Post# 1608921838

26-Dec-2020 12:43 am


কয়কদিন আগে ইউটুবে গিয়ে দেখি আযহারি সাহেবের ফতোয়া। সমূদ্রের মাছ খাওয়া নিয়ে।

জানি এখানে হানাফি সালাফি ভাগ আছে। হানাফি মতে সমূদ্রের কেবল মাছ জায়েজ। সালাফি সবকিছু জায়েজ, সাপ কুমির এরকম কয়েকটা জিনিস ছাড়া।

তাই পুরোটা শুনার দরকার নেই। কেবল উনি কোন পক্ষে সেটা শুনলেই হবে। কিন্তু শুনলাম না কিছুই। ব্যস্ত মানুষ। স্কিপ করে গেলাম টাইটেল দেখেই।

আজকে দেখি বিশাল আর্টিক্যল "আবার বিতর্কিত ফতোয়া দিলেন আযহারি সাহেব" "উনাকে দাওয়াত করে এনে এখন সাপ ব্যঙ খাওয়ান।"

খবরের টাইটেল দেখেই বুঝেছি কি হয়েছে। যদিও উনার লেকচারও শুনি নি। বা খবরের রিপোর্টও পড়ি নি।

এখানে সমস্যা হলো উনি "এটা হানাফি মত না" এটা স্পষ্ট করে বলে দিলেই সমস্যা শেষ। উনি আযহার বিশ্ববিদ্যালয় থেকে পাশ। উনার শিক্ষা মতো ফতোয়া দেবেন। আশ্চর্যের কিছু নেই।

কিন্তু "হানাফি"-"সালাফি" নামগুলোই যে জাতি এখন শুনতে পছন্দ করে না। "আমরা মুসলিম না? এটাই একমাত্র পরিচয়" তারা এর পর কি করবে?

"এটাই" একমাত্র ইসলামের নিয়ম। বা "ঐটাই" এক ইসলামের একমাত্র নিয়ম। এখন ফাইট করেন।

    Comments:
  • আগের পোষ্ট পার্থক্যের উপর :
    https://www.facebook.com/habib.dhaka/posts/10154384599983176
  • https://www.facebook.com/habib.dhaka/posts/10156455090388176
  • আর আপনি যেটা চাচ্ছিলেন কেবল সেই পোষ্টটা এখানে
    https://www.facebook.com/habib.dhaka/posts/10154395881438176

26-Dec-2020 12:43 am

Published
26-Dec-2020