Post# 1352134650

5-Nov-2012 10:57 pm


স্কুলে সন্ধি, সমাস, কেলকুলাস, ব্যাকরন, রচনা মুখস্ত এসব শিখেছি। এগুলো শিখে আমি ভবিষ্যতে কি করতে পারব?

শুধু একটা জিনিষই ভাল মত করতে পারব, অন্যকে আবার এগুলো শিখিয়ে কিছু কামাই করতে পারব।

অন্যরা এগুলো শিখে কি করবে?

কেন? তারা আবার অন্যদের শিখাবে! তারাও কিছু পয়সা পাবে।

এর বাইরে এ সব শিক্ষা কি কোন কাজে লাগে?

না। আমাদের কারো কোন কাজে লাগে না।

দেশের শিক্ষার পাঠসূচি এমন ভাবে তৈরি করা হয়েছে যে ভবিষতে শিক্ষক হবার ইচ্ছে যদি কারো না থাকে তবে সে স্কুল-কলেজে-ভার্সিটিতে যা শিখবে সেগুলো কোনটাই তার চাকরি, ব্যবসা, দৈনিক জীবন, রাজনিতী, খেলাধুলা, সংসার, লেন দেন, বিয়ে, বার্ধক্য, মৃত্যু কোন জায়গাতেই কোন কাজে আসবে না।

১৮ বছরেও স্কুল কলেজে যা শিখানো হয় না ---

দেশের আইন কানুন শিখানো হয় না। যেন অলৌকিক ভাবে মানুষকে তা জানতে হবে, আর আইন না জানলে না জানার অপরাধে শাস্তি পেতে হবে।

নেগোশিয়েশন বা দরা-দরি কিভাবে করতে হয় তা শিখানো হয় না। রাস্তার ছেলে পেলেরা কনভিনসিংলি দরা দরি করে, আর হাইলি এডুকেটেড ছেলেপেলেরা মার্কেটে গিয়ে কথা বলতে পারে না।

সত্যবাদিতা, চরিত্র, ভদ্রতা কোথায় কতটুকু কখন করতে হবে এসব শিখানো হয় না। এগুলো যেন তাদের জন্ম থেকে জানা আছে।

শারিরিক পরিশ্রম করা শিখায় না। এ যুগের বাচ্চারা সব ফারমের মুরগি মত বড় হচ্ছ।

বেংকিং শিখানো হয় না। রান্না শিখানো হয় না। ঢাকার মেপ শেখানো হয় না। ছেলেপেলে শহরটা চিনবে কিভাবে? আমার কাছ থেকে? তাহলে স্কুলের কাজটা কি?

ডিভেন্স শিখানো হয় না, লিডারশিপ শিখানো হয় না, পলিটিক্স শিখানো হয় না, লজিক, আরগুমেন্ট কিছুই শিখানো হয় না। সোশিয়েলাইজেশনটাও পর্যন্ত শিখানো হয় না।

তবে এ পাঠসূচি উদ্দ্যেশ্যটা কি? এ পাঠ্যসুচি তৈরির মূল উদ্দ্যেশ্য একসময় ছিলো আরো হাজার জন শিক্ষক তৈরি করা। যারা শিক্ষক হয়ে আরো হাজার জন শিক্ষক তৈরি করবে। তারা আরো হাজার, এভাবে চলবে।

বস্তুত দেশের স্কুল কলেজের লিখা পড়াটা Destiny র মত একটা বিশাল মাল্টিলেভেল মার্কেটিং স্কিমের মত। এটা স্পষ্টতই একটা MLM, পিরামিড বা পোনজি স্কিম।

by the way, Pyramid scheme কি, আর কেন এটা খারাপ সেটা কি স্কুলে শিখানো সময় হয়?

// kids, here I said.

5-Nov-2012 10:57 pm

Published
5-Nov-2012