Post# 1357135982

2-Jan-2013 8:13 pm


পাকিস্তানে সিএনজি সাপ্লাই কমিয়ে দিয়ে তেলে ফিরে যাচ্ছে। তাতে সমস্যা হচ্ছে সিএনজি ছিল বলে তেলের পাম্পের সংখ্যা কম, কিন্তু চাহিদা হটাৎ বেড়ে গিয়েছে। ছবিতে মানুষের তেলের জন্য লাইন ধরেছে।

আমার আশংকা বাংলাদেশও এই পরিনতিতে পড়তে যাচ্ছে। সিএনজি বন্ধ করে দিলে, ঢাকা শহরে এখন কয়টা তেলের পাম্প আছে?

2-Jan-2013 8:13 pm

Published
2-Jan-2013