Life Pro Tip : দান করার সময় কখনো আপনি দিচ্ছেন এমন ভাব করবেন না। সবসময় দেখাবেন যেন আপনি কারো পক্ষ থেকে তাকে টাকা দেন।
যদি বুঝান যে আপনি দাতা, তবে দান গ্রাহিতারা দ্রুত আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। সে ক্ষেত্রে তাদের ক্ষতি থেকে বাচার উপায় আগে থেকে তৈরি করে রাখতে হবে।
আপনি বিদেশে বসে টাকা পাঠিয়ে দান করেন -- নিজের নামে করলেও সমস্যা নেই। গ্রাহিতারা আপনার কাছে পৌছতে পারবে না।
কিন্তু দেশে নিজের বাসায় বসে যদি দান করেন -- শিগ্রিই নিজের কাজের জন্য আফসোস করবেন।
তাই ভান করেন অন্যের পক্ষ থেকে দেন। আপনি নিজের টাকা কখনো দেন না। বেচে যেতে পারবেন।
- Comments:
- কথা কম বলে। একেবারে কম। আংগুলে গুনে দুই একটা শব্দ বলবেন কেবল। বাকিটা তখন সহজ হয়ে যাবে ইনশাল্লাহ।