Post# 1356868602

30-Dec-2012 5:56 pm


মানলাম ২০১২ পার হয়েছে। পৃথিবী ধ্বংশ হয়নি। মায়ান কেলেন্ডারে ভুল ছিল। এবং 2012 মুভিটাও ফালতু ছিল।

পাবলিক তবে কোন বছর নিয়ে লাফালাফি করবে?

প্রথম প্রেডিকশন/ ২০২৭ সাল। ২০২৭ সালে একটা পূর্ন সূর্যগ্রহন হবে মক্কা শরিফে। দুপুর ১২ টায় রাতের মত অন্ধকার হয়ে যাবে পুরো শহর। মধ্যপ্রাচ্যের প্রায় সকল প্রধান শহরে থেকে গ্রহনটা দেখা যাবে, মরক্কো, তিউনিশিয়া, মিশর, জেদ্দা, মক্কা হয়ে ইয়েমেন পর্যন্ত।

বোনাস: ওই মাসে একটা পৃর্ন চন্দ্র গ্রহনও আছে, তবে মধ্যপ্রাচ্য থেকে দেখা যাবে না।

ওই বছরটাকে টার্গেট করে সব দেশ থেকে একাধিক ভন্ড "মাহদি"র আবির্ভাব হবে <-- এটা আমার সেকেন্ড প্রেডিকশন। :)

30-Dec-2012 5:56 pm

Published
30-Dec-2012