ইয়ংদের জন্য পরামর্শ :
হানাফি সালাফি যে কোনো একটা অনুসরন করুন। এর পর তর্ক না করে স্থির থাকেন। অন্যটাকে ভুল না জেনে।
কোনটা করবেন সেটা নির্ভর করবে কোনটার একাধিক আলেমদের প্রতি আপনার এক্সেস আছে, আপনার এলাকায় কোনটা প্রচলিত, আর আপনি নিজে কোনটার নিয়ম কানুন ভালো জানেন বা জানতে চাইলে কোনটার অধিক বই মেটেরিয়েলস হাতের কাছে আছে -- এধরনের বিষয়গুলোর উপর।
একটা ঠিক করে স্থির হয়ে যাবার পরে কেউ যদি বুঝাতে আসে "এটা ঠিক না, ওটা ঠিক" তবে চুপ করে ইগনোর করে যান তর্ক না করে। তার কথা শুনলেও শুনবেন "এগুলো জানার জন্য জানা" অর্থে। "তাদের মতে এই, ওদের মতে সেই" একটা বিশাল লিষ্টে ফেলে দিয়ে। এগুলো জানা দ্বারা আপনার অবস্থান বদলাবে না।
জোর দেবেন নিজের আমল-ইখলাস-অন্তর-ব্যবহারের উপর। আপনার নিজের আমলের উপর শেষে আপনার হিসাব।