Post# 1358002251

12-Jan-2013 8:50 pm


৮০র দশকে পেপারে মাঝে মাঝেই খবর বের হতো "২০০৫ সাল নাগাদ বাংলাদেশ সমূদ্রে ডুবিয়া যাইবে" এইসব। অবভিয়াসলি সেটা আর দশটা বৈজ্ঞানিকদের ভবিষ্যৎবানীর মত ভুল ছিল।

আমার মনে হয়, বাংলাদেশ যদি ধংশ হয়, তবে বন্যায় না, বরং ভূমিকম্পে হবে। এই ছোট ছোট ভূমিকম্পগুলো আমাদেরকে অনেকটা আতংকিত করে চলছে। তিনদিন আগেও আরেকটা হলো।

২০০৯ সালে ইটালির এক জাগায় এরকম ছোট ছোট ভুমিকম্প হতো কিছু দিন ধরে। মানুষ বড় ভুমিকম্প আসছে ধরে নিয়ে এলাকা ছেড়ে পালাচ্ছিলো। তখন ছয় জন বিজ্ঞানি মিলে এক বিবৃতি দেয়, "সাইন্টিফিকালি এখানে বড় ভুমিকম্প হবার কোন কারন নেই। বাসায় থাকেন। গুজবে কান দিবেন না।" এ সব। এই বিবৃতি দেবার ঠিক ছয় দিন পর বিশাল ভুমিকম্প হয়ে ৩০০ জন মারা যায়।

ওই বিবৃতি দেয়ার আগ পর্যন্ত, মানুষ রাতে ঘরের বাহিরে ঘুমাচ্ছিল। তাদের কথা শুনে ঘরে ঘুমানো আরম্ভ করে। এবং ভূমিকম্পটাও হয় রাত তিনটায়। ঘুমের মাঝে মারা যায় এতগুলো মানুষ।

http://en.wikipedia.org/wiki/2009_L'Aquila_earthquake

এর পর ওই ছয় জনের বিরুদ্ধে মানুষ হত্যার মামলা করে জেল দেয়া হয়।

12-Jan-2013 8:50 pm

Published
12-Jan-2013