ভাঙ্গা একটা নেট বুক পড়ে ছিল বাসায়। CentOS 6 ইস্টল করে বাসার টেলিফোন লাইনের সাথে লাগিয়ে দিয়েছি। এর পর আগে কিনে রাখে একটা ডোমেইনে এন্ট্রি দেবার পর দেখি ওই লেপটপটা ইন্টারনেট থেকে এক্সেস করা যাচ্ছে। মানে আমার নিজের ওয়েব সারভার এখন আমার নিজের বাসা থেকে চলছে :-) হোস্টিং ফি জিরো।
বেন্ডউডথ 500 kbps কারন এটাই BTTB র মেক্সিমাম।
http://www.habibur.com/