বাংলাদেশে ৬ মাস পর পর ফসল হয়। তাই ফসল উঠার পরে পরের ফসল পর্যন্ত ৬ মাসরের চাল মওজুদ রাখা যায়। আগে গ্রাম দেশে যা প্রচলিত ছিলো।
রাসুলুল্লাহ ﷺ উনার পরিবারকে ১ বছরের খাবার একবারে পাঠিয়ে দিতেন। তাই এতে তাওয়াক্কুলের সমস্যা দেখি না।
শহরে থেকে আগে ১ সপ্তাহের চাল করে কিনতাম। অভ্যাস বদলানোর চেষ্টা করছি।