Post# 1355242760

11-Dec-2012 10:19 pm


ইংরেজি তারিখ থেকে হিজরি তারিখ [আরবি তারিখ] বের করার সহজ একটা পদ্ধতি/

ইংরেজি দুই ডিজিট বছরের সাথে এক ডিজিটের সহস্রাব্দ যোগ করতে হবে।
২০১২ সাল = ২+১২= ১৪

এর সাথে ১১ গুন: ১৪ x ১১ = ১৫৪

মাস আর তারিখ যোগ: ১৫৪ + ১২ মাস [ডিসেম্বর] + ১১ তারিখ = ১৭৭

এর থেকে ৩০ করে বাদ দিতে হবে যতক্ষন না ৩০ এর নিচে একটা সংখ্যা আসে: ১৭৭ % ৩০ = ২৭ [মানে, ১৭৭ - ১৫০ = ২৭]

তাই আজকে হল মুহাররমের ২৭ তারিখ সৌদি হিসাবে। [অবশ্যই বাংলাদেশ হিসাবে এক দিন পিছে]

---
এ হিসাব, ১ দিন কম বেশে ২০০০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত চলে।

এর বাইরের বছরও বের করা যায় এই ফরমুলা দিয়ে। সেক্ষেত্র প্রথমে বছরের সাথে ১৯ যোগ বা বিয়োগ করে বছরটাকে ২০০০ থেকে ২০১৮ মাঝে নিয়ে আসতে হবে। তার পর উপরের ফরমুলা।

যেমন ১৯৬৯-১২-২৪ হিজরি কত তারিখ ছিল?

এখানে বছর ১৯৬৯, আমরা এর সাথে ১৯ দুই বার যোগ করে এটা পাই: ১৯৬৯ + ১৯ + ১৯ = ২০০৭

এখন ২০০৭ বছর ধরে উপরের হিসাব প্রয়োগ করবো।

উপরের ফরমুলা অনুযায়ি: ২+৭ = ৯
৯ x ১১ = ৯৯
৯৯ + ১০ + ২৪ = ১৩৩
১৩৩ % ৩০ = ১৩ [ মানে, ১৩৩ - ১২০ = ১৩ ]

তাই সে দিন ছিল হল শাবানের ১৩ তারিখ। :-)

11-Dec-2012 10:19 pm

Published
11-Dec-2012