Post# 1357475931

6-Jan-2013 6:38 pm


কয়েকটা আয়াত যেখানে আমি এক সেন্সে অর্থ নিয়েছিলাম, কিন্তু পরে দেখি অর্থটা ভিন্ন কোন সেন্সে আসলে ব্যখ্যা করা হয়েছে:

"আর আল্লাহর পথে দান কর, এবং নিজেদের হাত দ্বারা নিজেদেরকে ধ্বংসের দিকে ছুড়ে দিও না। ইহসান কর। আল্লাহ তায়ালা ইহসানকারীদের ভালবাসেন।"

-সুরা বাকারা ২: ১৯৫ http://quran.com/2/195/

এখানে আমি ধরে নিয়েছিলাম এখানে বলা হচ্ছে "[কৃপনতার দ্বারা] নিজেদের হাত দ্বারা নিজেদের ধ্বংশ করো না"। কিন্তু পরে অন্যত্র ব্যাখ্যায় দেখি আসলে "[সবকিছু দান করে দিয়ে] নিজেদের হাত দ্বারা নিজেদের ধ্বংশের দিকে নিয়ে যেও না" -- এরকম।

6-Jan-2013 6:38 pm

Published
6-Jan-2013