আজ হুমায়ুন আহমেদের "আল্লাহু, আল্লাহু" জিকিরের কাহিনী পড়লাম। কিভাবে সে থামতে পারছিল না। তার মনে মনে জিকির কিভাবে আশে পাশে সবাই শুনতে পারছিল। স্বপ্নে সে কিভাবে প্রতিদিন নিজেকে কখনো সিজদায় কখনো জিকিরের মজলিশে দেখত। এবং শেষ পর্যন্ত কিভাবে তার উপর জ্বিনের আসর হল সবগুলোই বেশ ধাক্কা খাওয়ার মত।
কমেন্টে দেখলাম আট দশ জন বলছে, স্যার আপনাকে নাস্তিক মনে করে আমরা ভুল করেছিলাম।