Post# 1354192242

29-Nov-2012 6:30 pm


অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে, ফরয নামাযের পর সম্মিলিতভাবে দুয়া করলে দোষের কি আছে, এটা কি ভাল নয়! ফরয বা অন্য নামাযের পর দুয়া কবুল হওয়ার বিষয়ে হাদিস আছে, হাত তুলে দুয়া করার বিষয়ে হাদিস আছে। কিন্তু রাসুল (সাঃ) প্রত্যেক ফরয নামায শেষে সাহাবীদের নিয়ে সম্মিলিতভাবে দুয়া করেছেন বলে কোন হাদিসের বর্ণনা পাওয়া যায় না। আর ফরয নামায শেষে সম্মিলিতভাবে মুনাজাতের এই বিদ'আতটি সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান ও বাংলাদেশে।

29-Nov-2012 6:30 pm

Published
29-Nov-2012