা Destiny র মত একটা বিশাল মাল্টিলেভেল মার্কেটিং স্কিমের মত। এটা স্পষ্টতই একটা MLM, পিরামিড বা পোনজি স্কিম।

by the way, Pyramid scheme কি, আর কেন এটা খারাপ সেটা কি স্কুলে শিখানো সময় হয়?

// kids, here I said.

5-Nov-2012 10:57 pm

7-Nov-2012 11:08 pm


গার্মেন্টস আন্দোলনে রাস্তা ব্লকড। কয়েক কোলোমিটার জ্যাম।

7-Nov-2012 11:08 pm

7-Nov-2012 11:16 pm


রাস্তার শেষ মাথা পর্যন্ত শুধু গরু।

7-Nov-2012 11:16 pm

7-Nov-2012 11:22 pm


At square hospital with father.

7-Nov-2012 11:22 pm

7-Nov-2012 11:25 pm


Our 25 year old VCR. Found in old store room. পাওয়ার দিলে এখনো অন হয় কিনা দেখতে হবে। :-)

7-Nov-2012 11:25 pm

8-Nov-2012 5:37 pm


১। 1 - 99 (One to Ninety Nine) পর্যন্ত বানান করার সময় A, B, C &D এর কোন প্রয়োজন হয় না!
২। HUNDRED বানানে প্রথম D আসে!!
৩। THOUSAND বানানে প্রথম A আসে!!!
৪। CRORE বানানে প্রথম C আসে!!!!
৫। এবং BILLION বানানে প্রথম B আসে!!!!!

8-Nov-2012 5:37 pm

8-Nov-2012 8:30 pm


ইস্টার্ন টাওয়ার। এটা ঢাকার প্রথম আধুনিক এপার্টমেন্ট প্রজেক্ট ছিল। ৯০ এর প্রথম দিকে। সে সময় জমির মালিক একটি ফ্লোর সম্পুর্ন পেত। তার কিছু বছর পর থেকে দুটি করে ফ্লোর দেয়া আরম্ভ হয়। পরে আরো বাড়ে, কিন্তু তার পরও ডেভালাপাররা কেউ কেশ টাকা দিত না। এখন, জমির দামের প্রায় কাছাকাছি টাকা কেশ, প্লাস দুই তৃতীয়াংশ ফ্লোর মালিককে দিয়ে দেয়।

8-Nov-2012 8:30 pm

11-Nov-2012 10:19 pm


হজ কেম্প থেকে এয়ারপোর্টে, প্রথম যাত্রা আরম্ভ। এক যুগে এ পরিস্থিতিতে হাজিরা সবাই জোর জোরে লাবাইক বলতে থাকত। কিন্তু এ যুগে তা কমে এসেছে। এখন সবাই মনে মনে লাববাইক বলে।

11-Nov-2012 10:19 pm

11-Nov-2012 10:19 pm


যাওয়ার সময় এয়ারপোর্টে। সবাই এহরামের কাপড় পড়ে আছে, শুধু আমি ছাড়া :-)

11-Nov-2012 10:19 pm

11-Nov-2012 10:21 pm


মক্কা শরিফে হোটেলে। আমার বিছানায় লেপটপ। ফ্রি ওয়াই ফাই কানেকশন ছিল। সেটা দিয়া বাসায় কথাও বলেছি :-)

11-Nov-2012 10:21 pm

11-Nov-2012 10:25 pm


মক্কার মিসফালাহ এলাকা। এক সময় হজ্জে এটা ছিল বাংগালিদের থাকার এলাকা।

11-Nov-2012 10:25 pm

11-Nov-2012 10:28 pm


মক্কা শরিফে ঢোকার সময় কয়েকটা থেম পার্ক আছে।

11-Nov-2012 10:28 pm

11-Nov-2012 10:32 pm


মিসফালাহর কেদুয়া ব্রিজ। ঠিকানা দেবার সময় এটা একটা লেন্ডমার্ক।

11-Nov-2012 10:32 pm

11-Nov-2012 10:37 pm


"বাক্কালা"। হাজিরা সবাই এরকম দোকান থেকে জিনিষ পত্র কিনে এনে দেশে আত্মিয়দের মাঝে বিতরন করে।

11-Nov-2012 10:37 pm

11-Nov-2012 10:37 pm


মদিনা শরিফ। মসজিদে নববীর বাইরের চত্বরে ছাতা খোলার দৃশ্য। দিনের রোদের সময় ছাতা গুলো খুলে দেয়া হয়। রাতে আবার গুটিয়ে ফেলা হয়। মটরাইজড।

11-Nov-2012 10:37 pm

11-Nov-2012 10:39 pm


মসজিদে নববী ঘিরে ২য় রিং রোড এটা। মদিনা শরিফ।

11-Nov-2012 10:39 pm

11-Nov-2012 10:41 pm


মসজিদে কোবার দিকে যাবার রাস্তা। হেটে গেলে, এই রাস্তা দিয়ে ৩০ মিনিট সোজা হাটলেই পৌছানো যায়।

11-Nov-2012 10:41 pm

11-Nov-2012 10:44 pm


মদিনা শরিফে চুল কাটার সেলুন। খেলনা গাড়িতে বসিয়ে বাচ্চাদের চুল কাটে :-)

11-Nov-2012 10:44 pm

11-Nov-2012 10:49 pm


মদিনা শরিফ। লোক সংখ্যা খুবই কম, আর রাস্তা ঘাট খুবই ফাকা। পরিষ্কার পরিচ্ছন্ন।

11-Nov-2012 10:49 pm

12-Nov-2012 7:06 am


"InternalFrame InternalFrame
Title Pane,
Internal Frame
Title Pane.

Maximize Button Window,
Not Focused State."

- A love poem written by a Java programmer for a class named "InternalFrameInternalFrameTitlePaneInternalFrameTitlePaneMaximizeButtonWindowNotFocusedStat"

http://kickjava.com/src/com/sun/java/swing/plaf/nimbus/InternalFrameInternalFrameTitlePaneInternalFrameTitlePaneMaximizeButtonWindowNotFocusedState.java.htm

12-Nov-2012 7:06 am

12-Nov-2012 6:20 pm


বাংলাদেশি বিজ্ঞানির perpetual motion machine আবিষ্কার।

12-Nov-2012 6:20 pm

14-Nov-2012 6:06 pm


সন্তানদের জন্য উপদেশ:-

- ক্ষমাতায় যাবার জন্য রাজনীতির একটি উদাহরন হলো চুরি করার মত। আল্লাহর নাম নিয়ে চুরি করা আর, আল্লাহর নাম না নিয়ে চুরি করার মাঝে যতটুকু পার্থক্য, ইসলামি রাজনীতি আর নন-ইসলামি রাজনীতিতে ততটুকু পার্থক্য।

- কিন্তু ইসলামি দলগুলোকে অন্য দলগুলো থেকে বেশি ঘৃনা করবে না এই মনে করে যে "তারা ধর্মের নামে রাজনীতি করছে"।

- আবার তাদেরকে অন্যদের থেকে বেশি ভালবাসবেও না এই ভেবে যে "তারা তো দ্বীনের জন্য মেহনত করছে"।

14-Nov-2012 6:06 pm

14-Nov-2012 6:15 pm


সন্তানদের জন্য উপদেশ:-

- ক্ষমাতায় যাবার জন্য রাজনীতির একটি উদাহরন হলো চুরি করার মত। আল্লাহর নাম নিয়ে চুরি করা আর, আল্লাহর নাম না নিয়ে চুরি করার মাঝে যতটুকু পার্থক্য, ইসলামি রাজনীতি আর নন-ইসলামি রাজনীতিতে ততটুকু পার্থক্য।

- কিন্তু ইসলামি দলগুলোকে অন্য দলগুলো থেকে বেশি ঘৃনা করবে না এই মনে করে যে "তারা ধর্মের নামে রাজনীতি করে"।

- আবার ইসলামি দলগুলোকে অন্য দল থেকে থেকে বেশি ভালবাসবে না এই ভেবে যে "তারা দ্বীনের জন্য মেহনত করে"।

14-Nov-2012 6:15 pm

14-Nov-2012 8:23 pm


"UserManager.isUserAGoat()

Used to determine whether the user making this call is subject to teleportations.

Returns whether the user making this call is a goat"

Found in Android API Documentation:

http://developer.android.com/reference/android/os/UserManager.html#isUserAGoat()

14-Nov-2012 8:23 pm

14-Nov-2012 10:22 pm


"InternalFrame InternalFrame
Title Pane,
Internal Frame
Title Pane.

Maximize Button Window,
Not Focused State."

- That was not a poem, rather name of single Java class!!:-)

"InternalFrameInternalFrameTitlePaneInternalFrameTitlePaneMaximizeButtonWindowNotFocusedStat"

http://kickjava.com/src/com/sun/java/swing/plaf/nimbus/InternalFrameInternalFrameTitlePaneInternalFrameTitlePaneMaximizeButtonWindowNotFocusedState.java.htm

14-Nov-2012 10:22 pm

18-Nov-2012 5:50 pm


"But I guess when one's young, it seems very easy to distinguish between right and wrong. But as one gets older, it becomes more difficult. The villains and the heroes get all mixed up."

18-Nov-2012 5:50 pm

23-Nov-2012 12:37 am


"I see", said the blind man to his deaf wife.

23-Nov-2012 12:37 am

25-Nov-2012 10:07 am


আশুলিয়ায় গার্মেন্টসে আগুনের পর ১২৪ পোশাককর্মীর লাশ উদ্ধার।
চট্টগ্রামে ফ্লাইওভারের গার্ডার নিহতের সংখ্যা বেড়ে ১৩।

মৃত্যুর খবর দেশের জন্য কোন নতুন কিছু না। তার পরও দুই দুইটা নিউজ একই সাথে। আজ আবার আশুরা।

25-Nov-2012 10:07 am

25-Nov-2012 10:34 am


আশুরার দিন যে তার পরিবারকে ভাল খাবার খাওয়াবে, আল্লাহ তায়ালা সারা বছর তার পরিবারকে ভাল খাবার খাওয়াবেন।

25-Nov-2012 10:34 am

25-Nov-2012 6:05 pm


Thanks giving day: রাস্তায় সবাই থেনক ইউ, থেনকিউ করে।
Black friday: ব্লেক মার্কেটের মাল সস্তায় বিক্রি করে।

25-Nov-2012 6:05 pm

26-Nov-2012 9:17 am


সালাফি আন্দোলনকারীদের আন্দোলনের মূল পয়েন্ট এক সময় তিনটে ছিলো:

১। তকলিদ [আলেমের অন্ধ অনুসরন] করা যাবে না।
২। বিদায়াৎ, কবর পুজা ও তাসাউফের বিরোধিতা।
৩। আল্লাহ তায়ালা উনার আরশের বাহিরে কোথাও নেই, এর প্রচার।

এখন আমি দেখছি, এক নম্বর পয়েন্ট নিয়ে তারা নিজেরাই কনফিউজড। তাদের এক দল এখন বলে তকলিদ করা যাবে, আবার এক দল বলে করা যাবে না।

দুই নম্বর পয়েন্টে তাদের সাথে হানাফিদের তেমন কোন বিরোধ নেই, তাসাউফের বিষটি ছাড়া।

তাই আমার মনে হচ্ছে সালাফিদের আন্দোলন বর্তমানে তিন নম্বর পয়েন্ট ঘিরে বেশি ঘুরছে। অর্থাৎ আল্লাহ তায়ালা ফিজিকেলি কোথায় আছেন আর কোথায় নেই সেই আলোচনা।

দশ/পনের বছর আগে সালাফিদের কথায় অনেক শিক্ষনীয় বিষয় পেতাম। কিন্তু এখন মনে হচ্ছ তারাও মূলের দিকে ফিরে আসছে। অর্থাৎ মাজহাবের দিকে ফিরে আসছে।

বর্তমানে কারো কাছে হানাফি মাজহাবের মাসলাগুলো যদি অগ্রহনযোগ্য মনে হয়, তবে আমি তাকে হাম্বলি মাজহাব অনুসরনের পরমর্শ দিব। আমলের দিক থেকে সালাফি আর হাম্বলি মাজহাবে কোন পার্থক্য আমি পাইনি। আকিদা [বিশ্বাস] এর দিক থেকে কিছু পার্থক্য আছে, যেমন সালাফিরা বলে তকলিদ [মাজহাবের অনুসরন] করা যাবে না, কিন্তু হাম্বলিরা বলে করা যাবে। যদিও সালাফিদের সবাই আর এখন তকলিদ বিরোধি না।

আমার ধারনা বেশি পরিবর্তন এসছে ইবনে বাজ [রাহিমাহুল্লাহ] এর মৃত্যুর পর। এর আগ পর্যন্ত islamqa.com সাইটে মাজহাবের আলেমদের কোন কথা উল্লেখ করা হতো না। ২০০০ সালের পর থেকে সব মাজহাবের ইমামের মত উল্লেখ করা হয়।

#HabibDiff

26-Nov-2012 9:17 am

26-Nov-2012 10:35 am


আল্লাহ তায়ালা নিরাকার ও সর্বত্র এটা হল হানাফি ও মাতুরিদি মতবাদ। যেটা ভারত উপমহাদেশ ও তুরষ্কে অনুসরন করা হয়।

আল্লাহ তায়ালা সাকার ও শুধু মাত্র আরশের আছেন, এটা হল হাম্বলি, আথরি ও সালাফি মতবাদ যেটা মধ্যপ্রাচ্যে অনুসরন করা হয়।

কোনটা ঠিক, এর জবাবে আপনি যদি আপনি একটা বলেন তবে অন্য পক্ষের মতে আপনি কাফের। আপনি যদি বলেন "জানি না" তবে দুই পক্ষের মতেই আপনি কাফের।

26-Nov-2012 10:35 am

26-Nov-2012 8:59 pm


ঠেলাগাড়ি প্রবেশ নিষেধ! কিন্তু গেট টা কোথায়?

26-Nov-2012 8:59 pm

27-Nov-2012 7:39 am


CCTV footage of a female garments worker intentionally setting fire inside another garments factory. Don't know how I should take it.

https://www.youtube.com/watch?v=U3p-ugd_nIc

27-Nov-2012 7:39 am

27-Nov-2012 9:18 am


Today I learned: বেগুন গাছ ও তামাক গাছের জাত প্রায় এক। সিগারেটের মূল উপাদান নিকোটিন, এবং বেগুনেও নিকোটিন আছে। বস্তুত বেগুনের একটু তেতো স্বাধটা আসে তার নিকোটিন থেকে। ৯ কেজি বেগুনে একটা সিগারেটের সমান নিকোটিন আছে। এটা পৃথিবীতে যত রকম শব্জি মানুষ খায়, তার মাঝে সর্বোচ্চ।

তবে এর পরও এ পরিমান একজন ধুমপায়ির কাছে বসে থাকার তুলায় কিছুই না।

27-Nov-2012 9:18 am

28-Nov-2012 7:04 am


The XY Problem: you want to do X, and you think Y is the best way of doing so. Therefore instead of asking about X, you ask about Y.

28-Nov-2012 7:04 am

28-Nov-2012 6:37 pm


চারটা প্রশ্ন দিয়ে ছোট পরিক্ষা। সঠিক জবাব দিতে পারলে বোঝা যাবে তুমি চাকরি করার মত বড় হয়েছ। সহজ প্রশ্ন।

- একটা গরুকে ফ্রিজে রাখবে কিভাবে?

সঠিক উত্তর: ফ্রিজের দরজা খুলো। গরুটা ফ্রিজে ঢুকাও। দরজা বন্ধ কর।

সহজ কাজকে খুব জটিল করে চিন্তে কর কিনা সেটার টেস্ট ছিল।

পরের প্রশ্ন

  • একটা হাতিকে কি ভাবে ফ্রিজে রাখবে?

    কি বললে? ফ্রিজের দরজা খুলো। হাতিটা ফ্রিজে ঢুকাও। দরজা বন্ধ কর?

    ভুল।

    সঠিক উত্তর: ফ্রিজের দরজা খুলো, গরুটা বাহির কর, হাতিটা ফ্রিজে ঢুকাও, এবার দরজা বন্ধ কর।

    আগের কাজের পরিনতির কথা চিন্তে কর কিনা সেটার পরিক্ষা ছিল।

    - সিংহ রাজা সব পশুদের দাওয়াত দিল। সবই গেল। শুধু একটি পশু যায় নি। বলতো কে যায় নি?

    সঠিক উত্তর: হাতি। হাতিতো এখন ফ্রিজে। একটু আগে ওকে ওখানে রাখলে না?

    তোমার স্মরন শক্তির পরিক্ষা ছিল এটা।

    আগের সবগুলো প্রশ্ন যদি না পারে থাক তবে এখনো শেষ সুযোগ আছে। শেষ প্রশ্নের জবাব দিয়ে তোমার যোগ্যতা দেখাও।

    - তোমাকে একটা নদী পার হতে হবে যেটা কুমিরে ভরে থাকে। আবার তোমার কাছে কোন নৌকা নেই। পার হবে কিভাবে?

    সঠিক উত্তর: নদীতে ঝাপ দাও, সাতরে পার হয়ে যাও।

    এতক্ষন কি শুনছিলে? কুমিরগুলোতো সব সিংহ রাজের দাওয়াতে।

    আগের ভুল থেকে তুমি শিক্ষা গ্রহন কর কিনা সেটার পরিক্ষা হল।

    28-Nov-2012 6:37 pm

  • 28-Nov-2012 9:55 pm


    ভাঙ্গা একটা নেট বুক পড়ে ছিল বাসায়। CentOS 6 ইস্টল করে বাসার টেলিফোন লাইনের সাথে লাগিয়ে দিয়েছি। এর পর আগে কিনে রাখে একটা ডোমেইনে এন্ট্রি দেবার পর দেখি ওই লেপটপটা ইন্টারনেট থেকে এক্সেস করা যাচ্ছে। মানে আমার নিজের ওয়েব সারভার এখন আমার নিজের বাসা থেকে চলছে :-) হোস্টিং ফি জিরো।

    বেন্ডউডথ 500 kbps কারন এটাই BTTB র মেক্সিমাম।

    http://www.habibur.com/

    28-Nov-2012 9:55 pm

    29-Nov-2012 6:30 pm


    অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে, ফরয নামাযের পর সম্মিলিতভাবে দুয়া করলে দোষের কি আছে, এটা কি ভাল নয়! ফরয বা অন্য নামাযের পর দুয়া কবুল হওয়ার বিষয়ে হাদিস আছে, হাত তুলে দুয়া করার বিষয়ে হাদিস আছে। কিন্তু রাসুল (সাঃ) প্রত্যেক ফরয নামায শেষে সাহাবীদের নিয়ে সম্মিলিতভাবে দুয়া করেছেন বলে কোন হাদিসের বর্ণনা পাওয়া যায় না। আর ফরয নামায শেষে সম্মিলিতভাবে মুনাজাতের এই বিদ'আতটি সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান ও বাংলাদেশে।

    29-Nov-2012 6:30 pm

    29-Nov-2012 7:20 pm


    নামাজের সময়সুচিটা আবার অনলাইনে। এটা যারা ব্যবহার করতো, মাঝের ডাউন টাইমের জন্য তাদের কাছে সরি:-)

    - এখানে সেকেন্ড সহ হিসেব আছে।

  • সাবধানতার জন্য কোন মিনিট যোগ করা হয় নাই। তাই নিজেকে করে নিতে হবে।
  • হিসেব বেশ একুরেট।
  • ৬৪ টি জেলার জন্য আলাদা আলাদা হিসাব আছে।
  • ঢাকার সাথে প্রতিটি জেলার সময়ের পার্থক্য বছরের প্রতিটি মাসের জন্য আলাদা করে দেখানো আছে।

    http://habibur.com/salat/

    http://habibur.com/salat/

      Comments:
    • আজানের এপ্লিকেশনে ঢাকা সেট করে দিলেই ঢাকার সময় দেখাবে এবং সে অনুযায়ি আজান দেবে। মানে সবগুলো এপ্লিকেশেনই সাধারনত বিশ্বের সব শহরের সাপোর্ট থাকে। একটু অপশনগুলো ঘেটে দেখুন "ঢাকা" আছে কিনা, Sharif Abu Hayat Opu

      না থাকলে নেট থেকে অন্য কোন একটা সফ্টওয়ার ডাউন লোড করে নিতে হবে।

    • অপু ভাই, iPhone এর জন্য একটা লিখেছি যেটা আমি ব্যবাহার করছি, নিচে স্ক্রিন শটটা আছে।

      http://habibur.com/salat-iphone5.jpg
      http://habibur.com/salat-iphone5.jpg

    • আসরের টাইম মাজহাবের উপর নির্ভর করে। হানাফি মাজহাবে আসর-২ [ছায়া বস্তুর দৈর্ঘের দ্বিগুন হলে]। বাকি সমস্ত মাজহাবে আসর-১।

      কিন্তু ফজর মাজহাবের উপর নয়, বরং নির্ভর করে একেক দেশের উপর। এটা সর্বচ্চ ১৯.৫ থেকে ১৫ পর্যন্ত ব্যবহার করা হয়। বাংলাদেশে সহ অধিকাংশ দেশে ১৮ ব্যবহার করা হয়। আমেরিকার কিছু মসজিদে ১৫ ব্যবহার করা হয়। সহজ ভাবে বললাম। ১৮ কি তা আর ব্যখ্যা করলাম না। :-)

    • Shafquat Alam, iPhone/iPad এরটা ফিনিসিং দেই নি এখনো। শেষ করলে তোমাকে একটা লিংক দিয়ে দিব ইনশাল্লাহ।
    • PC র অনেক সফ্টওয়ার আছে। যে কোন একটা ইন্টল করে নিলে হবে। তবে বর্তমানে মোবাইল ফোনের গুলো আরো স্মার্ট। ফোনের GPS দিয়ে লোকেশন বাহির করে, ওই লোকেশনের জন্য নিজে নিজেই সালাত টাইম শো করে।

      Android, iOS দুটোর জন্যই একাধিক app পাবেন।

    29-Nov-2012 7:20 pm