Facebook Posts - August 2015

1-Aug-2015 6:12 am


"ঈগলের পোলায় ভাত খাইয়া বড় হইছে আর তরে কি আমি হাওয়া খাওয়াইয়া বড় করছি?" -- ক্লাসিক্যল পেরেন্টিং।
এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
    Comments:
  • এখানে যেটা ৫৫ নম্বর সেটা। লিষ্টের শেষ আতরটা।
  • "এখনো যাদেরকে অনলাইনে আনা হয়নি" লিষ্টে এটা। তাই এখান থেকে কিনার সুযোগ নেই।
  • আমি বুঝেছি, "স্টকে আছে তাই কিছু দিন পর হয়তো বিক্রি করতে পারবো। কিন্তু এই মুহুর্তে এগুলো আমরা অনলাইনে বিক্রি করছি না।"
  • ৮ মিলি খুস এর দাম কত? Perfumance

1-Aug-2015 6:12 am

1-Aug-2015 9:16 pm


Rule of thumb: অনলাইনে যে কোনো কিছু বিক্রি করার সময় ক্রয় মূল্যের ঠিক ৬ গুন দামে বিক্রি করতে হয় নয়তো প্রফিট করা টাফ।

"ছয় গুন" সংখ্যাটা মাল্টিপেল সোর্স থেকে ভেরিফাইড।

    Comments:
  • এটা একটু হাই ক্লাসের আতর :-P এজন্য নামের লিষ্টে এটা শেষের দিকে।

1-Aug-2015 9:16 pm

3-Aug-2015 3:54 pm


৮০ দিকে মসজিদে প্রায়ই সাহায্য চাওয়া হতো এই বলে, "ভাই আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তাই সবাই সাহায্য করবেন।" এটা আর এখন দেখা যায় না।

3-Aug-2015 3:54 pm

3-Aug-2015 3:57 pm


বাসা থেকে খিলগাও রেলগেট যত টাকা রিকশা ভাড়া দিয়েছি।
৭০ দশকের শেষের দিকে: ১ টাকা।
৮০র দশকে: ২ টাকা।
৯০ এ: ৪ টাকা।
২০০০: ১০ টাকা।
২০১০ এ: ২০ টাকা।
    Comments:
  • এই বছরটা ২০১০ দশকে।
  • ঐ সময়ে যত বেশি ছিলো, এখন ততটা না। ঐ সময় প্রায় প্রতি সপ্তাহে দুই একজন থাকতো।
  • যে কোনো কিছু সেল ধরেন ভাই। সেল ইনশাল্লাহ সময়ের সাথে সাথে শুধু বাড়বে। প্রফিট প্রচন্ড। দোকানে যে দামে বিক্রি করবেন তার থেকে অনেক বেশি দামেও সেল হবে। এবং খরচ দোকানের থেকে কম। কুরিয়ার খরচ ক্রেতা দেবে। আপনার এক টাকাও খরচ নেই।
  • অনেক বেশি দামেও বিক্রি হবে কারন শহরের অভিজাত এলাকায় [গুলশান, বনানি, ধানমন্ডিতে] এগুলোর দাম আপনাদের পুরান ঢাকার চেয়ে অনেক বেশি। আপনার ব্যবসাটা হবে মূলতঃ শহরের সাইডের পাইকার মার্কেট থেকে কিনে শহরের মাঝের অভিজাত এলাকায় সাপ্লাই দেয়া।
  • বেজাল সংস্কৃতির ছোয়া লেগেছে মনে হয়।

3-Aug-2015 3:57 pm

7-Aug-2015 11:23 am


মৃত লোকদের কাছে তার ঘড়ের খবর পৌছানো হয়।
এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
    Comments:
  • তাকওয়ার ব্যপারে কোরআন শরিফে পৃষ্ঠায় পৃষ্ঠায় নির্দেশ আছে। তবে এটা "তাকওয়ায় আজীমত" এর কথা বলা হচ্ছে নাকি সেটা জানি না।

7-Aug-2015 11:23 am

7-Aug-2015 12:01 pm


এক সময় আমরা মসজিদে গিয়ে হাসা হাসি ধাক্কা ধাক্কি করে মুরুব্বিদের ধমক খেতাম।

এখন আমার ছেলে নামাজে এই কাজ করে ধমক খেয়ে এসেছে।

7-Aug-2015 12:01 pm

8-Aug-2015 1:17 am


এবার ব্লগাররা আঘাত হানলো একেবারে আমাদের বাড়ির পাশে। আট নম্বর গলির ঘটনা। বাইরে বেরিয়ে দেখি মোড়ে মোড়ে মানুষের ভীড়। টিভির নিউজ দেখতে।

ব্লগারদের মৃত্যুর পর সাধারনতঃ ফেসবুকে তার লাস্ট পোষ্টটা নিয়ে কিছু আবেগপ্রবন কথা থাকে নিউজ আর্টিকেলগুলোতে। এবার সেটা নেই। এই এক্সেপশনের কারনটা খুজতে তার ফেসবুক পেজে গেলাম। দেখলাম, কারনটা খারাপ। বলা যাবে না।

শুধু তাই না, তার সব পোষ্ট হলো ইসলাম নিয়ে। যদিও সে "মরিয়া গিয়া প্রমান করিয়াছে" সে ছিলো হিন্দু। জীবিত অবস্থায় তার ফেসবুক নাম দেখে এটা মনে হবার কোনো কারন ছিলো না।

আহা, বেচারা! দেশটা উচ্ছে যাচ্ছে। আমাদের দিয়ে কিছু হবে না।

Feeling like: আমাদের আমেরিকায় এই আছে সেই আছে, আর তোমাদের বাংলাদেশে?

8-Aug-2015 1:17 am

8-Aug-2015 1:40 pm


Missing you picchi. Who never failed to smile, when being smiled at, no matter how much she was crying at the time.

8-Aug-2015 1:40 pm

9-Aug-2015 7:11 pm


ব্লগার "নিলয় হোসেনের" মৃত্যুতে শোক প্রকাশ করেছে জামাত। মেইন স্ট্রিম খবরে আরো প্রকাশ উনি রোজাও রাখতেন। উনার একটি সারকাস্টিক স্টেটাস থেকে এটা কনফার্ম করা গিয়েছে।

বাসায় মিলাদ হবে কিনা খোজ রাখছি।

// ইহা একটি পলিটিক্যল পোষ্ট, কারন ব্যস্ততার জন্য এই মুহুর্তে আর কিছু নিয়ে চিন্তে করার সময় নেই :-P

9-Aug-2015 7:11 pm

11-Aug-2015 3:57 pm


"ধনতান্ত্রিক", "পুজিবাদী", "শ্রমিক শোষন" এই শব্দগুলো ৮০র দশকে ব্যবহার করতো কমুনিষ্টরা। ৯০এ পর কমুনিস্টরা চলে গিয়েছে। কিন্তু ২০১০ এ দেখি কিছু ইসলাম পন্থিরা এই শব্দগুলো নিয়ে এসেছে।

ঐ সময়ে "পুজিবাদ" বলতে, পুজি নিয়ে ব্যবসা করা বুঝাতো। ইসলামের সাথে পুজিবাদের কোনো বিরোধ নেই। আমি আমার টাকা দিয়ে ব্যবসা করে আংগুল ফুলে কলা গাছ হয়ে যেতে পারি। ১০০ টাকার জামা, এক লাখ টাকায় বিক্রি করতে পারি। যদি জাকাত দেই আর স্টক না করি, তবে এর পর বেশি টাকা থাকার অপরাধে, বা বেশি দামে বিক্রি করার অপরাধে, আমাকে শাস্তি দেবার কোনো অধিকার ইসলামি সরকারের নেই। বা আমার অপ্রজোনীয় এবং অতিরিক্ত টাকার পাহাড় আমার কাছে থেকে কেড়ে নেবার অধিকার তার নেই।

সাধারন লোকেদের এই বিষয়গুলো মেনে নেয়া কষ্টকর। তাই এ ধরনের কিছু বিষয়ের উপর দেয়া কোনো আলিমের মতকে আমি ঐ আলেমদের জন্য একটা লিটমাস টেষ্ট হিসাবে ব্যবহার করি। এটা বোঝার জন্য যে উনি জ্ঞানের উপর কথা বলছেন নাকি নিজের নফসে অনুভুতিকেই উনি নিজের জ্ঞান মনে করছেন।

    Comments:
  • জিনিসপত্র স্টক করাটা পাপ। ষ্টক না করে ন্যয্য মূল্যে থেকে অনেক অনেক বেশি দামে বিক্রি করা ইসলামে পাপ না। ১০০ টাকার জিনিষ ১ লাখে বিক্রি করলেও নিষেধ নেই। যদিও দুর্ভিক্ষ চলছে। মানুষ না খেয়ে মরছে।
  • সমস্যা হলো কিবলা মুখি হয়ে খাওযা সম্ভবতঃ সুন্নাহ না। এমনকি মুস্তাহাবও না। As per Fatwa Police.
  • Waiting for BD Memories 2017
  • সমস্যা হলো "Fatwa Police" রা জোকসের মাঝে সিরিয়াস কথা নিয়ে এসে জোকসটা নষ্ট করে দেয়। :-)

11-Aug-2015 3:57 pm

12-Aug-2015 3:25 pm


"Mistakes have consequences. You can't just regret them away, no matter how remorseful you are."
    Comments:
  • সকাল ৭:৩০ টা - দুপুর ১২:৩০ টা অফিস করি। সরকার ৯টা-৫টা বাধ্যতামূলক করলে সুবিধা কি?
  • রূপার ভরি যদি বর্তমানে ৫০০ থেকে ১০০০ টাকা ধরি, তবে ১ দিরহাম মানে ১২৫ থেকে ২৫০ টাকা। ১০ দিরহাম মানে ১২শ থেকে আড়েই হাজার টাকা।

    ১ হাজার টাকার উপর দামের কিছু ঘড়ের ভিতর ঢুকে চুরি করলে চোরের হাত কাটার হুকুম হবে হানাফি মাজহাব মতে। এটা বুঝলাম।

  • মাথার উপ্রে দি গেলো।
  • পানির টেপ বাদ দিয়ে যদি গ্লাস দিয়ে ওজু করতে থাকেন তবে প্রথমে ৪/৫ গ্লাস পানি লাগবে। এর পর দিনে দিনে এটা কমতে কমতে শেষে অর্ধেক গ্লাস দিয়ে ওজু করতে পারবেন।
  • Bing vs Alphabet? so...???
  • Woops! Never noticed the URLs though. I thought you used some URL shortener like in twitter.

12-Aug-2015 3:25 pm

16-Aug-2015 10:32 pm


লম্বা পোষ্ট না পড়েই কেন আমি লাইক দেই:
১। লিখককে আরো লিখতে উৎসাহিত করতে।
২। লাইক কমেন্ট দিয়ে "একটিব" থাকার জন্য।
৩। লাইক দিয়ে প্রমোট করলে, অন্য কেউ হয়তো এটা পড়ে উপকৃত হবে এ আশায় (আমার নিজের পড়ার ধর্য্য না হলেও)
৪। ভালো লিখা না পড়ে, শুধু লাইক দিলেও হয়তো কিছু সোয়াব হবে। "হয়তো" এই আশায় :-P
    Comments:
  • "গণতন্ত্র খেলি" <-- খেলোয়াড়রা খেলে যাচ্ছে। আম জনতার আর কিছু করার আছে কিনা সেটাই হলো প্রশ্ন।
  • টাকাটা ফেক্টর না। কাজের প্রতি ভালবাসাটা হলো ফেক্টর। এটা বলার পর প্রশ্ন: ফ্রি লেন্সার ডিজাইনাররা মাসে রাফলি কি রকম টাকা কামায়?
  • ইন্ডিয়ার অন্য নাম হলো "হিন্দুস্তান"। তবে এর সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। হিন্দুকুশ নদির নামের সম্পর্ক আছে।
  • আমি হলে জবাব দিতাম, "আল্লাহ তায়ালা যেন আমাকে ক্ষমা করেন। তবে আমি এটা আল্লাহ তায়ালাকে খুশি করার জন্যই করছি।" বলে নিজের স্বিদ্ধান্তে অটল :-P

16-Aug-2015 10:32 pm

17-Aug-2015 11:50 pm


ক্ষুধা পেলে অন্ন যোগাও,
মানি চাই না মানি
খোদা, তোমার মেহেরবানী।।
    Comments:
  • - গতবছরের হজ্জের ছবি?

  • অকে। ইহরামের কাপড় পড়া ছবি তাই।
  • -

    -

    - মানুষ এত অধর্য্য কেন বুঝি না। :-P

  • সাধারন ভাবে ডিজাইনাররা বুটস্ট্রেপ ইউজ করাকে কি পছন্দ করে নাকি অপছন্দ করে?

17-Aug-2015 11:50 pm

20-Aug-2015 8:58 am


আমেরিকার পলিটিক্সটা একটু জটিল। এক দল হলো ইহুদি পন্থি, অন্য দল নাস্তিক পন্থি।

এখনো স্বিদ্ধান্ত নিতে পারি নি আমি কোন দলের সমর্থক।

20-Aug-2015 8:58 am

22-Aug-2015 6:19 pm


Linked lists are never faster than Vectors. Even when your job is pure insertion and deletion of elements from random positions in the data collection. This is because of processor cache usage pattern.

https://www.youtube.com/watch?v=YQs6IC-vgmo

    Comments:
  • মদিনার রাস্তায় সকালে বেরুলে চারদিকে কোরআন তিলওয়াতের আওয়াজ আসতো। এক বুজুর্গ একদিন রিয়ার উপর জোর দিয়ে বয়ান করেন। এর পর সকালে আর তিলওয়াতের শব্দ শোনা যায় না। উনি এটা দেখে বলেছিলেন, "ইশ যদি আমি ঐ বয়ানটা না করতাম।"

    ভিন্ন মতের অবকাশ আছে। অন্তরের কথা আল্লাহ জানেন। তাই অন্যের রিয়ার বিচার আমি করতে পারবো না। নিজেরটা শুধু করতে পারবো।

22-Aug-2015 6:19 pm

25-Aug-2015 11:08 am


না, গ্রহ নক্ষত্রের না। এটা রান্না ঘড়ের ফ্রাইং পেনের কয়েকটি ছবি। কার্টেসি, NASA।
    Comments:
  • আমেরিকায় যারা যায় তাদের এটা ঠেকানোর ভালো কোনো উপায় আমি দেখছি না। তার ছেলেকে যদি ঠেকিয়েও রাখে তবে এর পরের প্রজন্মের নাতি পুতিরা পুরো দুস্তর আমেরিকান হয়ে যাবে।

    সে জন্য ইসলামী সমাজের সাথে থাকাটা জরুরী। সেটা না পারলে এ ধরনের পরিস্থিতি এড়ানের জন্য কাফির দেশে তবলিগের কাজের বেশি প্রচলন থাকাটা জরুরী।

25-Aug-2015 11:08 am

25-Aug-2015 11:40 pm


"When we don’t receive an immediate reply from someone we tend to have an emotional response that leaves us filled with animosity towards the other person.

___Just because I have my phone on me doesn’t mean I’m free to talk right now.___

I’m not being rude on purpose. What I’m doing is living life and focusing on something more important, like keeping my eyes on the road.

https://blog.automateads.com/yes-i-saw-your-text-but-dont-expect-me-to-respond-instantly/

    Comments:
  • হজরত কি MacBook কিনেছেন?
  • মডেল চেঞ্জ করার সময় হয়ে গিয়েছে। এটা সেল করে দেন।
  • সেলের টাকা দিয়ে নতুনের অর্ধেক দাম উঠে যাবে।

25-Aug-2015 11:40 pm

27-Aug-2015 2:39 pm


The Best Jobs Now Require You To Be A People Person:

"...nearly half of U.S. jobs would be vulnerable to automation within 20 years. But computers aren’t good at simulating human interaction. That means a job as a manager or consultant is harder to automate, and the skills those jobs require become more valuable."

https://fivethirtyeight.com/features/the-best-jobs-now-require-you-to-be-a-people-person/

27-Aug-2015 2:39 pm

31-Aug-2015 12:59 pm


"তোমরা যারা লীগ কর" --- আর্টিকেলটা এখনো লিখা হয় নি।
অপেক্ষায় আছি, হয়তো স্যার এখন লিখবেন।

হয়তো!

31-Aug-2015 12:59 pm