মাহফিলে হেলিকপটার প্রসংগে :
মাহফিলের জন্য ইলিয়াস জিহাদি ৬০ হাজার টাকা নেয়। না দিলে স্টেইজে উঠবে না। অন্য ওয়ায়েজরা হেলিকপটার না পাঠালে যাবে না -- এর কোনোটাতেই আমি কোনো সমস্যা দেখি না।
যদি,
খারাপ যদি,
আপনি ছোট মাদ্রাসা, গরিব মাদ্রাসা, এতিমদের মাদ্রাসা -- তবে বড় বড় ওয়ায়েজদের ডাকার দরকার কি? আর ডাকলে যদি সে না আসে তবে ফেসবুক পাড়া গরম করার দরকার কি? ফ্রি ওয়াজ করবে এরকম লক্ষ আলেম আছে। লক্ষ! তাদেরকে কেবল বাস ভাড়া দিলে দিলেন, না দিলে নেই।
এ প্রসংগে আরো জানতে চাইলে পড়ুল আর্টিক্যল : "কত বড় বড় লোকের মাইয়ারে আমি বিয়ার প্রস্তাব পাঠাইছি। কিন্তু আমি গরিব বইলা কেউ রাজি না। আমি লোভি না, বরং ঐ মাইয়ারা টাকার লোভি।"