আল্লাহ তায়ালা নিরাকার ও সর্বত্র এটা হল হানাফি ও মাতুরিদি মতবাদ। যেটা ভারত উপমহাদেশ ও তুরষ্কে অনুসরন করা হয়।
আল্লাহ তায়ালা সাকার ও শুধু মাত্র আরশের আছেন, এটা হল হাম্বলি, আথরি ও সালাফি মতবাদ যেটা মধ্যপ্রাচ্যে অনুসরন করা হয়।
কোনটা ঠিক, এর জবাবে আপনি যদি আপনি একটা বলেন তবে অন্য পক্ষের মতে আপনি কাফের। আপনি যদি বলেন "জানি না" তবে দুই পক্ষের মতেই আপনি কাফের।