এবার ব্লগাররা আঘাত হানলো একেবারে আমাদের বাড়ির পাশে। আট নম্বর গলির ঘটনা। বাইরে বেরিয়ে দেখি মোড়ে মোড়ে মানুষের ভীড়। টিভির নিউজ দেখতে।
ব্লগারদের মৃত্যুর পর সাধারনতঃ ফেসবুকে তার লাস্ট পোষ্টটা নিয়ে কিছু আবেগপ্রবন কথা থাকে নিউজ আর্টিকেলগুলোতে। এবার সেটা নেই। এই এক্সেপশনের কারনটা খুজতে তার ফেসবুক পেজে গেলাম। দেখলাম, কারনটা খারাপ। বলা যাবে না।
শুধু তাই না, তার সব পোষ্ট হলো ইসলাম নিয়ে। যদিও সে "মরিয়া গিয়া প্রমান করিয়াছে" সে ছিলো হিন্দু। জীবিত অবস্থায় তার ফেসবুক নাম দেখে এটা মনে হবার কোনো কারন ছিলো না।
আহা, বেচারা! দেশটা উচ্ছে যাচ্ছে। আমাদের দিয়ে কিছু হবে না।
Feeling like: আমাদের আমেরিকায় এই আছে সেই আছে, আর তোমাদের বাংলাদেশে?