Facebook Posts - January 2013

1-Jan-2013 9:25 pm


ঈমানের সাথে কোরআন শরিফ যারা পড়ে তারা এর থেকে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পায়। আমি কোন্ প্রশ্নের উত্তর কোন্ আয়াত থেকে পেয়েছি তার কিছু কিছু এখানে লিখছি। তবে ফিতনা এড়ানোর জন্য এক্সাক্ট উত্তরটা কি নিয়েছি সেটা আমি লিখছি না। ব্যখ্যার জন্য তফসির গ্রন্থ আছে।

প্রশ্ন: World Peace, বিশ্ব শান্তি? হবে কি?

এর উত্তর পেয়েছি এই আয়াতে

আল্লাহ তায়ালা আদম ও হাওয়া আ: কে বলছেন, জান্নাত থেকে

"তোমরা নেমে যাও তোমাদের এক দল আরেক দলের শত্রু হিসাবে..."

- সুরা বাকারা ২:৩৬

1-Jan-2013 9:25 pm

1-Jan-2013 10:08 pm


The problem with back testing, says David Leinweber, managing director at First Quadrant, a money-management firm in Pasadena, is that it can be manipulated to show nearly anything. To prove his point, Leinweber came up with the following: Would you believe that in the 10 years between 1983 and 1993 you could have used the production of butter in Bangladesh to predict how well the S&P 500 index would perform? On average, Leinweber found, when butter production was up 1%, the S&P 500 was up 2% the next year. Conversely, if butter production was down 10%, you could predict the S&P 500 would be down 20%.

1-Jan-2013 10:08 pm

2-Jan-2013 3:38 pm


প্রশ্ন: ইউরোপ/আমেরিকার পতন কবে হবে?

এর উত্তর পেয়েছি এই আয়াতে:

আল্লাহ তায়ালা বলছেন, "হে ঈসা... আপনার অনুসারিদের আমি কিয়ামত পর্যন্ত কাফিরদের উপর [বিজয়ী] রাখবো..." [সুরা আল ইমরান ৩: ৫৫]

2-Jan-2013 3:38 pm

2-Jan-2013 8:13 pm


পাকিস্তানে সিএনজি সাপ্লাই কমিয়ে দিয়ে তেলে ফিরে যাচ্ছে। তাতে সমস্যা হচ্ছে সিএনজি ছিল বলে তেলের পাম্পের সংখ্যা কম, কিন্তু চাহিদা হটাৎ বেড়ে গিয়েছে। ছবিতে মানুষের তেলের জন্য লাইন ধরেছে।

আমার আশংকা বাংলাদেশও এই পরিনতিতে পড়তে যাচ্ছে। সিএনজি বন্ধ করে দিলে, ঢাকা শহরে এখন কয়টা তেলের পাম্প আছে?

2-Jan-2013 8:13 pm

3-Jan-2013 11:44 pm


"...আল্লাহ যদি কিছু লোক দিয়ে অন্য লোকদের না দমাতেন, তবে দুনিয়া ফাসাদে বিধ্বস্ত হয়ে যেতো। কিন্তু বিশ্ববাসীর প্রতি আল্লাহ করুনাশীল।"

- সুরা বাকারা, ২: ২৫১
http://quran.com/2/251/

যে প্রশ্নের উত্তর পেয়েছি: যুদ্ধ বিগ্রহে কি আল্লাহ তায়ালার সমর্থন আছে?

3-Jan-2013 11:44 pm

4-Jan-2013 12:56 am


"...আল্লাহ যাকে পথ দেখান সে পথ পায়। আর যাকে বিপথগামী করেন, তার জন্য কোন ওলি-মুরশিদ পাবেন না।"
  • সুরা কাহফ, ১৮: ১৭
    http://quran.com/18/17/

    যে প্রশ্নের উত্তর পেয়েছি:

  • কোন পীর-মুরশিদ না ধরেও কি তরিকা [অর্থ: পথ] পাওয়া সম্ভব?

    4-Jan-2013 12:56 am

  • 4-Jan-2013 1:06 am


    "আমার [আল্লাহর] বান্দারা যখন আপনার [রাসুলুল্লাহ সা:] কাছে জিজ্ঞেস করে আমার সম্পর্কে বস্তুতঃ আমি রয়েছি নিকটেই।..."

    - বাকারা ২: ১৮৬

    যে উত্তর পেয়েছি: আল্লাহ কোথায় আছেন বলে আমি অন্তরে ধরে নিব?

    4-Jan-2013 1:06 am

    4-Jan-2013 1:22 am


    আল্লাহ তায়ালা রাসুলুল্লাহ সা: কে বলছেন:

    "আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে তবে আমি তাদের কাছেই।..."

    - বাকারা ২: ১৮৬

    যে উত্তর পেয়েছি: আল্লাহ কোথায় আছেন বলে আমি অন্তরে ধরে নিব?

      Comments:
    • Good news. Freedom is scientifically proven to be bad for your health.

    4-Jan-2013 1:22 am

    4-Jan-2013 1:58 pm


    "...আল্লাহ যাকে পথ দেখান সে পথ পায়। আর যাকে বিপথগামী করেন, তার জন্য কোন ওলি-মুরশিদ পাবেন না।"
  • সুরা কাহফ, ১৮: ১৭
    http://quran.com/18/17/

    যে প্রশ্নের উত্তর পেয়েছি:

  • পীর-মুরশিদ না ধরলে মানুষ বিপথগামী হয় কিন। এবং বিপথগামী হলে পীর-মুরশিদ কোন সাহায্য করতে পারে কিনা।

    4-Jan-2013 1:58 pm

  • 4-Jan-2013 8:05 pm


    "আপনি বলে দিন, 'আমি তোমাদের মতই একজন মানুষ, [পার্থক্য কেবল] আমার কাছে ওহি আসে যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ...'"

    -সুরা কাহফ, ১৮: ১১০ http://quran.com/18/110/

    যে প্রশ্নের উত্তর পেয়েছি:

  • যারা বলে রাসুলুল্লাহ সা: আমাদের মত মানুষ ছিলেন না তাদের কথা ঠিক কিনা?

    4-Jan-2013 8:05 pm

  • 5-Jan-2013 10:13 am


    "Our beloved Sheikh Al Albani was a great scholar but he was not greater than Abu Hanifa, Malik, Al Shaf'ee or Ahmed, may Allah have mercy on them all. You will find him authenticating hadeeths that Imam Ahmed said that they are not authentic. Who would you follow? If you have not studied the sciences of hadeeth, you must follow one of them without knowing for sure who is right and who is wrong. This means that you are a moqalid as well. People who live in glass houses shouldn't throw stones!"
    This post had an attachment, which is now missing

    5-Jan-2013 10:13 am

    5-Jan-2013 10:59 am


    "আমার বান্দারা যখন আপনাকে [রাসুলুল্লাহ সা: কে] জিজ্ঞেস করে আমার সম্পর্কে তবে আমি [আল্লাহ] তাদের [বান্দাদের] কাছেই।..."

    - বাকারা ২: ১৮৬

    যে উত্তর পেয়েছি:

  • আল্লাহ "শুধুমাত্র আরশে" আছেন নাকি "সর্বত্র আছেন" এ বিতর্কে কোন পক্ষ নেবার প্রয়োজন আছে কিনা।

    5-Jan-2013 10:59 am

  • 5-Jan-2013 4:47 pm


    "বান্দারা আমার ব্যপারে আপনাকে জিজ্ঞাসা করে: আমি কাছে, ..."

    - বাকারা ২: ১৮৬ http://quran.com/2/186/

    যে প্রশ্নের উত্তর পেয়েছি:

  • আল্লাহ কোথায়? এ তর্কে আমাদের লিপ্ত হওয়া কি উচিৎ?

    5-Jan-2013 4:47 pm

  • 6-Jan-2013 6:38 pm


    কয়েকটা আয়াত যেখানে আমি এক সেন্সে অর্থ নিয়েছিলাম, কিন্তু পরে দেখি অর্থটা ভিন্ন কোন সেন্সে আসলে ব্যখ্যা করা হয়েছে:

    "আর আল্লাহর পথে দান কর, এবং নিজেদের হাত দ্বারা নিজেদেরকে ধ্বংসের দিকে ছুড়ে দিও না। ইহসান কর। আল্লাহ তায়ালা ইহসানকারীদের ভালবাসেন।"

    -সুরা বাকারা ২: ১৯৫ http://quran.com/2/195/

    এখানে আমি ধরে নিয়েছিলাম এখানে বলা হচ্ছে "[কৃপনতার দ্বারা] নিজেদের হাত দ্বারা নিজেদের ধ্বংশ করো না"। কিন্তু পরে অন্যত্র ব্যাখ্যায় দেখি আসলে "[সবকিছু দান করে দিয়ে] নিজেদের হাত দ্বারা নিজেদের ধ্বংশের দিকে নিয়ে যেও না" -- এরকম।

    6-Jan-2013 6:38 pm

    6-Jan-2013 9:15 pm


    "...
    যে-বই তোমায় দেখায় ভয়
    সেগুলো কোনো বই-ই নয়
    সে-বই তুমি পড়বেনা।

    যে-বই তোমায় অন্ধ করে
    সে-বই তোমায় বন্ধ করে।
    সে-বই তুমি ধরবেনা।
    ..."

    - ৫ম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত হুমায়ুন আজাদের 'বই' কবিতা থেকে।

    6-Jan-2013 9:15 pm

    6-Jan-2013 10:45 pm


    "... তারা [মুসলিমরা] আপনাকে [রাসুলুল্লাহ সা: কে] জিজ্ঞাসা করে 'কি দান করবো?'
    বলুন 'অতিরিক্তটা' ..."

    - সুরা বাকারা ২: ২১৯ http://quran.com/2/219
    যে উত্তর পেয়েছি: কতটুক দান করতে হবে তার একটা সুন্দর গাইডলাইন।

    6-Jan-2013 10:45 pm

    7-Jan-2013 8:48 pm


    "যাকে ইচ্ছে তিনি 'বিচক্ষনতা' দান করেন।
    আর যাকেই বিচক্ষনতা দান করা হল তাকে অনেক ভাল কিছু দান করা হল।"

    - সুরা বাকারা, ২: ২৬৯ http://quran.com/2/269/

    7-Jan-2013 8:48 pm

    8-Jan-2013 1:46 pm


    "The attitude of some brothers who try to give the impression that they are the protectors of Aqeedah is quite alarming."

    ফেসবুকে এসে শায়েখ দুনিয়ার প্রকৃত হাল দেখতে পারছেন।

    কি কি কারনে কোন কোন গ্রুপ-মতালম্বির অনুসারিরা আমাকে 'কাফির' ফতোয়া দিতে পারে, এবং সেগুলো কি করে এড়ানো সম্ভত সে ব্যপারে আমার কিছু এক্সপেরিয়েন্স আছে। :)

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • 8) (Y)

    8-Jan-2013 1:46 pm

    11-Jan-2013 8:00 pm


    Parenting Tip: ইউটিউবে বসে বসে "Fail" ভিডিওগুলো দেখছিলাম। বাচ্চাটা বসে আমার সাথে দেখতে লাগলো। মনে করলাম দেখুক! এদের পরিনতি বুঝে এরকম বোকামি, স্টান্ট, লাফা লাফি করবে না।

    Surprise: বিকালে দেখি টেবিলের উপর থেকে সোফার উপর লাফ দিয়ে নিজেই স্টান্ট দেখাচ্ছে।

    Bonus: বাকি ভাইবোনদের ডেকে এনে এদের শিখিয়ে, রিতিমত কম্পিটিশন।

    // Parenting FAIL!

    11-Jan-2013 8:00 pm

    11-Jan-2013 8:41 pm


    প্রশ্ন: বাংলাদেশের "গাওয়া ঘি" এর উৎপাদনের সাথে আমেরিকার স্টক মার্কেটের সকল শেয়ার দাম বাড়া-কমার কোন সম্পর্ক আছে?

    "না" বললেন?

    ভুল! আছে এবং ভাল রকম সম্পর্কই আছে। আমাদের দেশে ঘি এর উদপাদন প্রতি বছর যতটুকু বাড়ে বা কমে, আমেরিকার বাজারে শেয়ারের দাম ঠিক তার পরের বছর এর দ্বিগুন পার্সেন্ট বাড়ে বা কমে! বিখ্যাত Data Scientist David Leinweber এর "Butter In Bangladesh" থিউরি:

    "Would you believe that in the 10 years between 1983 and 1993 you could have used the production of butter in Bangladesh to predict how well the S&P 500 index would perform? On average, Leinweber found, when butter production was up 1%, the S&P 500 was up 2% the next year. Conversely, if butter production was down 10%, S&P 500 would be down 20%."

    http://investingcaffeine.com/2009/08/11/stock-market-nirvana-butter-in-bangladesh/

    http://investingcaffeine.com/2009/08/11/stock-market-nirvana-butter-in-bangladesh/

    11-Jan-2013 8:41 pm

    12-Jan-2013 8:50 pm


    ৮০র দশকে পেপারে মাঝে মাঝেই খবর বের হতো "২০০৫ সাল নাগাদ বাংলাদেশ সমূদ্রে ডুবিয়া যাইবে" এইসব। অবভিয়াসলি সেটা আর দশটা বৈজ্ঞানিকদের ভবিষ্যৎবানীর মত ভুল ছিল।

    আমার মনে হয়, বাংলাদেশ যদি ধংশ হয়, তবে বন্যায় না, বরং ভূমিকম্পে হবে। এই ছোট ছোট ভূমিকম্পগুলো আমাদেরকে অনেকটা আতংকিত করে চলছে। তিনদিন আগেও আরেকটা হলো।

    ২০০৯ সালে ইটালির এক জাগায় এরকম ছোট ছোট ভুমিকম্প হতো কিছু দিন ধরে। মানুষ বড় ভুমিকম্প আসছে ধরে নিয়ে এলাকা ছেড়ে পালাচ্ছিলো। তখন ছয় জন বিজ্ঞানি মিলে এক বিবৃতি দেয়, "সাইন্টিফিকালি এখানে বড় ভুমিকম্প হবার কোন কারন নেই। বাসায় থাকেন। গুজবে কান দিবেন না।" এ সব। এই বিবৃতি দেবার ঠিক ছয় দিন পর বিশাল ভুমিকম্প হয়ে ৩০০ জন মারা যায়।

    ওই বিবৃতি দেয়ার আগ পর্যন্ত, মানুষ রাতে ঘরের বাহিরে ঘুমাচ্ছিল। তাদের কথা শুনে ঘরে ঘুমানো আরম্ভ করে। এবং ভূমিকম্পটাও হয় রাত তিনটায়। ঘুমের মাঝে মারা যায় এতগুলো মানুষ।

    http://en.wikipedia.org/wiki/2009_L'Aquila_earthquake

    এর পর ওই ছয় জনের বিরুদ্ধে মানুষ হত্যার মামলা করে জেল দেয়া হয়।

    12-Jan-2013 8:50 pm

    13-Jan-2013 7:20 pm


    আমাদের "ইনটারনেট মুফতি" র একটা সার্টিফিকেটও আছে :-)

    13-Jan-2013 7:20 pm

    13-Jan-2013 9:29 pm


    শিশু পার্কে বাচ্চাদের নিয়ে।

    13-Jan-2013 9:29 pm

    13-Jan-2013 9:29 pm


    শিশু পার্কে বাচ্চাদের নিয়ে।

    13-Jan-2013 9:29 pm

    13-Jan-2013 9:30 pm


    শিশু পার্কে বাচ্চাদের নিয়ে।

    13-Jan-2013 9:30 pm

    13-Jan-2013 9:30 pm


    শিশু পার্কে বাচ্চাদের নিয়ে।

    13-Jan-2013 9:30 pm

    13-Jan-2013 9:30 pm


    শিশু পার্কে বাচ্চাদের নিয়ে।

    13-Jan-2013 9:30 pm

    13-Jan-2013 9:30 pm


    শিশু পার্কে বাচ্চাদের নিয়ে।

    13-Jan-2013 9:30 pm

    13-Jan-2013 9:30 pm


    শিশু পার্কে বাচ্চাদের নিয়ে।

    13-Jan-2013 9:30 pm

    13-Jan-2013 9:30 pm


    শিশু পার্কে বাচ্চাদের নিয়ে।

    13-Jan-2013 9:30 pm

    13-Jan-2013 9:30 pm


    শিশু পার্কে বাচ্চাদের নিয়ে।

    13-Jan-2013 9:30 pm

    13-Jan-2013 9:30 pm


    শিশু পার্কে বাচ্চাদের নিয়ে।

    13-Jan-2013 9:30 pm

    13-Jan-2013 9:30 pm


    শিশু পার্কে বাচ্চাদের নিয়ে।

    13-Jan-2013 9:30 pm

    13-Jan-2013 9:30 pm


    শিশু পার্কে বাচ্চাদের নিয়ে।

    13-Jan-2013 9:30 pm

    13-Jan-2013 9:30 pm


    শিশু পার্কে বাচ্চাদের নিয়ে।

    13-Jan-2013 9:30 pm

    13-Jan-2013 9:30 pm


    শিশু পার্কে বাচ্চাদের নিয়ে।

    13-Jan-2013 9:30 pm

    13-Jan-2013 9:30 pm


    শিশু পার্কে বাচ্চাদের নিয়ে।

    13-Jan-2013 9:30 pm

    13-Jan-2013 9:30 pm


    শিশু পার্কে বাচ্চাদের নিয়ে।

    13-Jan-2013 9:30 pm

    13-Jan-2013 9:30 pm


    শিশু পার্কে বাচ্চাদের নিয়ে।

    13-Jan-2013 9:30 pm

    13-Jan-2013 9:30 pm


    by the way: পিছনের দেয়ালের আকিবুকিগুলোও তার করা।

    13-Jan-2013 9:30 pm

    13-Jan-2013 9:30 pm


    শিশু পার্কে বাচ্চাদের নিয়ে।

    13-Jan-2013 9:30 pm

    13-Jan-2013 9:30 pm


    শিশু পার্কে বাচ্চাদের নিয়ে।

    13-Jan-2013 9:30 pm

    13-Jan-2013 9:30 pm


    শিশু পার্কে বাচ্চাদের নিয়ে।

    13-Jan-2013 9:30 pm

    13-Jan-2013 9:30 pm


    শিশু পার্কে বাচ্চাদের নিয়ে।

    13-Jan-2013 9:30 pm

    14-Jan-2013 8:29 pm


    বাংলাদেশে ছেলেগুলো সব মেরুদন্ডহীন হয়ে পড়ছে। আজকে প্রথম আলোর খবর ১৯ বছরের এক ছেলের ঘড়ে মেয়ে এসে হাজির বিয়ে করতে হবে দাবিতে। মোবাইল ফোনে নাকি পরিচয়। ছেলে রাজি না থাকলেও পুলিশের উপস্থিতিতে ছেলে আর তার পরিবার রাতে বিয়ে দিতে বাধ্য হয়।

    কয়েকদিন আগে মানব-জমিনে খবর বেরিয়েছে এক মেয়ে বিয়ে করতে রাজি নয় দেখে কিভাবে মেয়েটা ছেলেকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছে। জামিনের সময় কোন এটর্নি জেনারেলের সামনে মেয়েটা কান্না কাটি করে জামিন বাতিল করিয়েছে। তার পর ছেলেটা বিয়েতে রাজি হবার পর ওই এটর্নি জেনারেলকে দিয়ে এক দিনেই তাকে জেল থেকে বের করেছে।

    কাপুরুষ এক জেনারেশন।

    14-Jan-2013 8:29 pm

    15-Jan-2013 11:21 am


    : এই ভাই? আপনি ব্রিজ থেকে লাফ দিতে যাচ্ছেন কেন?
    : আমি মরতে চাই! কেউ আমাকে ভালবাসে না।
    : কিন্তু আল্লাহতো আপনাকে ভালবাসে। আপনি আল্লাহকে বিশ্বাস করেন?
    : জ্বি।
    : আপনি মুসলিম?
    : আমি মুসলিম!
    : আলহামদুলিল্লাহ আমরা দুজনেই মুসলিম! আপনি শিয়া নাকি সুন্নি?
    : সুন্নি
    : আরে ভাই আমিও সুন্নি! মাজহাব কি?
    : হানাফি।
    : আমিও হানাফি! দেওবন্দি নাকি বিরলভী?
    : বিরলভী।
    : আমিও ভাই বিরলভী! তাফকিরি নাকি তানজিহি?
    : তানজিহি
    : আমিও! তানজিহি আজমিরি নাকি তানজিহি ফরহাতি?
    : তানজিহি ফরহাতি!
    : কি? তানজিহি ফরহাতি??? কাফির! তোর মরাই ভাল ছিল!

    http://www.youtube.com/watch?v=SS9TxuMexMU

    http://www.youtube.com/watch?v=SS9TxuMexMU

      Comments:
    • youtube এখনো আসেনা। HTTPS ব্যবহার করতে হয়। নিচের লিংক কাজ করবে [HTTPS দিয়ে]:

      https://www.youtube.com/watch?v=SS9TxuMexMU
      http://www.youtube.com/watch?v=SS9TxuMexMU

    15-Jan-2013 11:21 am

    15-Jan-2013 8:29 pm


    A coding Gem.

    15-Jan-2013 8:29 pm

    16-Jan-2013 9:38 pm


    মুসলিমদের মূল ধারাটা সবসময় সঠিকের উপর থাকবে। তাই অধিকাংশ আলেমের যা মত, আমারও তাই মত।

    প্রশ্নটাছিল: আকিদা আর স্টেটিসটিক্সের মাঝে কোন সম্পর্ক আছে কি?

    16-Jan-2013 9:38 pm

    17-Jan-2013 8:33 pm


    Life:
    KFC থেকে খেয়ে মাত্র বের হয়েছি। পথে ফোন। কথার মাঝে জিজ্ঞাসা করলো, "কোথা থেকে আসছো বললে? KFC? জানো না! তাদের মুরগি হারাম। ওরা মুরগি জবাই করে না। কারেন্টের শক দিয়ে মেরে তার পর প্রসেস করে। ডিসের নিউজে একবার দেখিয়েছে। KFC র কারখানার এক কর্মীই বলেছে। শক দিয়ে মারলে নাকি রক্ত গোস্তের সাথে মিশে যায় এবং তাতে টেস্ট অনেক ভাল হয়। এর জন্য KFC র মালিকের নির্দেশেই জবাই না করে শক দিয়ে মারা হয়।"

    কি??? ওয়াক! এখন কি করবো? বমি করে ফেলে দিব?

    নেটে সার্চ দিলাম। হুম, কথাগুলো মনে হচ্ছে ঠিক না। KFC র নিজের কোন ফার্ম নেই। আফতাব পোল্ট্রিজ থেকে কিনে। তারাই প্রসেসড মুরগি সাপ্লাই দেয়।

    কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে, এর পর আর KFC তে যাওয়া উচিৎ হতে? নাকি হবে না?

    17-Jan-2013 8:33 pm

    18-Jan-2013 2:16 pm


    "If you don't stick to your values when they're being tested, they're not values: they're hobbies."

    18-Jan-2013 2:16 pm

    25-Jan-2013 11:46 am


    Through I hold a Persian cup
    The wine is pure Hejaz

    Thought I sing an Indian song
    The tune is of the Arabian cast

    -Iqbal

    25-Jan-2013 11:46 am

    28-Jan-2013 10:55 pm


    ইবনু আব্বাস (রা:) বলেন, রাসূলুল্লাহ () বলেছেন:

    من رأى من أميره شيئا يكرهه فليصبر فإنه ليس أحد يفارق الجماعة شبرا فيموت إلا مات ميتة جاهلية

    “কেউ তার শাসক বা প্রশাসক থেকে কোন অপছন্দনীয় বিষয় দেখলে তাকে ধৈর্য্য ধারণ করতে হবে। কারণ যদি কেউ জামা‘আতের (মুসলিম সমাজ বা রাষ্ট্রের ঐক্যের বা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠির সিদ্ধান্তের) বাইরে এক বিঘতও বের হয়ে যায় এবং এই অবস্থায় মৃত্যু বরণ করে, তাহলে সে জাহিলী মৃত্যু বরণ করল।”

    আবু হুরাইরা (রা:) বলেন, রাসূলুল্লাহ () বলেছেন:

    من خرج من الطاعة وفارق الجماعة فمات مات ميتة جاهلية

    “যে ব্যক্তি রাষ্ট্রীয় আনুগত্য থেকে বের হয়ে এবং জামা‘আত বা মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে মৃত্যু বরণ করল সে জাহিলী মৃত্যু বরণ করল।”

    ৬০ হিজরীতে হযরত মু‘আবিয়ার (রা) ইন্তেকালের পরে ইয়াযিদ শাসনভার গ্রহণ করেন এবং চার বছর শাসন করে ৬৪ হিজরীতে মৃত্যু বরণ করেন। তার শাসনামলে ৬৩ হিজরীতে মদীনার অধিবাসীগণ ইয়াযিদের জুলুম-অত্যাচার, ইমাম হুসাইনের শাহাদত ইত্যাদি বিভিন্ন কারণে বিদ্রোহ করেন। তাদের বিদ্রোহ ছিল যুক্তিসঙ্গত এবং একান্তুই আল্লাহর ওয়াস্তে ও অন্যায় পরিবর্তন ও প্রতিরোধের অনুপ্রেরণা নিয়ে। কিন্তু তা সত্বেও সে সময়ে জীবিত সাহাবীগণ বিদ্রোহে রাজী ছিলেন না। সাহাবী আব্দুল্লাহ ইবনু উমর (রা) মদীনাবাসীদের বিদ্রোহের নেতা আব্দুল্লাহ ইবনু মুতি’র নিকট গমন করেন। তিনি তাকে সম্মানের সাথে বসতে অনুরোধ করেন। ইবনু উমর বলেন: আমি বসতে আসিনি। আমি তোমাকে একটি হাদীস শুনাতে এসেছি। আমি রাসূলুল্লাহ ()-কে বলতে শুনেছি:

    من خلع يدا من طاعة لقي الله يوم القيامة لا حجة له ومن مات وليس في عنقه بيعة مات ميتة جاهلية

    “যে ব্যক্তি রাষ্ট্রীয় আনুগত্য থেকে নিজেকে বের করে নিল সে কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাত হলে নিজের জন্য কোন ওজর আপত্তি পাবে না। আর যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যু বরণ করল যে, তার গলায় কোন বাইয়াত বা রাষ্ট্রীয় আনুগত্যের শপথ নেই সে ব্যক্তি জাহিলী মৃত্যু বরণ করল।”

    উম্মু সালামা (রা) বলেন, রাসূলুল্লাহ () বলেন,

    إِنَّهُ يُسْتَعْمَلُ عَلَيْكُمْ أُمَرَاءُ فَتَعْرِفُونَ وَتُنْكِرُونَ فَمَنْ كَرِهَ فَقَدْ بَرِئَ وَمَنْ أَنْكَرَ فَقَدْ سَلِمَ وَلَكِنْ مَنْ رَضِيَ وَتَابَعَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَلا نُقَاتِلُهُمْ قَالَ لا مَا صَلَّوْا

    “অচিরেই তোমাদের উপর অনেক শাসক প্রশাসক আসবে যারা ন্যায় ও অন্যায় উভয় প্রকারের কাজ করবে। যে ব্যক্তি তাদের অন্যায়কে ঘৃণা করবে সে অন্যায়ের অপরাধ থেকে মুক্ত হবে। আর যে ব্যক্তি আপত্তি করবে সে (আল্লাহর অসন্তুষ্টি থেকে) নিরাপত্তা পাবে। কিন্তু যে এ সকল অন্যায় কাজ মেনে নেবে বা তাদের অনুসরণ করবে (সে বাঁচতে পারবে না।)” সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না? তিনি বলেন, “না, যতক্ষণ তারা সালাত আদায় করবে।”

    এভাবে আমরা দেখছি যে, যদি কোনো নাগরিক তার সরকারের অন্যায় সমর্থন করেন, অন্যায়ের প্রতি সন্তুষ্ট থাকেন বা অন্যায়ের ক্ষেত্রে সরকারের অনুসরণ করেন তবে তিনি তার সরকারের পাপের ভাগী হবেন। এছাড়া অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা, চাকরী, কর্ম বা রাষ্ট্রীয় আনুগত্যের কারণে কোনো নাগরিক পাপী হবে না। কুরআনে উল্লেখ করা হয়েছে যে, ইউসূফ (আ) কাফির ফিরাউনের অধীনে স্বেচ্ছায় কর্মগ্রহণ করেছেন। এজন্য কোনো অবস্থাতেই তাঁকে ফিরাউনের কুফর, শিরক বা আল্লাহর আইন বিরোধিতায় সহযোগী বলে কল্পনা করা যায় না।

    যালিম, পাপী বা অন্যায়ে লিপ্ত শাসক বা প্রশাসকের অন্যায়ের প্রতি আপত্তি সহ তার আনুগত্য বজায় রাখাই ইসলামের নির্দেশ। যালিম বা পাপী শাসক, প্রশাসক বা সরকার যদি পাপের নির্দেশ দেয় তবে তা মান্য করা যাবে না। অন্যান্য ক্ষেত্রে রাষ্ট্রীয় আনুগত্য ও সংহতি বজায় রাখতে হবে। আউফ ইবনু মালিক (রা) বলেন, রাসূলুল্লাহ বলেছেন,

    ألا من ولي عليه وال فرآه يأتي شيئا من معصية الله فليكره ما يأتي من معصية الله ولا ينزعن يدا من طاعة

    “তোমরা হুশিয়ার থাকবে! তোমাদের কারো উপরে যদি কোনো শাসক-প্রশাসক নিযুক্ত হন এবং সে দেখতে পায় যে, উক্ত শাসক বা প্রশাসক আল্লাহর অবাধ্যতার কোনো কাজে লিপ্ত হচ্ছেন, তবে সে যেন আল্লাহর অবাধ্যতার উক্ত কর্মকে ঘৃণা করে, কিন্তু আনুগত্য থেকে হাত গুটিয়ে নেবে না।”

    অন্য বর্ণনায়:

    إذا رأيتم من ولاتكم شيئا تكرهونه فاكرهوا عمله ولا تنزعوا يدا من طاعة

    “যখন তোমরা তোমাদের শাসক-প্রশাসকগণ থেকে এমন কিছু দেখবে যা তোমরা অপছন্দ কর, তখন তোমরা তার কর্মকে অপছন্দ করবে, কিন্তু তার আনুগত্য থেকে হাত গুটিয়ে নিবে না।”

    আরো অনেক হাদীসে পক্ষপাতিত্ব, যুলুম ও পাপে লিপ্ত শাসক বা সরকারের প্রতি রাষ্ট্রীয় আনুগত্য বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এরূপ শাসক বা সরকার কোনো ইসলাম বিরোধী নির্দেশ প্রদান করলে তা পালন করা যাবে না। আবার অন্যায় নির্দেশের কারণে বিদ্রোহ বা অবাধ্যতাও করা যাবে না। বরং রাষ্ট্রীয় সংহতি ও আনুগত্য বজায় রাখতে হবে। তবে শাসক বা প্রশাসক সন্দেহাতীত ভাবে প্রমাণিত সুস্পষ্ট কুফরীতে লিপ্ত হলে বিদ্রোহ বা আনুগত্য পরিত্যাগের অনুমতি দেওয়া হয়েছে।

    http://assunnahtrust.com/site/?page_id=770

    28-Jan-2013 10:55 pm

    29-Jan-2013 9:03 pm


    আবূ সাঈদ খুদরী (রা) বলেন, ইয়ামান থেকে আলী (রা) মাটি মিশ্রিত কিছু স্বর্ণ প্রেরণ করেন। তিনি উক্ত স্বর্ণ ৪ জন নওমুসলিম আরবীয় নেতার মধ্যে বণ্টন করে দেন। তখন বসা চক্ষু, উচু গাল, বড় কপাল ও মুণ্ডিত চুল, যুল খুওয়াইসিরা নামক এক ব্যক্তি দাঁড়িয়ে বলে:

    يا رسول الله اتق الله (ما عدلت) قال ويلك أو لست أحق أهل الأرض أن يتقي الله (من يطع الله إذا عصيت، من يعدل إذا لم أعدل، أيأمنني الله على أهل الأرض فلا تأمنونني) قال ثم ولى الرجل قال خالد بن الوليد يا رسول الله ألا أضرب عنقه قال لا لعله أن يكون يصلي فقال خالد وكم من مصل يقول بلسانه ما ليس في قلبه قال رسول الله إني لم أومر أن أنقب قلوب الناس ولا أشق بطونهم قال ثم نظر إليه وهو مقف فقال إنه يخرج من ضئضئ هذا قوم يتلون كتاب الله رطبا لا يجاوز حناجرهم (يحقر أحدكم صلاته مع صلاتهم وصيامه مع صيامهم) يمرقون من الدين كما يمرق السهم من الرمية. يقتلون أهل الإسلام ويدعون أهل الأوثان لئن أدركتهم لأقتلنهم قتل عاد

    হে আল্লাহর রাসূল, আল্লাহকে ভয় করুন, আপনি তো বে ইনসাফি করলেন! তিনি বলেন, দুর্ভোগ তোমার! পৃথিবীর বুকে আল্লাহকে ভয় করার সবচেয়ে বড় অধিকার কি আমার নয়? আমি যদি আল্লাহর অবাধ্যতা করি বা বে-ইনসাফি করি তবে আল্লাহর আনুগত্য এবং ন্যায় বিচার আর কে করবে? আল্লাহ আমাকে পৃথিবীবাসীর বিষয়ে বিশ্বস্ত বলে গণ্য করলেন, আর তোমরা আমার বিশ্বস্ততায় আস্থা রাখতে পারছ না! এরপর লোকটি চলে গেল। তখন খালিদ ইবনুল ওয়ালিদ (রা) বলেন, হে আল্লাহর রাসূল, আমি কি লোকটিকে মৃত্যুদণ্ড প্রদান করব না? তিনি বলেন, না। হয়তবা লোকটি সালাত আদায় করে। খালিদ (রা) বলেন, কত মুসল্লীই তো আছে যে মুখে যা বলে তার অন্তরে তা নেই। তখন রাসুলুল্লাহ () বলেন, আমাকে নির্দেশ দেওয়া হয় নি যে, আমি মানুষের অন্তর খুঁজে দেখব বা তাদের পেট ফেড়ে দেখব। অতঃপর তিনি গমনরত উক্ত ব্যক্তির দিকে দৃষ্টিপাত করে বলেন, এই ব্যক্তির অনুগামীদের মধ্যে এমন একদল মানুষ বের হবে যারা সদাসর্বদা সুন্দর-হৃদয়গ্রাহীভাবে কুরআন তিলাওয়াত করবে, অথচ কুরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তাদের সালাত দেখে তোমাদের মধ্যকার একজন মানুষ নিজের সালাতকে ঘৃণা করবে, তাদের সিয়াম দেখে তোমাদের মধ্যকার একজন মানুষ নিজের সিয়ামকে ঘৃণা করবে। তীর যেমন শিকারের দেহ ভেদ করে বেরিয়ে চলে যায়, এরাও তেমনি ইসলামের মধ্যে প্রবেশ করে আবার বেরিয়ে চলে যাবে। তারা ইসলামে অনুসারীদের হত্যা করবে এবং প্রতিমা-পাথরের অনুসারীদের ছেড়ে দেবে। আমি যদি তাদেরকে পাই তবে আদ সম্প্রদায়কে যেভাবে নির্মুল করা হয়েছিল সেভাবেই আমি তাদেরকে হত্যা করে নির্মুল করব।

    29-Jan-2013 9:03 pm

    31-Jan-2013 8:44 am


    Today I Learned: ঔষধের blind test এর সময় যে placebo ব্যবহার করা হয়, সেগুলো আসলে sugar pill না, যদিও আমি তাই ধারনা করেছিলাম। placebo তে ইচ্ছে করে এমন উপাদান মিশানো হয় যেনো রোগি আরো অসুস্থ হয়ে পড়ে এবং ওষুধটা কমপারেটিভলি ভাল দেখায়।

    http://asserttrue.blogspot.com/2013/01/are-placebos-really-sugar-pills.html

    31-Jan-2013 8:44 am

    31-Jan-2013 8:55 pm


    There are three hard problems in programming:
  • cache invalidation
  • naming things
  • off-by-1 errors

    31-Jan-2013 8:55 pm