Post# 1343491173

28-Jul-2012 9:59 pm


যা শিখেছি/ প্রচলিত রোজার নিয়তটা বরং ভুল। "আছুম্মা গাদান" মানে কালকে রোজা রাখব। অথচ সে চায় আজকে রোজা রাখতে। তাহলে রোজার নিয়ত কি? ইচ্ছেটাই হল নিয়ত।

মুখে ডিকলেয়ার করতে চাইলে বাংলায় "আজ রোজা রাখলাম এই কারনে" বলাই যথেষ্ঠ। এটা নফল রোজায় অনেক সময় দরকার হয়।

হজের নিয়ত কিন্তু অন্তরে অন্তরে না করে শব্দ করে শুনিয়ে করতে হবে।

আবার নামাজের নিয়তে মনের ইচ্ছেটাই নিয়ত। কিছু পড়ার দরকার নেই।

28-Jul-2012 9:59 pm

Published
28-Jul-2012