চারটা প্রশ্ন দিয়ে ছোট পরিক্ষা। সঠিক জবাব দিতে পারলে বোঝা যাবে তুমি চাকরি করার মত বড় হয়েছ। সহজ প্রশ্ন।
- একটা গরুকে ফ্রিজে রাখবে কিভাবে?
সঠিক উত্তর: ফ্রিজের দরজা খুলো। গরুটা ফ্রিজে ঢুকাও। দরজা বন্ধ কর।
সহজ কাজকে খুব জটিল করে চিন্তে কর কিনা সেটার টেস্ট ছিল।
পরের প্রশ্ন
কি বললে? ফ্রিজের দরজা খুলো। হাতিটা ফ্রিজে ঢুকাও। দরজা বন্ধ কর?
ভুল।
সঠিক উত্তর: ফ্রিজের দরজা খুলো, গরুটা বাহির কর, হাতিটা ফ্রিজে ঢুকাও, এবার দরজা বন্ধ কর।
আগের কাজের পরিনতির কথা চিন্তে কর কিনা সেটার পরিক্ষা ছিল।
- সিংহ রাজা সব পশুদের দাওয়াত দিল। সবই গেল। শুধু একটি পশু যায় নি। বলতো কে যায় নি?
সঠিক উত্তর: হাতি। হাতিতো এখন ফ্রিজে। একটু আগে ওকে ওখানে রাখলে না?
তোমার স্মরন শক্তির পরিক্ষা ছিল এটা।
আগের সবগুলো প্রশ্ন যদি না পারে থাক তবে এখনো শেষ সুযোগ আছে। শেষ প্রশ্নের জবাব দিয়ে তোমার যোগ্যতা দেখাও।
- তোমাকে একটা নদী পার হতে হবে যেটা কুমিরে ভরে থাকে। আবার তোমার কাছে কোন নৌকা নেই। পার হবে কিভাবে?
সঠিক উত্তর: নদীতে ঝাপ দাও, সাতরে পার হয়ে যাও।
এতক্ষন কি শুনছিলে? কুমিরগুলোতো সব সিংহ রাজের দাওয়াতে।
আগের ভুল থেকে তুমি শিক্ষা গ্রহন কর কিনা সেটার পরিক্ষা হল।