রমজানে ফিতরা দেয়া সম্পর্কে একটি ভাল ভিডিও।
মোটামুটি এখানে বলা হয়েছে
১। টাকা দিয়ে ফিতরা দিবেন না, চাল গম এসব খাদ্য দিয়ে দেবেন।
২। ১ মদিনার সা পরিমান দিবেন, যা ৩ কেজি। বাংলাদেশে আধা সা'র প্রচলন আছে এটা ভুল
৩। ঈদের দিন সকালে দেয়া সবচেয়ে ভাল, তবে শহরে ঈদের কয়েক দিন আগেই দিয়ে দেয়া ভাল যেন সময় মত তার ঘরে তা পৌছতে পারে।
৪। এক ফকিরকে কয়েকজনের ফিতরা দেয়া যাবে, বা এক ফিতরা ভাগ করে কয়েকজনকেও দেয়া যাবে।
৫। ঈদের নামাজের আগে অবশ্যই ফিতরা দিতে হবে। নামাদের পর দিলে সেটা ফিতরা হবে না, সাধারন সদকা হবে।
৬। নাবালক বাচ্চাদের ফিতরাও দিয়ে দিতে হবে।
৭। ফিতরা দেয়া ফরজ।
http://www.youtube.com/watch?v=CQBIqe0umYc
- Comments:
- পেসক্রিপশন তারা যে পচা হাতের লিখা দিয়ে লিখে, ওই হাতের লিখা দিয়ে প্লেকার্ড কিখেছে?
- এগুলোকে বলে ফরমুলা। ডাক্তার প্রসক্রিপশনে ব্রেন্ডের নাম লিখে বলে, "এই দুধ নবজাতককে দেবেন, সে আন্ডার ওয়েট"।