Post# 1343753603

31-Jul-2012 10:53 pm


যা শিখেছি/ রোজা না রাখলে কি করবে?
১। যদি রমজানে রোজা আরম্ভ করে, কিন্তু কোন কারন ছাড়াই ইফতারের আগেই ভেঙ্গে ফেলে, তবে এক রোজার জন্য দুই মাস রোজা রাখতে হবে মাঝে কোন দিন বাদ না দিয়ে।
২। যদি কোন কারন ছাড়া রমজানে একেবারে রোজাই না রাখে, তবে প্রতি রোজার জন্য ১ টি রোজা রাখতে হবে। এবং আল্লাহর কাছে মাফ চাইতে হবে।
৩। যদি অসুস্থতা বা সফরের জন্য ভাঙ্গে, তবে সুস্থ হবার পর, বা বাড়ি ফিরে আসলে রোজা গুলো রাখতে হবে।
৪। যদি আশংকা করে সে সুস্থ হবে না [ডায়বেটিস, বা বার্ধক্য] তবে প্রতি দিন রোজার জন্য এক জন ফকিরকে দুই বেলা খাওয়াতে হবে।

31-Jul-2012 10:53 pm

Published
31-Jul-2012