Post# 1358433201

17-Jan-2013 8:33 pm


Life:
KFC থেকে খেয়ে মাত্র বের হয়েছি। পথে ফোন। কথার মাঝে জিজ্ঞাসা করলো, "কোথা থেকে আসছো বললে? KFC? জানো না! তাদের মুরগি হারাম। ওরা মুরগি জবাই করে না। কারেন্টের শক দিয়ে মেরে তার পর প্রসেস করে। ডিসের নিউজে একবার দেখিয়েছে। KFC র কারখানার এক কর্মীই বলেছে। শক দিয়ে মারলে নাকি রক্ত গোস্তের সাথে মিশে যায় এবং তাতে টেস্ট অনেক ভাল হয়। এর জন্য KFC র মালিকের নির্দেশেই জবাই না করে শক দিয়ে মারা হয়।"

কি??? ওয়াক! এখন কি করবো? বমি করে ফেলে দিব?

নেটে সার্চ দিলাম। হুম, কথাগুলো মনে হচ্ছে ঠিক না। KFC র নিজের কোন ফার্ম নেই। আফতাব পোল্ট্রিজ থেকে কিনে। তারাই প্রসেসড মুরগি সাপ্লাই দেয়।

কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে, এর পর আর KFC তে যাওয়া উচিৎ হতে? নাকি হবে না?

17-Jan-2013 8:33 pm

Published
17-Jan-2013