Post# 1438595828

3-Aug-2015 3:57 pm


বাসা থেকে খিলগাও রেলগেট যত টাকা রিকশা ভাড়া দিয়েছি।
৭০ দশকের শেষের দিকে: ১ টাকা।
৮০র দশকে: ২ টাকা।
৯০ এ: ৪ টাকা।
২০০০: ১০ টাকা।
২০১০ এ: ২০ টাকা।
    Comments:
  • এই বছরটা ২০১০ দশকে।
  • ঐ সময়ে যত বেশি ছিলো, এখন ততটা না। ঐ সময় প্রায় প্রতি সপ্তাহে দুই একজন থাকতো।
  • যে কোনো কিছু সেল ধরেন ভাই। সেল ইনশাল্লাহ সময়ের সাথে সাথে শুধু বাড়বে। প্রফিট প্রচন্ড। দোকানে যে দামে বিক্রি করবেন তার থেকে অনেক বেশি দামেও সেল হবে। এবং খরচ দোকানের থেকে কম। কুরিয়ার খরচ ক্রেতা দেবে। আপনার এক টাকাও খরচ নেই।
  • অনেক বেশি দামেও বিক্রি হবে কারন শহরের অভিজাত এলাকায় [গুলশান, বনানি, ধানমন্ডিতে] এগুলোর দাম আপনাদের পুরান ঢাকার চেয়ে অনেক বেশি। আপনার ব্যবসাটা হবে মূলতঃ শহরের সাইডের পাইকার মার্কেট থেকে কিনে শহরের মাঝের অভিজাত এলাকায় সাপ্লাই দেয়া।
  • বেজাল সংস্কৃতির ছোয়া লেগেছে মনে হয়।

3-Aug-2015 3:57 pm

Published
3-Aug-2015