মাগো,
হাতুড় দিয়া পাথর কুচি
যেমন কইরা করে হায়
তেমন দুঃখের হাতুড় মাগো
মারিছে মানুষ কলিজায়।"
// Status দেখে মনে হচ্ছে ঈদের পরে অনেকে depression এ ভুগছে, তাই লাইনগুলো মনে পড়লো। এই লিখকের থেকে আমাদের কারো কষ্ট বেশি না সেটা ভেবে প্রবোধ নিতে হবে।:-)
এটা http লিংকগুলোকে কে https এ কনভার্ট করে ফেলে।
https://chrome.google.com/webstore/detail/https-everywhere/gcbommkclmclpchllfjekcdonpmejbdp?hl=en-US
https://chrome.google.com/webstore/detail/https-everywhere/gcbommkclmclpchllfjekcdonpmejbdp?hl=en-US
চিন্তে করে দেখতে পেলাম আমি দুটোই। :-)
শুধু একটা জিনিষই ভাল মত করতে পারব, অন্যকে আবার এগুলো শিখিয়ে কিছু কামাই করতে পারব।
অন্যরা এগুলো শিখে কি করবে?
কেন? তারা আবার অন্যদের শিখাবে! তারাও কিছু পয়সা পাবে।
এর বাইরে এ সব শিক্ষা কি কোন কাজে লাগে?
না। আমাদের কারো কোন কাজে লাগে না।
দেশের শিক্ষার পাঠসূচি এমন ভাবে তৈরি করা হয়েছে যে ভবিষতে শিক্ষক হবার ইচ্ছে যদি কারো না থাকে তবে সে স্কুল-কলেজে-ভার্সিটিতে যা শিখবে সেগুলো কোনটাই তার চাকরি, ব্যবসা, দৈনিক জীবন, রাজনিতী, খেলাধুলা, সংসার, লেন দেন, বিয়ে, বার্ধক্য, মৃত্যু কোন জায়গাতেই কোন কাজে আসবে না।
১৮ বছরেও স্কুল কলেজে যা শিখানো হয় না ---
দেশের আইন কানুন শিখানো হয় না। যেন অলৌকিক ভাবে মানুষকে তা জানতে হবে, আর আইন না জানলে না জানার অপরাধে শাস্তি পেতে হবে।
নেগোশিয়েশন বা দরা-দরি কিভাবে করতে হয় তা শিখানো হয় না। রাস্তার ছেলে পেলেরা কনভিনসিংলি দরা দরি করে, আর হাইলি এডুকেটেড ছেলেপেলেরা মার্কেটে গিয়ে কথা বলতে পারে না।
সত্যবাদিতা, চরিত্র, ভদ্রতা কোথায় কতটুকু কখন করতে হবে এসব শিখানো হয় না। এগুলো যেন তাদের জন্ম থেকে জানা আছে।
শারিরিক পরিশ্রম করা শিখায় না। এ যুগের বাচ্চারা সব ফারমের মুরগি মত বড় হচ্ছ।
বেংকিং শিখানো হয় না। রান্না শিখানো হয় না। ঢাকার মেপ শেখানো হয় না। ছেলেপেলে শহরটা চিনবে কিভাবে? আমার কাছ থেকে? তাহলে স্কুলের কাজটা কি?
ডিভেন্স শিখানো হয় না, লিডারশিপ শিখানো হয় না, পলিটিক্স শিখানো হয় না, লজিক, আরগুমেন্ট কিছুই শিখানো হয় না। সোশিয়েলাইজেশনটাও পর্যন্ত শিখানো হয় না।
তবে এ পাঠসূচি উদ্দ্যেশ্যটা কি? এ পাঠ্যসুচি তৈরির মূল উদ্দ্যেশ্য একসময় ছিলো আরো হাজার জন শিক্ষক তৈরি করা। যারা শিক্ষক হয়ে আরো হাজার জন শিক্ষক তৈরি করবে। তারা আরো হাজার, এভাবে চলবে।
বস্তুত দেশের স্কুল কলেজের লিখা পড়াটা Destiny র মত একটা বিশাল মাল্টিলেভেল মার্কেটিং স্কিমের মত। এটা স্পষ্টতই একটা MLM, পিরামিড বা পোনজি স্কিম।
by the way, Pyramid scheme কি, আর কেন এটা খারাপ সেটা কি স্কুলে শিখানো সময় হয়?
// kids, here I said.
Maximize Button Window,
Not Focused State."
- A love poem written by a Java programmer for a class named "InternalFrameInternalFrameTitlePaneInternalFrameTitlePaneMaximizeButtonWindowNotFocusedStat"
http://kickjava.com/src/com/sun/java/swing/plaf/nimbus/InternalFrameInternalFrameTitlePaneInternalFrameTitlePaneMaximizeButtonWindowNotFocusedState.java.htm
- ক্ষমাতায় যাবার জন্য রাজনীতির একটি উদাহরন হলো চুরি করার মত। আল্লাহর নাম নিয়ে চুরি করা আর, আল্লাহর নাম না নিয়ে চুরি করার মাঝে যতটুকু পার্থক্য, ইসলামি রাজনীতি আর নন-ইসলামি রাজনীতিতে ততটুকু পার্থক্য।
- কিন্তু ইসলামি দলগুলোকে অন্য দলগুলো থেকে বেশি ঘৃনা করবে না এই মনে করে যে "তারা ধর্মের নামে রাজনীতি করছে"।
- আবার তাদেরকে অন্যদের থেকে বেশি ভালবাসবেও না এই ভেবে যে "তারা তো দ্বীনের জন্য মেহনত করছে"।
- ক্ষমাতায় যাবার জন্য রাজনীতির একটি উদাহরন হলো চুরি করার মত। আল্লাহর নাম নিয়ে চুরি করা আর, আল্লাহর নাম না নিয়ে চুরি করার মাঝে যতটুকু পার্থক্য, ইসলামি রাজনীতি আর নন-ইসলামি রাজনীতিতে ততটুকু পার্থক্য।
- কিন্তু ইসলামি দলগুলোকে অন্য দলগুলো থেকে বেশি ঘৃনা করবে না এই মনে করে যে "তারা ধর্মের নামে রাজনীতি করে"।
- আবার ইসলামি দলগুলোকে অন্য দল থেকে থেকে বেশি ভালবাসবে না এই ভেবে যে "তারা দ্বীনের জন্য মেহনত করে"।
Used to determine whether the user making this call is subject to teleportations.
Returns whether the user making this call is a goat"
Found in Android API Documentation:
http://developer.android.com/reference/android/os/UserManager.html#isUserAGoat()
Maximize Button Window,
Not Focused State."
- That was not a poem, rather name of single Java class!!:-)
"InternalFrameInternalFrameTitlePaneInternalFrameTitlePaneMaximizeButtonWindowNotFocusedStat"
মৃত্যুর খবর দেশের জন্য কোন নতুন কিছু না। তার পরও দুই দুইটা নিউজ একই সাথে। আজ আবার আশুরা।
১। তকলিদ [আলেমের অন্ধ অনুসরন] করা যাবে না।
২। বিদায়াৎ, কবর পুজা ও তাসাউফের বিরোধিতা।
৩। আল্লাহ তায়ালা উনার আরশের বাহিরে কোথাও নেই, এর প্রচার।
এখন আমি দেখছি, এক নম্বর পয়েন্ট নিয়ে তারা নিজেরাই কনফিউজড। তাদের এক দল এখন বলে তকলিদ করা যাবে, আবার এক দল বলে করা যাবে না।
দুই নম্বর পয়েন্টে তাদের সাথে হানাফিদের তেমন কোন বিরোধ নেই, তাসাউফের বিষটি ছাড়া।
তাই আমার মনে হচ্ছে সালাফিদের আন্দোলন বর্তমানে তিন নম্বর পয়েন্ট ঘিরে বেশি ঘুরছে। অর্থাৎ আল্লাহ তায়ালা ফিজিকেলি কোথায় আছেন আর কোথায় নেই সেই আলোচনা।
দশ/পনের বছর আগে সালাফিদের কথায় অনেক শিক্ষনীয় বিষয় পেতাম। কিন্তু এখন মনে হচ্ছ তারাও মূলের দিকে ফিরে আসছে। অর্থাৎ মাজহাবের দিকে ফিরে আসছে।
বর্তমানে কারো কাছে হানাফি মাজহাবের মাসলাগুলো যদি অগ্রহনযোগ্য মনে হয়, তবে আমি তাকে হাম্বলি মাজহাব অনুসরনের পরমর্শ দিব। আমলের দিক থেকে সালাফি আর হাম্বলি মাজহাবে কোন পার্থক্য আমি পাইনি। আকিদা [বিশ্বাস] এর দিক থেকে কিছু পার্থক্য আছে, যেমন সালাফিরা বলে তকলিদ [মাজহাবের অনুসরন] করা যাবে না, কিন্তু হাম্বলিরা বলে করা যাবে। যদিও সালাফিদের সবাই আর এখন তকলিদ বিরোধি না।
আমার ধারনা বেশি পরিবর্তন এসছে ইবনে বাজ [রাহিমাহুল্লাহ] এর মৃত্যুর পর। এর আগ পর্যন্ত islamqa.com সাইটে মাজহাবের আলেমদের কোন কথা উল্লেখ করা হতো না। ২০০০ সালের পর থেকে সব মাজহাবের ইমামের মত উল্লেখ করা হয়।
#HabibDiff
আল্লাহ তায়ালা সাকার ও শুধু মাত্র আরশের আছেন, এটা হল হাম্বলি, আথরি ও সালাফি মতবাদ যেটা মধ্যপ্রাচ্যে অনুসরন করা হয়।
কোনটা ঠিক, এর জবাবে আপনি যদি আপনি একটা বলেন তবে অন্য পক্ষের মতে আপনি কাফের। আপনি যদি বলেন "জানি না" তবে দুই পক্ষের মতেই আপনি কাফের।
https://www.youtube.com/watch?v=U3p-ugd_nIc
তবে এর পরও এ পরিমান একজন ধুমপায়ির কাছে বসে থাকার তুলায় কিছুই না।
- একটা গরুকে ফ্রিজে রাখবে কিভাবে?
সঠিক উত্তর: ফ্রিজের দরজা খুলো। গরুটা ফ্রিজে ঢুকাও। দরজা বন্ধ কর।
সহজ কাজকে খুব জটিল করে চিন্তে কর কিনা সেটার টেস্ট ছিল।
পরের প্রশ্ন
কি বললে? ফ্রিজের দরজা খুলো। হাতিটা ফ্রিজে ঢুকাও। দরজা বন্ধ কর?
ভুল।
সঠিক উত্তর: ফ্রিজের দরজা খুলো, গরুটা বাহির কর, হাতিটা ফ্রিজে ঢুকাও, এবার দরজা বন্ধ কর।
আগের কাজের পরিনতির কথা চিন্তে কর কিনা সেটার পরিক্ষা ছিল।
- সিংহ রাজা সব পশুদের দাওয়াত দিল। সবই গেল। শুধু একটি পশু যায় নি। বলতো কে যায় নি?
সঠিক উত্তর: হাতি। হাতিতো এখন ফ্রিজে। একটু আগে ওকে ওখানে রাখলে না?
তোমার স্মরন শক্তির পরিক্ষা ছিল এটা।
আগের সবগুলো প্রশ্ন যদি না পারে থাক তবে এখনো শেষ সুযোগ আছে। শেষ প্রশ্নের জবাব দিয়ে তোমার যোগ্যতা দেখাও।
- তোমাকে একটা নদী পার হতে হবে যেটা কুমিরে ভরে থাকে। আবার তোমার কাছে কোন নৌকা নেই। পার হবে কিভাবে?
সঠিক উত্তর: নদীতে ঝাপ দাও, সাতরে পার হয়ে যাও।
এতক্ষন কি শুনছিলে? কুমিরগুলোতো সব সিংহ রাজের দাওয়াতে।
আগের ভুল থেকে তুমি শিক্ষা গ্রহন কর কিনা সেটার পরিক্ষা হল।
বেন্ডউডথ 500 kbps কারন এটাই BTTB র মেক্সিমাম।
http://www.habibur.com/
- এখানে সেকেন্ড সহ হিসেব আছে।
http://habibur.com/salat/
না থাকলে নেট থেকে অন্য কোন একটা সফ্টওয়ার ডাউন লোড করে নিতে হবে।
http://habibur.com/salat-iphone5.jpg
http://habibur.com/salat-iphone5.jpg
কিন্তু ফজর মাজহাবের উপর নয়, বরং নির্ভর করে একেক দেশের উপর। এটা সর্বচ্চ ১৯.৫ থেকে ১৫ পর্যন্ত ব্যবহার করা হয়। বাংলাদেশে সহ অধিকাংশ দেশে ১৮ ব্যবহার করা হয়। আমেরিকার কিছু মসজিদে ১৫ ব্যবহার করা হয়। সহজ ভাবে বললাম। ১৮ কি তা আর ব্যখ্যা করলাম না। :-)
Android, iOS দুটোর জন্যই একাধিক app পাবেন।