Facebook Posts - December 2012

1-Dec-2012 10:50 am


এক ভাই জিজ্ঞাসা করল তার ছেলে Applied Physics আর Engineering দুটোতে আলাদা ভাবে চান্স পেয়েছে, দুটোর মাঝে পার্থক্য কি, সহজ ভাষায় তাকে বোঝাতে। কিভাবে বোঝাবো?

Physics: শুধু ফরমুলা তৈরি করে।
Applied Physics: ওই ফরমুলাগুলো মানুষের কি কাজে লাগবে সেটা বের করে।
Engineering: সে কাজগুলো করার জন্য মেশিন তৈরি করে।

1-Dec-2012 10:50 am

5-Dec-2012 9:22 pm


"তোমার একটা এমবিএ থাকা দরকার ছিল"
"কিন্তু এমবিএ তে অনেক টাকা লাগে"
"খরচ একটু বেশি হলেও, একটা MBA থাকলে অনেক সুবিধা, চাকরি পেতে আর সমস্যা হয় না"
"কত বছর লাগে?"
"শিখতে দেড় বছরের মত"

শেষে একটু বেশি টাকা লাগলেও এমবিএটা কিনে ফেললাম।

মানে আমার Mac Book Air. :-)

5-Dec-2012 9:22 pm

6-Dec-2012 2:34 pm


"ক্লাস সেভেনে থাকতে আমি নিজে গ্যালাক্সির নোট বই মুখস্থ করে বাংলা ১ম পত্রে পাশ করেছিলাম। আর এখন এত বছর পর স্যমসাংগ গ্যলাক্সি নোট নিয়ে বাজারে। বিশ্ব কত পিছিয়ে আছে!"

6-Dec-2012 2:34 pm

6-Dec-2012 9:49 pm


Negotiation বা দরাদরি প্রতিটি মানুষকে করতে হয়। এটা আমাদের প্রধান মন্ত্রী থেকে আরম্ভ করে, এক্সিকিউটিভ, আম জনতা, চাকুরিজীবি সবার জন্যই প্রযোজ্য। কেউ দেশের স্বার্থের জন্য বিদেশিদের সাথে দরাদরি করে। আবার কেউ বাজারে দিয়ে টাকা বাচাতে দরা দরি করে। আর আমাদের মত যারা কর্পোরেট চাকুরি করি তাদের প্রতিদিন একবার ভেন্ডরদের সাথে দরাদরি করতে হয় কেনার সময়, আবার কাস্টমারদের কাছে দরাদরি করতে হয় বিক্রির সময়।

আমি এই কর্পোরেট নেগোশিয়েশনের কিছু প্রচলিত টিপ দিচ্ছি।

টিপ/১

"এটাই কি ফিক্সড প্রাইজ?" এ প্রশ্ন করবেন না। কারন এর উত্তর সে সবসময় দিবে "হ্যা, এটাই ফিক্সড"। প্রশ্নটা যদি হ্যা-না টাইপের হয় তবে বেশির ভাগ মানুষ চাপে পড়ে ডিভেন্সিভলি বলে ফেলে "হ্যা"।

"দাম কি কমানোর সুযোগ আছে?" এটাও ভুল প্রশ্ন। কারন এখানেও হ্যা-না এ চলে যাচ্ছে। সে বলবে "না"।

বরং প্রশ্নটা হবে "দামটা কতটুকু বাড়ানো কমানোর সুযোগ আছে?" এর উত্তর সে স্বভাবতই দিবে "খুব বেশি না" এবং এ উত্তরটাই আপনার দরকার :) এখন তাকে বোঝানো হয়েছে এখানে একটা দামাদামির সুযোগ আছে, এবং সেও স্বীকার গেল দামটা কমানোর সুযোগ আছে :) এরপর সে উত্তরটা দ্রুত দিল, নাকি চিন্তে করে দিল, নাকি ফ্রেন্কলি কথা বলা আরম্ভ করেছে সেটার উপর ভিত্তি করে পরবর্তি পর্যায়ে নেগোশিয়েশন চলাতে হবে।

আর আমাকে যদি কাস্টমার এই প্রশ্ন করবে তখন আমি কি জবাব দিব?
///
আমার কাস্টমার আমাকে এই প্রশ্নটা করলে বেস্ট হল আমি একটা শর্ত যোগ করে দাম কমাব: "আপনি যদি দুটো নেন বা আজই কিনেন তবে ২০০০ টাকা কম রাখা যাবে" --- এ রকম। :)

6-Dec-2012 9:49 pm

7-Dec-2012 9:19 pm


উনি আপনার উপর [আল্লাহ সুবহানুহু রাসুলুল্লাহ সা: এর উপর] কিতাব নাযিল করেছেন।
এর মাঝে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, ওগুলোই কিতাবের মূল।
আর অন্য [আয়াত]গুলো রূপক।
যাদের অন্তরে বিভ্রান্তি আছে, তারা রূপকগুলোর অনুসরণ করে ফিৎনার সন্ধানে আর, তাদের মতের সমর্থনের সন্ধানে।
অথচ [রূপক আয়াত গুলোর] ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না।
আর যারা মজবুত জ্ঞানী, তারা বলে "আমরা [এ আয়াতে] বিশ্বাস করি। সবগুলো [আয়াতই] আমাদের প্রভুর থেকে এসছে।"
যে সকল লোক বোঝে, তারা ছাড়া আর কেউ শিক্ষা নেয় না।

- সুরা আল-ইমরান: আয়াত ৭

7-Dec-2012 9:19 pm

10-Dec-2012 10:07 pm


খবর:
  • খুলনায় ব্যবসায়ির দ্বারা কাজের মেয়ে খুন। ৯ মাস পর ওই মেয়ের লাশ উদ্ধার এক মাঠ থেকে, মেরে ৯ মাস ধরে তার লাখ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল।
  • খুনি প্রভাবশালি লোক। টাকা ছড়াচ্ছে। তার গ্রেফতারের দাবিতে মানবাধিকার সংস্থার মিছিল ও প্রেসক্লাবে অনশন। মেয়ের মায়ের কান্না।
  • শেষে ওই ব্যাবসায়ি গ্রেফতার, তার স্ত্রী সহ। তার আবার ৭ মাসের বাচ্চা আছে, যাকে জেলে নেওয়া যাবে না, তাই বাসায় ফেলে আসতে হয়েছে।

    http://mzamin.com/archive_details.php?nid=MjY2NDE

    পর-খবর/
    গ্রেফতারের দুই মাস পর কাজের মেয়ে জীবিত আদালতে হাজির। ওই বাসা থেকে চুরি করে পালিয়ে আরেক শহরে কাজ নিয়েছিল।

    http://www.mzamin.com/details.php?nid=MzI4MzU=

    10-Dec-2012 10:07 pm

  • 10-Dec-2012 10:20 pm


    খবর: খুলনায় ব্যবসায়ির দ্বারা কাজের মেয়ে খুন। ৯ মাস পর ওই মেয়ের লাশ উদ্ধার এক মাঠ থেকে, মেরে ৯ মাস ধরে তার লাশ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল।
    http://mzamin.com/archive_details.php?nid=MjY2NDE

    পর-খবর:ব্যবায়ী সস্ত্রীক গ্রেফতারের দুই মাস পর কাজের মেয়ে জীবিত আদালতে হাজির। ওই বাসা থেকে চুরি করে পালিয়ে আরেক শহরে কাজ নিয়েছিল।
    http://www.mzamin.com/details.php?nid=MzI4MzU%3D

    10-Dec-2012 10:20 pm

    11-Dec-2012 2:06 pm


    অফিস থেকে বেরিয়ে দেখি মিছিল, অফিসের সামনে একটা প্রাইভেট গাড়ি ভাংগলো। এক বন্ধু ফোন করে বলে তার ৫ হাত পিছনে নাকি ককটেল ফুটেছে মতিঝিল যাবার পথে।

    11-Dec-2012 2:06 pm

    11-Dec-2012 10:19 pm


    ইংরেজি তারিখ থেকে হিজরি তারিখ [আরবি তারিখ] বের করার সহজ একটা পদ্ধতি/

    ইংরেজি দুই ডিজিট বছরের সাথে এক ডিজিটের সহস্রাব্দ যোগ করতে হবে।
    ২০১২ সাল = ২+১২= ১৪

    এর সাথে ১১ গুন: ১৪ x ১১ = ১৫৪

    মাস আর তারিখ যোগ: ১৫৪ + ১২ মাস [ডিসেম্বর] + ১১ তারিখ = ১৭৭

    এর থেকে ৩০ করে বাদ দিতে হবে যতক্ষন না ৩০ এর নিচে একটা সংখ্যা আসে: ১৭৭ % ৩০ = ২৭ [মানে, ১৭৭ - ১৫০ = ২৭]

    তাই আজকে হল মুহাররমের ২৭ তারিখ সৌদি হিসাবে। [অবশ্যই বাংলাদেশ হিসাবে এক দিন পিছে]

    ---
    এ হিসাব, ১ দিন কম বেশে ২০০০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত চলে।

    এর বাইরের বছরও বের করা যায় এই ফরমুলা দিয়ে। সেক্ষেত্র প্রথমে বছরের সাথে ১৯ যোগ বা বিয়োগ করে বছরটাকে ২০০০ থেকে ২০১৮ মাঝে নিয়ে আসতে হবে। তার পর উপরের ফরমুলা।

    যেমন ১৯৬৯-১২-২৪ হিজরি কত তারিখ ছিল?

    এখানে বছর ১৯৬৯, আমরা এর সাথে ১৯ দুই বার যোগ করে এটা পাই: ১৯৬৯ + ১৯ + ১৯ = ২০০৭

    এখন ২০০৭ বছর ধরে উপরের হিসাব প্রয়োগ করবো।

    উপরের ফরমুলা অনুযায়ি: ২+৭ = ৯
    ৯ x ১১ = ৯৯
    ৯৯ + ১০ + ২৪ = ১৩৩
    ১৩৩ % ৩০ = ১৩ [ মানে, ১৩৩ - ১২০ = ১৩ ]

    তাই সে দিন ছিল হল শাবানের ১৩ তারিখ। :-)

    11-Dec-2012 10:19 pm

    17-Dec-2012 9:32 pm


    Justice.
      Comments:
    • Thumbs Up (Y)

    17-Dec-2012 9:32 pm

    18-Dec-2012 2:47 pm


    নিকট ইতিহাসে পৃথিবীর কয়েকটা দেশে রাজনীতিতে ধর্ম, বিশেষভাবে ইসলাম, নিষিদ্ধ হওয়ার পর কি ঘটেছে তা অন্তত মুসলিমদের জানা থাকা উচিত। রাজনীতি ও সমাজনীতি থেকে ধর্মকে তাড়িয়ে দিয়ে মহান বামপন্থায় উজ্জীবিত হয়ে এ শতাব্দীর শুরুর দিকে বৃহত্তর সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়। সোভিয়েতের পনেরোটি রাষ্ট্রের ভেতর ছয়টি ছিলো মুসলিম সংখ্যাগরিষ্ঠঃ আজারবাইজান, কাজাখস্থান, কিরঘিজিয়া, তাজিকিস্থান, তুর্কমেনিস্থান এবং উজবেকিস্থান। বামপন্থীদের কেবলা এই সোভিয়েত ইউনিয়নে ১৯২২ সালে মহামতি জোসেফ ষ্ট্যালিন ক্ষমতায় আসেন। তিনি রাজনীতি থেকে ইসলামকে বিযোজিত করে ইসলামের খেদমত করতে গিয়ে অনেক ঐতিহাসিক অবদান রাখেন।

    - সেন্ট্রাল এশিয়ার সব মসজিদকে তিনি বন্ধ করে দেন এবং গুদামে রুপান্তরিত করেন।

    - ধর্মীয় ব্যাক্তিত্ব, পন্ডিত এবং ইমামদেরকে গণহারে হত্যা করা হয় এবং সাইবেরিয়াতে নির্বাসন দেয়া হয়।

    - সব মাদ্রাসা বন্ধ করে দেয়া হয়, হজ্বযাত্রা বেআইনী করা হয়, ওয়াক্ফ সম্পত্তি অধিগ্রহণ করা হয় এবং ওয়াকফ করা নিষিদ্ধ করা হয়।

    - মহিলাদের পর্দা করা নিষিদ্ধ করা হয় এবং কমিউনিষ্ট পার্টির ‘হুযুম’ আন্দোলনের মাধ্যমে পর্দা করা মহিলাদের লাঞ্চিত করা হয়, পর্দাকে সমাজ থেকে উৎখাত করা হয়।

    - ১৯২২ থেকে ১৯৫২, এই ত্রিশ বছরের ষ্ট্যালিন শাসনামলে তিন লাখেরও বেশি মুসলিম জনসংখ্যাকে তাদের বাস্তুভিটা থেকে উচ্ছেদ করে দেয়া হয় এবং পঞ্চাশহাজারেরও বেশি মুসলিম বিভিন্ন নির্যাতনে নিহত হয়।

    বামপন্থী আদর্শের আরেক কেবলা চায়নাতে ১৯৪৮ সালে ষ্ট্যালিনের বন্ধু (অনেক পন্ডিতের মতে অনুসারীও বটে) মহামতি মাওজেদং (মাওসেতুং) ‘সাংস্কৃতিক বিপ্লব’ ঘটান। তিনি রাষ্ট্র ও রাজনীতি থেকে ধর্মকে আলাদা করতে প্রভুত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন।

    - মসজিদগুলোকে শুকরের খামারে রুপান্তরিত করা হয় এবং তাতে ইমাম ও ধর্মীয় ব্যাক্তিত্বদেরকে শ্রমিক হিসেবে নিয়োগ দেয়া হয়।

    - মুসলিম সংখ্যাগরিষ্ঠ উইঘুর ভাষাকে আরবী অক্ষরের পরিবর্তে ল্যাটিন অক্ষরে লেখা বাধ্যতামূলক করা হয়।

    - মাদ্রাসাগুলো নিষিদ্ধ ও বন্ধ করা হয়।

    - ১৯৫৮ সালে মুসলিমদের হজ্বযাত্রা নিষিদ্ধ করা হয়।

    - ইমাম, আলেম ও ইসলাম ধর্ম পরিচয় প্রকাশকারী ব্যাক্তিদেরকে গ্রেফতার ও নির্যাতন চালানো হয়।

    - সব মুসলিম উইঘুরদেরকে ত্রিশহাজার ‘কমিউন’ নামের ঘেরাও করা ঘেটো গ্রামে রাখা হয় এবং সরকারের অধীনস্থ বাধ্যতামূলক শ্রমিক হিসেবে নিয়োগ দেয়া হয়।

    - চার লাখেরও বেশি মুসলিমকে মৃত্যুদন্ড ও নির্যাতনের মাধ্যমে নিহত করা হয়।

    18-Dec-2012 2:47 pm

    20-Dec-2012 11:58 pm


    হটাৎ করে কারেন্ট চলে গিয়েছে। জেনারেটেরটা টেনে স্টার্ট দিতে হবে। কিন্তু ঘুট ঘুটে অন্ধকার চারিদিকে। টর্চটা খুজতে হবে। শেষে হাতঘড়ির স্বল্প বেক লাইট জ্বালালাম। সে আলোয় মোবাইল ফোনটা বিছানায় খুজে পেলাম। মোবাইলের আলোতে টেবিল থেকে টর্চ নিলাম। টর্চের আলোতে জেনারেটর চালু করলাম।

    20-Dec-2012 11:58 pm

    21-Dec-2012 8:56 pm


    Here is how the world coming to its end today: Psy's Gangnam Style hitting 1 billion youtube views. Real time countdown on this site.

    http://www.billioncountdown.com/

    21-Dec-2012 8:56 pm

    23-Dec-2012 12:18 am


    ঢাকার কোন এক নতুন রাস্তা।

    23-Dec-2012 12:18 am

    23-Dec-2012 12:18 am


    PhD বিরিয়ানি খেলাম। মানে কারো PhD করা উপলক্ষে বিরিয়ানি। যে খাওয়াইয়াছে তাকে থেংকু :)

    23-Dec-2012 12:18 am

    23-Dec-2012 12:18 am


    এ বাড়িটি যে করেছিল সে ১০০ বছর বাড়িটি থাকবে প্লেন করেই অনেক খরচ করে তৈরি করেছিল। কিন্তু ঢাকার প্রায় কোন বাড়িই ৩০-৪০ বছরের বেশি টেকে নাই, টিকবেও কিনা সন্দেহ। বাড়ির আয়ু শেষ হবার আগেই তার ইকোনোমিক ভেলু শেষ হয়ে যায়। ভেংগে এখন মাল্টি স্টোর বিল্ডিং হবে।

    23-Dec-2012 12:18 am

    25-Dec-2012 12:50 am


    ঢাকার রাস্তায়: ঘোড়ার গাড়ি।

    25-Dec-2012 12:50 am

    25-Dec-2012 2:12 pm


    কাফিরদের জন্য দুনিয়ার জীবনটাকে জাকজমক পৃর্ন করে দেয়া হয়েছে,
    এবং তারা মুমিনদের দেখলে হাসা হাসি করে।

    কিন্তু যারা আল্লাহকে ভয় করে, কিয়ামতের দিন তারা কাফিরদের উপর থাকবে,
    আল্লাহ যাকে চান তাকে হিসাবের বাহিরে রিজিক দান করেন।

    সুরা বাকারা-২১২

    25-Dec-2012 2:12 pm

    26-Dec-2012 10:49 pm


    একটি PDF ফাইলে নতুন বছরের জন্য নমাজের সম্পুর্ন সময় সুচি। ২০১৩ সালের এবং ঢাকা শহেরের জন্য। বাংলাদেশ থেকে চাদ দেখার সম্ভাবনার হিসাবের উপর ভিত্তি করে একটা হিজরী কেলেন্ডারও দেয়া আছে সংগে।

    ক্রস চেক করে দেখেছি, এই হিসাবের সাথে US Navy র website এর হিসাবের প্লাস/মাইনাস ১ সেকেন্ডের ঘরে মিলে। সহজ রাখার জন্য যদিও সেকেন্ড দেখাই নি।

    http://www.habibur.com/dhaka.salat.2013.bg.pdf

    http://www.habibur.com/dhaka.salat.2013.bg.pdf

    26-Dec-2012 10:49 pm

    29-Dec-2012 9:05 pm


    Why moderate Muslims aren't in peace either.

    29-Dec-2012 9:05 pm

    30-Dec-2012 1:07 pm


    News Today: নিউ ইয়র্ক সাবওয়ে। ট্রেন আসার আগ মুহুর্তে রেললাইনের পাশে দাড়ানো এক লোককে ধাক্কা দিয়ে ফেলে দিল তার পাশে দাড়েনো মহিলা। এর পর দৌড়ে পালিয়ে গেলো। লোকটা ট্রেন কাটা পড়ে মারা যায় গত পরশু। ধরা পরার পর মেয়েটা বলে তাকে সে চিনতো না। কিন্তু তাকে দেখতে মুসলিম বলে মনে হচ্ছিল তাই খুন করেছে। মুসলিমদের সে ঘৃনা করে।

    30-Dec-2012 1:07 pm

    30-Dec-2012 5:56 pm


    মানলাম ২০১২ পার হয়েছে। পৃথিবী ধ্বংশ হয়নি। মায়ান কেলেন্ডারে ভুল ছিল। এবং 2012 মুভিটাও ফালতু ছিল।

    পাবলিক তবে কোন বছর নিয়ে লাফালাফি করবে?

    প্রথম প্রেডিকশন/ ২০২৭ সাল। ২০২৭ সালে একটা পূর্ন সূর্যগ্রহন হবে মক্কা শরিফে। দুপুর ১২ টায় রাতের মত অন্ধকার হয়ে যাবে পুরো শহর। মধ্যপ্রাচ্যের প্রায় সকল প্রধান শহরে থেকে গ্রহনটা দেখা যাবে, মরক্কো, তিউনিশিয়া, মিশর, জেদ্দা, মক্কা হয়ে ইয়েমেন পর্যন্ত।

    বোনাস: ওই মাসে একটা পৃর্ন চন্দ্র গ্রহনও আছে, তবে মধ্যপ্রাচ্য থেকে দেখা যাবে না।

    ওই বছরটাকে টার্গেট করে সব দেশ থেকে একাধিক ভন্ড "মাহদি"র আবির্ভাব হবে <-- এটা আমার সেকেন্ড প্রেডিকশন। :)

    30-Dec-2012 5:56 pm