নামাজের সময়সুচিটা আবার অনলাইনে। এটা যারা ব্যবহার করতো, মাঝের ডাউন টাইমের জন্য তাদের কাছে সরি:-)
- এখানে সেকেন্ড সহ হিসেব আছে।
http://habibur.com/salat/
- Comments:
- আজানের এপ্লিকেশনে ঢাকা সেট করে দিলেই ঢাকার সময় দেখাবে এবং সে অনুযায়ি আজান দেবে। মানে সবগুলো এপ্লিকেশেনই সাধারনত বিশ্বের সব শহরের সাপোর্ট থাকে। একটু অপশনগুলো ঘেটে দেখুন "ঢাকা" আছে কিনা, Sharif Abu Hayat Opu
না থাকলে নেট থেকে অন্য কোন একটা সফ্টওয়ার ডাউন লোড করে নিতে হবে।
- অপু ভাই, iPhone এর জন্য একটা লিখেছি যেটা আমি ব্যবাহার করছি, নিচে স্ক্রিন শটটা আছে।
http://habibur.com/salat-iphone5.jpg
http://habibur.com/salat-iphone5.jpg - আসরের টাইম মাজহাবের উপর নির্ভর করে। হানাফি মাজহাবে আসর-২ [ছায়া বস্তুর দৈর্ঘের দ্বিগুন হলে]। বাকি সমস্ত মাজহাবে আসর-১।
কিন্তু ফজর মাজহাবের উপর নয়, বরং নির্ভর করে একেক দেশের উপর। এটা সর্বচ্চ ১৯.৫ থেকে ১৫ পর্যন্ত ব্যবহার করা হয়। বাংলাদেশে সহ অধিকাংশ দেশে ১৮ ব্যবহার করা হয়। আমেরিকার কিছু মসজিদে ১৫ ব্যবহার করা হয়। সহজ ভাবে বললাম। ১৮ কি তা আর ব্যখ্যা করলাম না। :-)
- Shafquat Alam, iPhone/iPad এরটা ফিনিসিং দেই নি এখনো। শেষ করলে তোমাকে একটা লিংক দিয়ে দিব ইনশাল্লাহ।
- PC র অনেক সফ্টওয়ার আছে। যে কোন একটা ইন্টল করে নিলে হবে। তবে বর্তমানে মোবাইল ফোনের গুলো আরো স্মার্ট। ফোনের GPS দিয়ে লোকেশন বাহির করে, ওই লোকেশনের জন্য নিজে নিজেই সালাত টাইম শো করে।
Android, iOS দুটোর জন্যই একাধিক app পাবেন।