Post# 1608788125

24-Dec-2020 11:35 am


ডঃ তারেক ইসলামের সাক্ষাৎকার। উনি বাংগালি হয়ে বাংলাদেশ ছেড়ে আমেরিকায় গিয়ে থেকে, আমেরিকানদের সেবা করেন। যাই হোক নিন্দাবাদ না করি। থিংক পজিটিভ। :V

চেনেল ২৪ উনার সাক্ষাৎকার নিয়েছেন গতকাল। পয়েন্ট গুলো :

- নতুন মিউটেন্টটা আগের থেকে বেশি সংক্রামক। উনি এগ্রিড।

- নতুন মিউটেন্ট আগের থেকে বেশি শক্ত বন্ডেড। সরাতে সময় লাগে, লুকিয়ে থাকে। উনি এগ্রিড। বললেন স্মার্ট ভাইরাস।

- উনি টিকা নিয়েছে। সমস্যা হয় নি উনার হাসপাতালের কোনো ডাক্তারদের। কিন্তু দুই ডোজ ভেক্সিনের মাঝে দ্বিতিয় ডোজের পরে সমস্যার আশংকা বেশি।

- এর খরচ নেই। সরকার খরচ দিয়ে দিচ্ছে সবার।

- ভাইরাসটা মিউটেইট করছে অনেকবার বেশি। এটা ১৭ বার করেছে। যেটা গড়ে হয় ২-৩ বার।

- এবং উনি এটাকে সেকেন্ড ওয়েভ বললেন।

24-Dec-2020 11:35 am

Published
24-Dec-2020