অনলাইনে ক্লাস করা আর ইউটুবে লেকচার দেখা সমান কথা।
আর তাই যদি করতে হয় তবে ছোট স্কুল-ভার্সিটি কেন? একেবারে MIT এর Open Course Ware পড়াই ভালো।
আগের যুগের প্রশ্ন : "মনে করেন কেউ বাসায় বসে বই পড়ে ডাক্তার হয়েছে, আপনি যাবেন তার কাছে ডাক্তারি করতে?"
বর্তমান যুগের উত্তর : "অনলাইনে যারা ক্লাস করছে, তারা কি করছে বলে আপনার ধারনা?"
- Comments:
- ^ আমাদের দেশে বকর বকর করে বেশি। ২ ঘন্টার লেকচার কেটে আমাকে ১০ মিনিট করতে হয়। "১০ মিনিট স্কুল" কেন এত জনপ্রিয় এর একটা কারন আছে।