"There's no chance that the iPhone is going to get any significant market share. No chance." -- Steve Ballmer CEO Microsoft.
"Apple is slated to come out with a new phone… And it will largely fail…. Sales for the phone will skyrocket initially. However, things will calm down, and the Apple phone will take its place on the shelves... When the iPod solved some major problems with MP3 players. Unfortunately for Apple, problems like that don’t exist in the handset business. Cell phones aren’t clunky, inadequate devices. Instead, they are pretty good. Really good." -- CNET, Michael Kanellos
"We’ve learned and struggled for a few years here figuring out how to make a decent phone. PC guys are not going to just figure this out. They’re not going to just walk in." -- Palm CEO, Ed Colligan
“The iPhone is nothing more than a luxury bauble that will appeal to a few gadget freaks. In terms of its impact on the industry, the iPhone is less relevant… Apple is unlikely to make much of an impact on this market… Apple will sell a few to its fans, but the iPhone won’t make a long-term mark on the industry.” -- Bloomberg, Matthew Lynn
“I can’t believe the hype being given to iPhone… I just have to wonder who will want one of these things (other than the religious faithful)… So please mark this post and come back in two years to see the results of my prediction: I predict they will not sell anywhere near the 10M Jobs predicts for 2008.” -- Microsoft Senior Marketing Director, Richard Sprague
টমেটোর সসে "ভেজাল" কথাটার অর্থ কি? কি থাকলে একে ভেজাল বলবেন? টমেটোর সসে টমেটো ছাড়া কি আর কিছু দেয়া যাবে না? কোন ক্ষতিকর উপাদান আছে, কি পরিমানে? ওই ক্ষতিকর উপাদান কত পরিমানে পারমিটেড?
ক্ষতিকর উপাদান কি কি, তার কোন লিষ্ট কি দেশে আছে? না নাই। দুনিয়ার আর সব দেশ যে দেশে সত্যিকার অর্থে কোয়ালিটি কন্ট্রল আছে সব দেশে সেই লিষ্ট আছে। ফুড প্রসেসররা সে লিষ্ট দেখে কেমিকেল দেয় বা দেয়না। দেশের পরিক্ষকগন কি এ তথ্য গুলো জানার বা জানানোর কোন প্রয়োজন আছে বলে মনে করে? না মনে করে না।
তারা কি পারে? সস আটকিয়ে "ভেজাল", "ক্ষতিকর উপাদান" এসব কথা বলে ইমোশন ক্রিয়েট করতে পারে। দুনিয়ার সবচেয়ে ভাল সস দিয়ে তাদের জিজ্ঞাসা করা হোক তো সেটায় কোন ভেজাল নাই তারা বলবে কিনা, বললে কেন বলবে?
//টেষ্ট বলতে পারব না:)
"আমি আজ সর্বস্ব হারা এক তরুন
আজ আমার চোখেঁ কোন স্বপ্ন নেই
আমার ঘর বন্ধু প্রেয়সী
সমাজ কেউ নেই
আমি আজ জীবন্ত এক লাশের বহন
এই শেয়ার বাজার আমার সব কেড়ে নিয়েছে
কিছু লোক আমাদের স্বপ্ন দেখিয়ে
আমাদের সব কিছু কেড়ে নিয়েছে
আমি আজ তাদের কিছুই বলবোনা
অভিশাপ দিবোনা
শুধু বলবো
না থাক কিছুই বলবোনা
তারা ভালো থাক"
পড়ে আমি কি বলব বুঝছি না।
http://www.prothom-alo.com/detail/date/2012-07-10/news/272500
To be correct, every particle is God's particle. But this one is the least visible one that scientists can observe now.
Interestingly when scientists talk about "God" people believe in them, whether they understand a word of it or not! And then they call it "Science", "logical minded"?
1. Traits: These are like Java Interface but carries method definition too.
2. $a=[1,2,3] instead of $a=array(1,2,3);
3. foo()[0], (new Foo)->bar() and Class::{expr}() are now OK.
4. File upload progress monitor through $_SESSION
and, 5. An embedded web server in php-cli.
Only they are 15 years late. These should have there since v.3
When the sun is rolled up
and when the stars fall lusterless
and when the mountains are blown away
and when the pregnant camels are neglected
and when the wild beasts are herded
and when the oceans are flooded
and when the souls are matched
and when the infant girl who was buried is asked
for what offense she was killed;
And when the pages are opened,
and when the sky is stripped
and when the blaze is fired up
and when the garden is drawn near
each soul will know what it has brought about.
Yes, I swear by the planets that recede,
run, and disappear,
and the night as it darkens
and the dawn as it breaks
that this is the word of a noble messenger,
endowed with power, his rank established in the presence of the Lord of the Throne
obeyed and faithful there.
So your companion is not insane --
he saw him on the clear horizon.
And he isn't grudging with the unseen;
and this isn't the word of an accursed devil.
So where are you going?
This is a message to all peoples,
for any of you who want to be upright.
But you won't want to unless it is the will of God, Lord of the universe.
http://wmpoweruser.com/watch-what-you-store-on-skydriveyou-may-lose-your-microsoft-life/
http://bdnews24.com/bangla/details.php?cid=2&id=199915&hb=top
উনার লিখায় বা কথায় ইসলামের বিদ্বেষ আমি দেখি নি, যেমন কিনা উনার অপর এক ভাইয়ের ক্ষেত্রে দেখা যায়। তাই জিনিষটা চলে যাচ্ছে উনার অন্তরে কি ছিল তার উপর। সেটা উনি আর উনার রব বুঝবেন।
উনার মৃত্যুটা হয়েছিল কিন্তু চাদের আমাবস্যার সময়ে দিনের বেলা।
// এখান থেকে তাকওয়া অর্থ বোঝা যাচ্ছে "ভয়" বা "স্বরন"।
অংক করে প্রমাণ করে দিলেন যে, ইশ্বর = ০^২ এবং আত্মা = ০^১।"
- হুমায়ন আহমেদ
..আর আমি চাচ্ছিলাম আমার মৃত্যুটা, আমার কবরটা এখানে হোক। পরে দেখলাম এটা কবরস্থান হয়ে যাবে। এটা কবরস্থান হওয়ার মতো কোনো জায়গা না। এর চেয়ে গুলিস্তানে... পড়ে থাকা বেটার। এখানে থাকলে দুনিয়ার লোক আসবে একুশে ফেব্রুয়ারিতে ফুল দেওয়ার জন্য, ১৩ই নভেম্বরে ফুল দেওয়ার জন্য। আজেবাজে...এটা হয়ে যাবে কবরস্থান, কবরস্থান বানানোর আমার কোনো ইচ্ছা নাই।
.......তবে আমাদের ওই যে আজিমপুর গোরস্থান যেটা আছে না, এটার এক বছর পরে আমি চলে যাব তলে। ....আমি একটা প্রপোজাল দিছিলাম, এভাবে কবর না দিয়ে আমাকে যদি খাড়া কবর দেন তাহলে জায়গা অনেক কম লাগবে।"
এবিষয়ে হুমায়ুন আহমেদের চিকিৎসার সাথে জড়িত প্রধান ব্যক্তি বিশ্বজিৎ সাহার বত্তব্য জানতে চাইলে তিনি বলেন, শাওনের বক্তব্য আমাকে বিস্মিত ও স্থম্ভিত করেছে। কারণ এয়ারপোর্টে তিনি প্রকাশ্যে বললেন, লাশ দাফনের বিষয়ে হুমায়ুন আহমেদ কিছুই বলে যাননি। কিন্তু দেশে গিয়েই তিনি একেবারেই উল্টো কথা বললেন। "
http://www.mzamin.com/details.php?
http://www.mzamin.com/details.php?nid=MTUwMjY%3D&ty=MA%3D%3D&s=MzY%3D&c=MQ%3D%3D
তকদির আমাদের জন্মর আগ থেকেই ফিক্স করা আছে।
কমেন্টে দেখলাম আট দশ জন বলছে, স্যার আপনাকে নাস্তিক মনে করে আমরা ভুল করেছিলাম।
স্পিড যত তাড়াতাড়ি হয়, নামাজ পড়ার সময় মানুষ তত বেশি অধর্য্য হয়ে যায়।
এ জন্য হারাম শরিফের স্পষ্ট তেলওয়াত শুনে মানুষ কান্না কাটি করে। আর দেশের সুপার ফাষ্ট তিলওয়াতে মনে হতে থাকে কখন নমাজ শেষ হবে।
মুখে ডিকলেয়ার করতে চাইলে বাংলায় "আজ রোজা রাখলাম এই কারনে" বলাই যথেষ্ঠ। এটা নফল রোজায় অনেক সময় দরকার হয়।
হজের নিয়ত কিন্তু অন্তরে অন্তরে না করে শব্দ করে শুনিয়ে করতে হবে।
আবার নামাজের নিয়তে মনের ইচ্ছেটাই নিয়ত। কিছু পড়ার দরকার নেই।
কিন্তু কম বেতনের স্কুলে না দিয়ে এত বেশি বেতনের স্কুলে বাচ্চাদের দিয়ে আবার বেতন বেশি বলে অভিযোগ করছে কোন অভিভাবক? স্কুল কর্তৃপক্ষ কি পিস্তল দেখিয়ে বাসা থেকে নিয়ে এসে আপনার বাচ্চাকে জোর করে ৭ লাখ টাকায় ওই স্কুলে ভর্তি করিয়েছে?
মোটামুটি এখানে বলা হয়েছে
১। টাকা দিয়ে ফিতরা দিবেন না, চাল গম এসব খাদ্য দিয়ে দেবেন।
২। ১ মদিনার সা পরিমান দিবেন, যা ৩ কেজি। বাংলাদেশে আধা সা'র প্রচলন আছে এটা ভুল
৩। ঈদের দিন সকালে দেয়া সবচেয়ে ভাল, তবে শহরে ঈদের কয়েক দিন আগেই দিয়ে দেয়া ভাল যেন সময় মত তার ঘরে তা পৌছতে পারে।
৪। এক ফকিরকে কয়েকজনের ফিতরা দেয়া যাবে, বা এক ফিতরা ভাগ করে কয়েকজনকেও দেয়া যাবে।
৫। ঈদের নামাজের আগে অবশ্যই ফিতরা দিতে হবে। নামাদের পর দিলে সেটা ফিতরা হবে না, সাধারন সদকা হবে।
৬। নাবালক বাচ্চাদের ফিতরাও দিয়ে দিতে হবে।
৭। ফিতরা দেয়া ফরজ।
http://www.youtube.com/watch?v=CQBIqe0umYc