Post# 1608973616

26-Dec-2020 3:06 pm


তর্ক থেকে বিরত থাকুন : বিশেষ করে দ্বিনের ব্যপারে তর্ক থেকে।

জীবনে বহু কাজ আছে।

- কেরিয়ার বিল্ড আপ করা।

  • পিতা মাতার খিদমত করা।
  • সংসারের জন্য কামাই করা।
  • সন্তান স্ত্রী পরিবারের দেখা শোনা করা।
  • পাচ ওয়াক্ত নামাজের জন্য সময় মতো মসজিদে হাজির থাকা।
  • এর উপর কোরআন মুখস্ত করা।
  • আরবি শেখা।
  • দ্বিনের নিয়মগুলো শেখা।
  • ইংরেজি শেখা।
  • দুনিয়া কামাইয়ের স্কিলগুলো শেখা, ডেভেলাপ করা।

    এত কিছুর মাঝে যদি আপনি ফেসবুকে তর্ক করার মতো সময় পান তবে হয় আপনার জীবন এখনো আরম্ভ হয় নি, অল্প বয়সি এবং বাপের উপর খাচ্ছেন। কিংবা জীবনের অন্য দায়িত্বগুলো এড়াতে চাচ্ছেন ফেসবুকের কোনো একটা ড্রাগ খেয়ে এবং এই সময় অপচয়কে "দ্বিনের কাজ" নামে একটা ভালো লেবেল দিয়ে নিজেকে প্রবোধ দেবার জন্য।

    প্রায়োরিটি চেক করি। দ্বিনের ব্যপারে তর্ক দ্বিনের কোনো অংশ না।

    26-Dec-2020 3:06 pm

  • Published
    26-Dec-2020