Facebook Posts - July 2012

1-Jul-2012 2:04 pm


SSDs now cost half of what they did in 2011.

1-Jul-2012 2:04 pm

1-Jul-2012 2:38 pm


How one leap second brought the whole Internet down:-)

1-Jul-2012 2:38 pm

1-Jul-2012 8:07 pm


On the 5th year anniversary of iPhone. Some quotes from back then/

"There's no chance that the iPhone is going to get any significant market share. No chance." -- Steve Ballmer CEO Microsoft.

"Apple is slated to come out with a new phone… And it will largely fail…. Sales for the phone will skyrocket initially. However, things will calm down, and the Apple phone will take its place on the shelves... When the iPod solved some major problems with MP3 players. Unfortunately for Apple, problems like that don’t exist in the handset business. Cell phones aren’t clunky, inadequate devices. Instead, they are pretty good. Really good." -- CNET, Michael Kanellos

"We’ve learned and struggled for a few years here figuring out how to make a decent phone. PC guys are not going to just figure this out. They’re not going to just walk in." -- Palm CEO, Ed Colligan

“The iPhone is nothing more than a luxury bauble that will appeal to a few gadget freaks. In terms of its impact on the industry, the iPhone is less relevant… Apple is unlikely to make much of an impact on this market… Apple will sell a few to its fans, but the iPhone won’t make a long-term mark on the industry.” -- Bloomberg, Matthew Lynn

“I can’t believe the hype being given to iPhone… I just have to wonder who will want one of these things (other than the religious faithful)… So please mark this post and come back in two years to see the results of my prediction: I predict they will not sell anywhere near the 10M Jobs predicts for 2008.” -- Microsoft Senior Marketing Director, Richard Sprague

1-Jul-2012 8:07 pm

2-Jul-2012 11:23 pm


Why you should never use Cisco and Linksys routers . They now track and control your router from a central server.

http://www.extremetech.com/computing/132142-ciscos-cloud-vision-mandatory-monetized-and-killed-at-their-discretion

    Comments:
  • একেবারেই ফালতু একটি নিউজ।

    টমেটোর সসে "ভেজাল" কথাটার অর্থ কি? কি থাকলে একে ভেজাল বলবেন? টমেটোর সসে টমেটো ছাড়া কি আর কিছু দেয়া যাবে না? কোন ক্ষতিকর উপাদান আছে, কি পরিমানে? ওই ক্ষতিকর উপাদান কত পরিমানে পারমিটেড?

    ক্ষতিকর উপাদান কি কি, তার কোন লিষ্ট কি দেশে আছে? না নাই। দুনিয়ার আর সব দেশ যে দেশে সত্যিকার অর্থে কোয়ালিটি কন্ট্রল আছে সব দেশে সেই লিষ্ট আছে। ফুড প্রসেসররা সে লিষ্ট দেখে কেমিকেল দেয় বা দেয়না। দেশের পরিক্ষকগন কি এ তথ্য গুলো জানার বা জানানোর কোন প্রয়োজন আছে বলে মনে করে? না মনে করে না।

    তারা কি পারে? সস আটকিয়ে "ভেজাল", "ক্ষতিকর উপাদান" এসব কথা বলে ইমোশন ক্রিয়েট করতে পারে। দুনিয়ার সবচেয়ে ভাল সস দিয়ে তাদের জিজ্ঞাসা করা হোক তো সেটায় কোন ভেজাল নাই তারা বলবে কিনা, বললে কেন বলবে?

  • কিন্তু সবগুলো ডিজাইন দুর্দন্ত হয়েছে!!!

    //টেষ্ট বলতে পারব না:)

  • আইডিয়াগুলো কার মাথা থেকে আসে চিন্তে করছি।

2-Jul-2012 11:23 pm

6-Jul-2012 3:41 pm


Incoming হালুয়া। ভালগুলো আমি অন্য কেউ দেখার আগেই সাবার করে ফেলি:)

6-Jul-2012 3:41 pm

8-Jul-2012 10:25 pm


"ফ্রেস" ব্রেন্ডের পানির TDS [Total Dissolved Solids] = 60 ppm [particle per million]

8-Jul-2012 10:25 pm

10-Jul-2012 2:57 pm


শেয়ার বাজার আবর ৩০০০ এর ঘরে! এটা তিন হাজারের ঘরে নামবে ধারনা ছিল। কিন্তু ধারনা ছিল এটা কালকে নামবে। আজকে বাড়তেও পারে। কিন্তু না, আজকেই সেখানে।

"আমি আজ সর্বস্ব হারা এক তরুন
আজ আমার চোখেঁ কোন স্বপ্ন নেই
আমার ঘর বন্ধু প্রেয়সী
সমাজ কেউ নেই
আমি আজ জীবন্ত এক লাশের বহন
এই শেয়ার বাজার আমার সব কেড়ে নিয়েছে
কিছু লোক আমাদের স্বপ্ন দেখিয়ে
আমাদের সব কিছু কেড়ে নিয়েছে
আমি আজ তাদের কিছুই বলবোনা
অভিশাপ দিবোনা
শুধু বলবো
না থাক কিছুই বলবোনা
তারা ভালো থাক"

পড়ে আমি কি বলব বুঝছি না।

http://www.prothom-alo.com/detail/date/2012-07-10/news/272500

10-Jul-2012 2:57 pm

10-Jul-2012 3:12 pm


"God particle?", it should be called "God's Particle".

To be correct, every particle is God's particle. But this one is the least visible one that scientists can observe now.

Interestingly when scientists talk about "God" people believe in them, whether they understand a word of it or not! And then they call it "Science", "logical minded"?

10-Jul-2012 3:12 pm

10-Jul-2012 3:50 pm


New in PHP 5.4:

1. Traits: These are like Java Interface but carries method definition too.
2. $a=[1,2,3] instead of $a=array(1,2,3);
3. foo()[0], (new Foo)->bar() and Class::{expr}() are now OK.
4. File upload progress monitor through $_SESSION
and, 5. An embedded web server in php-cli.

Only they are 15 years late. These should have there since v.3

10-Jul-2012 3:50 pm

10-Jul-2012 7:52 pm


"In the old days developers discovered a perfectly designed relational database becomes very slow – you can quicken it up by making a database schema that would make your college professor cry."

10-Jul-2012 7:52 pm

11-Jul-2012 9:55 am


"I just finished learning backbone.js and now I’m found out on that it’s old news, and I should use ember.js, cross that, it has opinions, I should use Meteor, no, AngularJS, no, Tower.js (on node.js), and for html templates I need handlebars, no mustache, wait, DoT.js is better, hang on, why do I need an HTML parser inside the browser? isn’t that what the browser for? so no HTML templates? ok, DOM snippets, fine, Web Components you say? W3C are in the game too? you mean write REGULAR JavaScript like the Google guys? yuck, oh, I just should write it with CofeeScript and it will look ok, not Coffee? Coco? LiveScript? DART? GWT? ok, let me just go back to Ruby on Rails, oh it doesn’t scale? Grails? Groovy? Roo? too “Springy?” ok, what about node.js? doesn’t scale either?? but I can write client side, server side and mongodb side code in the same language? (but does it have to be JavaScript?) ok, what about PHP, you say it’s not really thread safe? they lie?? ok, let me go back to server coding, it’s still Java right? no? Lisp? oh it’s called Clojure? well, it has a Bridge / protocol buffers / thrift implementation so we can be language agnostic, so we can support our Haskell developers. Or just go with Scala/Lift/Play it’s the BEST framework (Foresquare use it, so it has to be good). of course we won’t do SOAP and will use only JSON RESTful services cause it’s only for banks and Walmart, and god forbid to use a SQL database it will never scale."
    Comments:
  • আওয়ামিলিগের এই একজন লোককে আমি সম্মান করি। উনার ভাতিজাকে ধরে পুলিশ পিটানোর পরও যেভাবে উনি আমেরিকা থেকে ফিরে, শেখ হাসিনার মুখো মুখি হয়ে কথা বলে, এর পর স্পিকারের কাছে গিয়ে পদত্যগ পত্র দিলেন --- সে সাহস বীর বাংগালির খুব কম সন্তানেরই আছে।
  • চে গুয়েভারার ছবি নামিয়ে আমি এই ছবি এখন দেয়ালে টাংগাব।

11-Jul-2012 9:55 am

13-Jul-2012 12:46 am


"There are two ways of constructing a software design: One way is to make it so simple that there are obviously no deficiencies, and the other way is to make it so complicated that there are no obvious deficiencies. The first method is far more difficult."

13-Jul-2012 12:46 am

16-Jul-2012 10:48 pm


মিষ্টি। ছোটকালে শুকনো কাঠাল পাতার বাটিতে করে মিষ্টি কিনার কথা এখনো মনে আছে।

16-Jul-2012 10:48 pm

19-Jul-2012 3:12 pm


The Rolling Up
In the name of God, the Benevolent, the Merciful

When the sun is rolled up
and when the stars fall lusterless
and when the mountains are blown away
and when the pregnant camels are neglected
and when the wild beasts are herded
and when the oceans are flooded
and when the souls are matched
and when the infant girl who was buried is asked
for what offense she was killed;
And when the pages are opened,
and when the sky is stripped
and when the blaze is fired up
and when the garden is drawn near
each soul will know what it has brought about.
Yes, I swear by the planets that recede,
run, and disappear,
and the night as it darkens
and the dawn as it breaks
that this is the word of a noble messenger,
endowed with power, his rank established in the presence of the Lord of the Throne
obeyed and faithful there.
So your companion is not insane --
he saw him on the clear horizon.
And he isn't grudging with the unseen;
and this isn't the word of an accursed devil.
So where are you going?
This is a message to all peoples,
for any of you who want to be upright.
But you won't want to unless it is the will of God, Lord of the universe.

19-Jul-2012 3:12 pm

19-Jul-2012 7:26 pm


Do NOT use Microsoft's SkyDrive. They scan and read the private files you upload. Even worse...

http://wmpoweruser.com/watch-what-you-store-on-skydriveyou-may-lose-your-microsoft-life/

19-Jul-2012 7:26 pm

19-Jul-2012 11:56 pm


হুমায়ুন আহমেদ মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয় ইন্না ইলাইহি রাজিউন।

http://bdnews24.com/bangla/details.php?cid=2&id=199915&hb=top

19-Jul-2012 11:56 pm

20-Jul-2012 12:11 am


Ramadan have started in Arab world from today evening as per their declaration. They will be fasting on Friday.

20-Jul-2012 12:11 am

20-Jul-2012 12:26 am


A young Humaun Ahmed.
    Comments:
  • হুমায়ুন মৈরা গেল, রেখে গেল কিছু অনর্থক অসার কথামালা <-- এতটুকুতে আমি একমত। উনার লিখায় মানুষের জন্য হিদায়াত বা উপকারী কিছু নাই। কিন্তু উনার লিখাতে মানুষকে গোমরাহ করার মত বিষয় আছে বলে আমার জানা নেই।

    উনার লিখায় বা কথায় ইসলামের বিদ্বেষ আমি দেখি নি, যেমন কিনা উনার অপর এক ভাইয়ের ক্ষেত্রে দেখা যায়। তাই জিনিষটা চলে যাচ্ছে উনার অন্তরে কি ছিল তার উপর। সেটা উনি আর উনার রব বুঝবেন।

  • লাভ হল কি? চেইনটা এখন আরেক ছিনতাইকারী "পুলিশের" পেটে এতক্ষনে চলে গিয়েছে। না গিয়ে থাকলে কিছু পরেই চলে যাবে।

20-Jul-2012 12:26 am

20-Jul-2012 8:23 pm


হুমায়ুন আহমেদ তার সকল ভাই বোনদের সাথে।

20-Jul-2012 8:23 pm

21-Jul-2012 12:55 am


"ও কারিগর, দয়ার সাগর, ওগো দয়াময়
চান্নি পসর রাইতে যেন আমার মরণ হয়।"

উনার মৃত্যুটা হয়েছিল কিন্তু চাদের আমাবস্যার সময়ে দিনের বেলা।

21-Jul-2012 12:55 am

21-Jul-2012 7:20 pm


তোমাদের উপরও রোজা ফরজ করা হল যেন তোমদের মাঝে "তাকওয়া" আসে। [সুরা বাকারা]

21-Jul-2012 7:20 pm

21-Jul-2012 8:35 pm


...পথের প্রয়োজনীয় জিনিষ নিয়ে রওনা হও, আর পথের উত্তম প্রয়োজনীয় জিনিষ হল "তাকওয়া"। [সুরা বাকারা]
    Comments:
  • সাইডনোট/ বেশি বা কম খাওয়াটা কিন্তু কোন অপরাধ নয় যদি অপচয় না করে।

21-Jul-2012 8:35 pm

22-Jul-2012 12:49 am


..বাসার পেছন দিক থেকে বাসায় ঢুকায় কোন সওয়াব নেই, বরং সওয়াব "তাকওয়ায়", তাই ঘরের দরজা দিয়েই ঘরে প্রবেশ কর, আর মঙ্গলের জন্য তোমরা আল্লাহকে "তাকওয়া" কর [সুরা বাকারা-১৮৯]

// এখান থেকে তাকওয়া অর্থ বোঝা যাচ্ছে "ভয়" বা "স্বরন"।

    Comments:
  • রমজানের উদ্দেশ্য হল "তাকওয়া"। "হে ইমানদারগন তোমাদের উপর রোজা নির্ধারন করা হল....যেন তোমাদের মাঝে তাকওয়া আসে" [সুরা বাকারা] @Nishan Rashed

22-Jul-2012 12:49 am

22-Jul-2012 6:12 pm


বেশি ইফতার করে ফেলেছে:-)

22-Jul-2012 6:12 pm

23-Jul-2012 11:42 pm


হুমায়ুন আহমেদের শেষ রেকর্ডেড হোম ভিডিওতে কোরআন নিয়ে তার আলোচনা।

http://www.youtube.com/watch?v=Xn7-BjbzNds

23-Jul-2012 11:42 pm

24-Jul-2012 2:03 pm


পত্রিকা গুলোর টাইটেল দেখে মনে হচ্ছে সাংবাদিকরা হুমায়ুন স্টাইলের উপন্যাস লিখা আরম্ভ করেছে। ধবল পঙ্খী নায়ে যাবেন হুমায়ূন?

24-Jul-2012 2:03 pm

24-Jul-2012 2:07 pm


"পুরোপুরি নাস্তিক মানুষের সংখ্যা এই পৃথিবীতে খুবই কম। ঘোর নাস্তিক যে মানুষ তাকেও বিশেষ বিশেষ ক্ষেত্রে খুব দুর্বল দেখা যায়। আমি একজন ঘোর নাস্তিককে চিনতাম, তার ঠোঁটে একবার একটা গ্রোথের মত হল । ডাক্তাররা সন্দেহ করলেন - ক্যানসার। সঙ্গে সঙ্গে সেই নাস্তিক পুরোপুরি আস্তিক হয়ে গেল। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্যে মসজিদে যান। মালিবাগের পীর সাহেবের মুরীদও হলেন। বায়োপসির পর ধরা পড়ল গ্রোথের ধরন খারাপ নয়। লোকালাইজ্ড গ্রোথ। ভয়ের কিছুই নেই। অপরারেশন করে ফেলে দিলেই হবে। সঙ্গে সঙ্গে ভদ্রলোক আবার নাস্তিক হয়ে পড়লেন। ভয়াবহ ধরনের নাস্তিক।

অংক করে প্রমাণ করে দিলেন যে, ইশ্বর = ০^২ এবং আত্মা = ০^১।"

- হুমায়ন আহমেদ

24-Jul-2012 2:07 pm

24-Jul-2012 8:23 pm


"আমি ব্যবস্থা করে যেতে চাই, নুহাস পল্লী আমার ছেলে-মেয়েদের টানাটানি, ভাগাভাগির শিকার না হয়। এজ ইট ইজ ইট ক্যান স্ট্যান্ড। এটা থাকবে এখানে, রাষ্ট্রীয়ভূত করা যেতে পারে, যারা এটা পরিচালনা করবে আমার মৃত্যুর পর। বিক্রি হবে না এ জায়গাটা, এটার প্রতিটি মাটি, প্রতিটি ইঞ্চির সাথে আমার স্বপ্ন জড়িত। এটার মৃত্যু মানে, এটার বিক্রি মানে স্বপ্নের মৃত্যু। স্বপ্ন তো বিক্রি হওয়ার জিনিস না।

..আর আমি চাচ্ছিলাম আমার মৃত্যুটা, আমার কবরটা এখানে হোক। পরে দেখলাম এটা কবরস্থান হয়ে যাবে। এটা কবরস্থান হওয়ার মতো কোনো জায়গা না। এর চেয়ে গুলিস্তানে... পড়ে থাকা বেটার। এখানে থাকলে দুনিয়ার লোক আসবে একুশে ফেব্রুয়ারিতে ফুল দেওয়ার জন্য, ১৩ই নভেম্বরে ফুল দেওয়ার জন্য। আজেবাজে...এটা হয়ে যাবে কবরস্থান, কবরস্থান বানানোর আমার কোনো ইচ্ছা নাই।

.......তবে আমাদের ওই যে আজিমপুর গোরস্থান যেটা আছে না, এটার এক বছর পরে আমি চলে যাব তলে। ....আমি একটা প্রপোজাল দিছিলাম, এভাবে কবর না দিয়ে আমাকে যদি খাড়া কবর দেন তাহলে জায়গা অনেক কম লাগবে।"

http://www.youtube.com/watch?v=xlhBtEoip_M

24-Jul-2012 8:23 pm

24-Jul-2012 8:29 pm


"এবিষয়ে সাংবাদিক শাখাওয়াত হোসেন সেলিম বলেন, শাওন বললেন, হুমায়ুন আহমেদ কিছু বলে যাননি। তাই তিনি বলতে পারছেন না দাফন কোথায় হবে। তার এ্ই কথা রেকর্ড করতে গেলেই বাঁধা দেন শাওনের মা তহুরা আলী। তিনি বলেন, এখন কোন কথা রেকর্ড করা যাবে না। শাওনকে তিনি বারণ করেন এবিষয়ে কোন কথা না বলতে।

এবিষয়ে হুমায়ুন আহমেদের চিকিৎসার সাথে জড়িত প্রধান ব্যক্তি বিশ্বজিৎ সাহার বত্তব্য জানতে চাইলে তিনি বলেন, শাওনের বক্তব্য আমাকে বিস্মিত ও স্থম্ভিত করেছে। কারণ এয়ারপোর্টে তিনি প্রকাশ্যে বললেন, লাশ দাফনের বিষয়ে হুমায়ুন আহমেদ কিছুই বলে যাননি। কিন্তু দেশে গিয়েই তিনি একেবারেই উল্টো কথা বললেন। "

http://www.mzamin.com/details.php?

http://www.mzamin.com/details.php?nid=MTUwMjY%3D&ty=MA%3D%3D&s=MzY%3D&c=MQ%3D%3D

24-Jul-2012 8:29 pm

24-Jul-2012 9:29 pm


ফিনলেন্ডে রাত ২ টা বাজে সেহরি খেয়ে রোজা আরম্ভ করতে হয়। এর পর দিন পার করে রাত ১১:৩০ এ ইফতার। ২০ ঘন্টার উপর রোজা। ভাল দিক হল ঠান্ডা বলে পিপাসা লাগে না।

24-Jul-2012 9:29 pm

25-Jul-2012 4:38 am


কি বললেন? রাজা ও শুয়ো রানী দুয়ো রানীর কাহিনী তাদের আভ্যন্তরিন পারিবারীক ব্যপার ছিল? শুয়ো রানীর অপকীর্তি আর দুয়ো রানীর কষ্টের কথা আলোচনা করেছিলাম বলে এখন আমরাই খারাপ?

25-Jul-2012 4:38 am

25-Jul-2012 7:28 pm


মুসলিম এথলেটরা অলম্পিকে রমজানে রোজা রেখে খেলবে কিভাবে? তাদের রোজা রাখতে হবে না, তারা মুসাফির। ক্রিকেটারদের ক্ষেত্রেও একই জিনিষ প্রযোজ্য।

25-Jul-2012 7:28 pm

26-Jul-2012 4:34 am


আজ পড়লাম: একটা মেয়ের ব্রেনে জন্ম থেকেই একটা গভীর গর্ত ছিল যেখানে ব্রেন ছিল না কিন্তু শুধু ফ্লুইড ছিল। গত সপ্তাহে কলরাডো গোলাগুলিতে তার মাথার ঠিক ওই জায়গা দিয়ে গুলি ঢুকে। এক মিলিমিটার উপর নিচ হলে সে মারা যেত। সে এখন পুরো সুস্থ।

তকদির আমাদের জন্মর আগ থেকেই ফিক্স করা আছে।

26-Jul-2012 4:34 am

27-Jul-2012 9:17 pm


আজ হুমায়ুন আহমেদের "আল্লাহু, আল্লাহু" জিকিরের কাহিনী পড়লাম। কিভাবে সে থামতে পারছিল না। তার মনে মনে জিকির কিভাবে আশে পাশে সবাই শুনতে পারছিল। স্বপ্নে সে কিভাবে প্রতিদিন নিজেকে কখনো সিজদায় কখনো জিকিরের মজলিশে দেখত। এবং শেষ পর্যন্ত কিভাবে তার উপর জ্বিনের আসর হল সবগুলোই বেশ ধাক্কা খাওয়ার মত।

কমেন্টে দেখলাম আট দশ জন বলছে, স্যার আপনাকে নাস্তিক মনে করে আমরা ভুল করেছিলাম।

27-Jul-2012 9:17 pm

27-Jul-2012 9:35 pm


মসজিদে বিশ রাকাত তারাবি পড়তে মানুষ কতটুক অধর্য্য হবে তা নির্ভর করে তেলওয়াদের স্পিডের উপর।

স্পিড যত তাড়াতাড়ি হয়, নামাজ পড়ার সময় মানুষ তত বেশি অধর্য্য হয়ে যায়।

এ জন্য হারাম শরিফের স্পষ্ট তেলওয়াত শুনে মানুষ কান্না কাটি করে। আর দেশের সুপার ফাষ্ট তিলওয়াতে মনে হতে থাকে কখন নমাজ শেষ হবে।

27-Jul-2012 9:35 pm

28-Jul-2012 9:59 pm


যা শিখেছি/ প্রচলিত রোজার নিয়তটা বরং ভুল। "আছুম্মা গাদান" মানে কালকে রোজা রাখব। অথচ সে চায় আজকে রোজা রাখতে। তাহলে রোজার নিয়ত কি? ইচ্ছেটাই হল নিয়ত।

মুখে ডিকলেয়ার করতে চাইলে বাংলায় "আজ রোজা রাখলাম এই কারনে" বলাই যথেষ্ঠ। এটা নফল রোজায় অনেক সময় দরকার হয়।

হজের নিয়ত কিন্তু অন্তরে অন্তরে না করে শব্দ করে শুনিয়ে করতে হবে।

আবার নামাজের নিয়তে মনের ইচ্ছেটাই নিয়ত। কিছু পড়ার দরকার নেই।

28-Jul-2012 9:59 pm

29-Jul-2012 3:29 pm


বাচ্চাদের নিয়ে ইফতারি

29-Jul-2012 3:29 pm

29-Jul-2012 3:49 pm


কাপড় কিনতে মার্কেটে

29-Jul-2012 3:49 pm

29-Jul-2012 3:51 pm


ইফতারিতে [রোজা না রেখে অবশ্যই:-)]

29-Jul-2012 3:51 pm

29-Jul-2012 3:54 pm


দেখতে কিউট লাগেলেও আংগুল চুষাটা স্বাস্থের জন্য খারাপ।

29-Jul-2012 3:54 pm

29-Jul-2012 6:04 pm


রাস্তায় ইফতারি বিক্রি

29-Jul-2012 6:04 pm

29-Jul-2012 6:04 pm


রাস্তায় ইফতারি বিক্রি

29-Jul-2012 6:04 pm

29-Jul-2012 6:07 pm


ইফতারি কেনা বেচা
    Comments:
  • বিনা কারনে যদি বাচ্চাদের স্কুল থেকে বাহির করে দেয়া হয়ে থাকে তবে তা অপরাধ।

    কিন্তু কম বেতনের স্কুলে না দিয়ে এত বেশি বেতনের স্কুলে বাচ্চাদের দিয়ে আবার বেতন বেশি বলে অভিযোগ করছে কোন অভিভাবক? স্কুল কর্তৃপক্ষ কি পিস্তল দেখিয়ে বাসা থেকে নিয়ে এসে আপনার বাচ্চাকে জোর করে ৭ লাখ টাকায় ওই স্কুলে ভর্তি করিয়েছে?

29-Jul-2012 6:07 pm

30-Jul-2012 3:49 pm


রমজানে ফিতরা দেয়া সম্পর্কে একটি ভাল ভিডিও।

মোটামুটি এখানে বলা হয়েছে
১। টাকা দিয়ে ফিতরা দিবেন না, চাল গম এসব খাদ্য দিয়ে দেবেন।
২। ১ মদিনার সা পরিমান দিবেন, যা ৩ কেজি। বাংলাদেশে আধা সা'র প্রচলন আছে এটা ভুল
৩। ঈদের দিন সকালে দেয়া সবচেয়ে ভাল, তবে শহরে ঈদের কয়েক দিন আগেই দিয়ে দেয়া ভাল যেন সময় মত তার ঘরে তা পৌছতে পারে।
৪। এক ফকিরকে কয়েকজনের ফিতরা দেয়া যাবে, বা এক ফিতরা ভাগ করে কয়েকজনকেও দেয়া যাবে।
৫। ঈদের নামাজের আগে অবশ্যই ফিতরা দিতে হবে। নামাদের পর দিলে সেটা ফিতরা হবে না, সাধারন সদকা হবে।
৬। নাবালক বাচ্চাদের ফিতরাও দিয়ে দিতে হবে।
৭। ফিতরা দেয়া ফরজ।

http://www.youtube.com/watch?v=CQBIqe0umYc

    Comments:
  • পেসক্রিপশন তারা যে পচা হাতের লিখা দিয়ে লিখে, ওই হাতের লিখা দিয়ে প্লেকার্ড কিখেছে?
  • এগুলোকে বলে ফরমুলা। ডাক্তার প্রসক্রিপশনে ব্রেন্ডের নাম লিখে বলে, "এই দুধ নবজাতককে দেবেন, সে আন্ডার ওয়েট"।

30-Jul-2012 3:49 pm

31-Jul-2012 10:53 pm


যা শিখেছি/ রোজা না রাখলে কি করবে?
১। যদি রমজানে রোজা আরম্ভ করে, কিন্তু কোন কারন ছাড়াই ইফতারের আগেই ভেঙ্গে ফেলে, তবে এক রোজার জন্য দুই মাস রোজা রাখতে হবে মাঝে কোন দিন বাদ না দিয়ে।
২। যদি কোন কারন ছাড়া রমজানে একেবারে রোজাই না রাখে, তবে প্রতি রোজার জন্য ১ টি রোজা রাখতে হবে। এবং আল্লাহর কাছে মাফ চাইতে হবে।
৩। যদি অসুস্থতা বা সফরের জন্য ভাঙ্গে, তবে সুস্থ হবার পর, বা বাড়ি ফিরে আসলে রোজা গুলো রাখতে হবে।
৪। যদি আশংকা করে সে সুস্থ হবে না [ডায়বেটিস, বা বার্ধক্য] তবে প্রতি দিন রোজার জন্য এক জন ফকিরকে দুই বেলা খাওয়াতে হবে।

31-Jul-2012 10:53 pm