খবর : পটকা মাছ খেয়ে পরিবারের ২ জনের মৃত্যু।
৮০র দিকে এটা নিয়মিত খবর ছিলো পত্রিকায়। কখনো পরিবারের ৫ জন সবাই। পরের দিন ৪ জন। হয়তো অন্যদিন ১০ জনের মৃত্যু এরকম।
এর পরও বাজারে পটকা মাছ পাওয়া যেতো। ঢাকার বাজারেই যেখানে আমি প্রতিদিন বাজার করতে যেতাম।
এখন আর দেখা যায় না।
আরেকটা জিনিস আর নেই ৮০ পরে সেটা হলো "খেসারির ডাল"। অন্য ডালগুলো আছে। খেসারি বিষাক্ত। এক সপ্তাহের মাঝে কোনো এক বছর তুলে নেয়া হয়েছিলো। এর আগে বহু খেসারির ডাল কিনতাম নিজে বাজার থেকে।
- Comments:
- https://bangla.bdnews24.com/lifestyle/article1624362.bdnews
- আপনার জন্য না বুঝতে পারছেন নিশ্চই?
- সেটা বুঝা আগে জরুরি। কোনটা আপনার জন্য কোনটা না। দুনিয়ার সব উপদেশ আমার জন্য না -- এটা আমি বুঝি।