#শাখেরকরাত আরো
যেমন, আমি সারাদিন মাজহাব মাজহাব করি। বড় দোষ। মাজহাব ছাড়া আর কিছু বুঝি না। "উনি সারাদিন আছেন কেবল মাজহাব নিয়ে পড়ে। মাজহাব মাজহাব করতে করতে জীবন শেষ। মুখে ফেনা তুলে ফেলেছেন।"
এটা এক দিকের করাত। এই দিকের।
এর পর এইসব "উচু গলা" পার্টির কথা শুনে যদি আমি উল্টো দিকে যাই তবে?
তখন করাত আরো কড়া : "উনি নিজে নিজে রিসার্চ করে দ্বিনের নতুন নতুন ব্যাখ্যা বের করেন। ইসলাম ধ্বংশ করেছে এই সব নিম মোল্লারা। অল্প বিদ্যা যে কি ভয়ংকরি এটার উদাহরন উনি। ইঞ্জিনিয়ারিং নিয়ে আছেন তবে ইঞ্জিনিয়ারিং নিয়েই থাকেন। নিজে নিজের বুঝ মতো এইভাবে দ্বিনের অপব্যখ্যা করে দ্বিনকে বিকৃতি করবেন না।"
আক্রমন তখন আরো হাজার গুন। যেন "পাইছি এবার আপনারে বাগ মতো"।
শাখের করাত। তাই যেদিকে আছেন সে দিকে থাকেন। যে পোলাপান আজকে আপনাকে দিক বলাতে বলছে, তাদের কথা শুনে বদলালে এর পর পরই দেখবেন ঠিক তারাই আপনাকে জবাই করতে আসছে।
সাধু সাবধান।