Post# 1354893599

7-Dec-2012 9:19 pm


উনি আপনার উপর [আল্লাহ সুবহানুহু রাসুলুল্লাহ সা: এর উপর] কিতাব নাযিল করেছেন।
এর মাঝে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, ওগুলোই কিতাবের মূল।
আর অন্য [আয়াত]গুলো রূপক।
যাদের অন্তরে বিভ্রান্তি আছে, তারা রূপকগুলোর অনুসরণ করে ফিৎনার সন্ধানে আর, তাদের মতের সমর্থনের সন্ধানে।
অথচ [রূপক আয়াত গুলোর] ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না।
আর যারা মজবুত জ্ঞানী, তারা বলে "আমরা [এ আয়াতে] বিশ্বাস করি। সবগুলো [আয়াতই] আমাদের প্রভুর থেকে এসছে।"
যে সকল লোক বোঝে, তারা ছাড়া আর কেউ শিক্ষা নেয় না।

- সুরা আল-ইমরান: আয়াত ৭

7-Dec-2012 9:19 pm

Published
7-Dec-2012